ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

পটুয়াখালীর কলাপাড়ায় ৪ নির্মাণশ্রমিককে পিটিয়ে হাসপাতালে পাঠালেন উপজেলা চেয়াম্যান


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ২-৭-২০২২ রাত ১০:৪৪
পটুয়াখালীর কলাপাড়ায় চার নির্মাণশ্রমিককে স্টিলের পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করলেন উপজেলা চেয়ারম্যান। শুক্রবার (১ জুলাই) দুপুরে পৌর শহরের এতিমখানা এলাকায় নির্মাণাধীন মশিউর ইনফ্রাস্টাকচার লি. ৭ তলা ভবনের চার নির্মাণশ্রমিককে স্টিলের পাইপ দিয়ে বেধড়ক পেটান কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান। এ ঘটনায় শনিবার দুপুরে রাকিবুল আহসান ও তার ছেলে রাহাতের বিরুদ্ধে নির্মাণাধীন ভবনের সাইট ইঞ্জিনিয়ার মো. অহিদুল ইসলাম বাদী হয়ে কলাপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
 
এদিকে, গুরুতর আহত নির্মাণশ্রমিক আবুল কালাম (৫০) ও চুন্নু মিয়াকে (৩৫) চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তির পর নিরাপত্তার অভাবে তারা হাসপাতাল ছেড়েছেন। অপর আহত নির্মাণশ্রমিক খাদেম (৬০) ও উজ্জ্বলকে (৩২) হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
 
নির্মাণশ্রমিকদের সর্দার মিন্টু মোল্লা দৈনিক সকালের সময়কে জানান, নির্মাণাধীন ভবনের ৬ তলার সিলিং প্লাস্টারের কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় বাতাসে বালু উড়ে গিয়ে পার্শ্ববর্তী উপজেলা চেয়ারম্যানের বাসভবনের ওপরে পড়ায় তিনি শ্রমিকদের গালিগালাজ করতে শুরু করেন। একপর্যায়ে তিনি ভবনের উপরে উঠে স্টিলের পাইপ দিয়ে শ্রমিকদের এলোপাতাড়ি পেটাতে শুরু করেন। এতে ৪ শ্রমিক গুরুতর আহত হন এবং অন্যরা ভয়ে দৌড়ে ভবন থেকে পালিয়ে যান। 
 
নির্মাণাধীন ভবনের সাইড ইঞ্জিনিয়ার মো. অহিদুল ইসলাম দৈনিক সকালের সময়কে জানান, শ্রমিকদের নিরাপত্তা ও ওপর থেকে নির্মাণসামগ্রী ছিটকে যাতে নিচে না পড়তে পারে সেজন্য ত্রিপল টাঙিয়ে তা নিশ্চিত করে ভবনটির নির্মাণকাজ চলছে। শুক্রবার দুপুরে উপজেলা চেয়ারম্যান ও তার ছেলে অহেতুক শ্রমিকদের পিটিয়ে গুরুতর আহত করেন। এছাড়া নির্মাণকাজ বন্ধ না করলে শ্রমিকদের আরো ভয়ানক পরিস্থিতি সৃষ্টি করার হুমকি প্রদর্শন করেন। 
 
তিনি আরো জানান, উপজেলা চেয়ারম্যান এর আগেও নির্মাণশ্রমিকদের একাধিকবার গালিগালাজসহ কাজ না করতে ভীতি প্রদর্শন করেছেন। তবে কী কারণে ভবনটির নির্মাণকাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন তা বুঝতে পারছেন না তিনি।
 
এ ব্যাপারে জানতে চাইলে কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান দৈনিক সকালের সময়কে বলেন, ভবন মালিকসহ শ্রমিকদের বারবার বলার পরও নির্মাণাধীন ভবন থেকে নির্মাণ উপকরণ ছিটকে পড়া বন্ধ করেনি। এতে বাসায় চলাফেরা করা ঝূঁকিপূর্ণ হয়ে উঠেছে। শুক্রবারও উপর থেকে কাঠের টুকরা ছিটকে পড়ায় দুর্ঘটনার শংকা দেখা দেয়ায় তিনি দুই শ্রমিককে কাঠের টুকরা দিয়ে দু-একটা আঘাত করেছেন। তবে এতে হাসপাতালে চিকিৎসা নেয়ার মতো পরিস্থিতি হয়নি। 
 
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম বলেন, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

ঈশ্বরদীতে ট্রেনে কেটে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু

মসজিদের খতিব–ইমাম–মুয়াজ্জিনদের সুরক্ষায় নীতিমালা চূড়ান্তঃ কুমিল্লায় ধর্ম উপদেষ্টা

মেহেরপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পুনঃবিবেচনার দাবিতে গণজমায়েত

চর ওয়াশপুর প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর করেন জাতীয় বীর আমান উল্লাহ আমান

গাজীপুরের রাজনীতিতে ঝড় তুললেন ইরাদ সিদ্দিকী

ধুনটে বালুবাহী দুই ট্রাকের চাপে অটোরিকশাচালক নিহত

পটুয়াখালী প্রেসক্লাবের হীরক জয়ন্তী পালন

হৃদরোগে আক্রান্ত হয়ে চিলমারী মডেল থানার এসআই আসাদুজ্জামানের আকস্মিক মৃত্যু

কোম্পানীগঞ্জে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সম্মাননা ও সহায়তা প্রদান

দুমকিতে সশস্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দুমকিতে গাভী লুটপাটের অভিযোগ 'মিথ্যা', দাবি করে সংবাদ সম্মেলন

ভূমিকম্পকে আল্লাহর সতর্কবার্তা হিসেবে দেখার আহ্বান – মাওলানা আব্দুল ওয়াহাব (বড় হুজুর, কাছাইট)

সিংগাইরে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা