ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

পটুয়াখালীর কলাপাড়ায় ৪ নির্মাণশ্রমিককে পিটিয়ে হাসপাতালে পাঠালেন উপজেলা চেয়াম্যান


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ২-৭-২০২২ রাত ১০:৪৪
পটুয়াখালীর কলাপাড়ায় চার নির্মাণশ্রমিককে স্টিলের পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করলেন উপজেলা চেয়ারম্যান। শুক্রবার (১ জুলাই) দুপুরে পৌর শহরের এতিমখানা এলাকায় নির্মাণাধীন মশিউর ইনফ্রাস্টাকচার লি. ৭ তলা ভবনের চার নির্মাণশ্রমিককে স্টিলের পাইপ দিয়ে বেধড়ক পেটান কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান। এ ঘটনায় শনিবার দুপুরে রাকিবুল আহসান ও তার ছেলে রাহাতের বিরুদ্ধে নির্মাণাধীন ভবনের সাইট ইঞ্জিনিয়ার মো. অহিদুল ইসলাম বাদী হয়ে কলাপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
 
এদিকে, গুরুতর আহত নির্মাণশ্রমিক আবুল কালাম (৫০) ও চুন্নু মিয়াকে (৩৫) চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তির পর নিরাপত্তার অভাবে তারা হাসপাতাল ছেড়েছেন। অপর আহত নির্মাণশ্রমিক খাদেম (৬০) ও উজ্জ্বলকে (৩২) হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
 
নির্মাণশ্রমিকদের সর্দার মিন্টু মোল্লা দৈনিক সকালের সময়কে জানান, নির্মাণাধীন ভবনের ৬ তলার সিলিং প্লাস্টারের কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় বাতাসে বালু উড়ে গিয়ে পার্শ্ববর্তী উপজেলা চেয়ারম্যানের বাসভবনের ওপরে পড়ায় তিনি শ্রমিকদের গালিগালাজ করতে শুরু করেন। একপর্যায়ে তিনি ভবনের উপরে উঠে স্টিলের পাইপ দিয়ে শ্রমিকদের এলোপাতাড়ি পেটাতে শুরু করেন। এতে ৪ শ্রমিক গুরুতর আহত হন এবং অন্যরা ভয়ে দৌড়ে ভবন থেকে পালিয়ে যান। 
 
নির্মাণাধীন ভবনের সাইড ইঞ্জিনিয়ার মো. অহিদুল ইসলাম দৈনিক সকালের সময়কে জানান, শ্রমিকদের নিরাপত্তা ও ওপর থেকে নির্মাণসামগ্রী ছিটকে যাতে নিচে না পড়তে পারে সেজন্য ত্রিপল টাঙিয়ে তা নিশ্চিত করে ভবনটির নির্মাণকাজ চলছে। শুক্রবার দুপুরে উপজেলা চেয়ারম্যান ও তার ছেলে অহেতুক শ্রমিকদের পিটিয়ে গুরুতর আহত করেন। এছাড়া নির্মাণকাজ বন্ধ না করলে শ্রমিকদের আরো ভয়ানক পরিস্থিতি সৃষ্টি করার হুমকি প্রদর্শন করেন। 
 
তিনি আরো জানান, উপজেলা চেয়ারম্যান এর আগেও নির্মাণশ্রমিকদের একাধিকবার গালিগালাজসহ কাজ না করতে ভীতি প্রদর্শন করেছেন। তবে কী কারণে ভবনটির নির্মাণকাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন তা বুঝতে পারছেন না তিনি।
 
এ ব্যাপারে জানতে চাইলে কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান দৈনিক সকালের সময়কে বলেন, ভবন মালিকসহ শ্রমিকদের বারবার বলার পরও নির্মাণাধীন ভবন থেকে নির্মাণ উপকরণ ছিটকে পড়া বন্ধ করেনি। এতে বাসায় চলাফেরা করা ঝূঁকিপূর্ণ হয়ে উঠেছে। শুক্রবারও উপর থেকে কাঠের টুকরা ছিটকে পড়ায় দুর্ঘটনার শংকা দেখা দেয়ায় তিনি দুই শ্রমিককে কাঠের টুকরা দিয়ে দু-একটা আঘাত করেছেন। তবে এতে হাসপাতালে চিকিৎসা নেয়ার মতো পরিস্থিতি হয়নি। 
 
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম বলেন, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

মিরসরাইয়ে দাড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কায় নিহত হেলপার

জেলা প্রশাসকের সভাপতিত্বে কুষ্টিয়ায় মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত

রায়পুরে সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদে ধীরগতি

জমির জন্য বৃদ্ধ দম্পতিকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ

শ্রীপুর পৌর শহরে পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন

জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা

মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

হাটহাজারী সাব রেজিস্টার অফিসে মূল দলিলের পাতা গায়েব করে ভুয়া পাতা সংযুক্ত

আগামী নির্বাচনে তারেক রহমানকে সংসদীয় ৫ আসনে উপহার দিতে মীর হেলাল উদ্দিনের বিকল্প নাই -গিয়াস উদ্দীন

১৪৫ কোটি টাকার ফেরিঘাটে নেই ফেরি, সরকারের নতুন চিন্তা

জলবায়ু পরিবর্তনের ছোবল: স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সন্দ্বীপে কর্মশালা

টুঙ্গিপাড়ায় মধুমতি সংযোগ খাল কচুরিপানায় বন্ধ, দুর্ভোগে এলাকাবাসী