ঢাকা রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

লালমনিরহাটে টিএলআর শ্রমিক পদ বাতিলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও রেললাইন অবরোধ


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ৩-৭-২০২২ দুপুর ৩:১৭
লালমনিরহাটে টিএলআর শ্রমিক পদ বাতিলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও রেললাইন অবরোধ করেছে বাংলাদেশ রেলওয়ে টিএলআর কর্মচারীগণ। আজ রোববার (৩ জুলাই) সকাল ১০টায় লালননিরহাট রেলওয়ে স্টেশনে টিএলআর শ্রমিকদের শুরু হওয়া এ আন্দোলনে শত শত শ্রমিক অংশগ্রহণ করেন।  
 
জানা গেছে, বাংলাদেশ রেলওয়ে টিএলআর কর্মচারীগণ দীর্ঘদিন হতে রেলওয়ের বিভিন্ন পদে চাকরি করে আসছেন। তবে হঠাৎ করেই গত ৩০ জুন হতে টিএলআর বন্ধ করে দিয়ে আউট সোর্সিংয়ের মাধ্যমে লোকবল নিয়োগ দেয়ায় কয়েক হাজার শ্রমিক বেকার হয়ে পড়েন। এর পরিপ্রেক্ষিতে আজ সকাল হতে লালমনিরহাট রেলওয়ে ডিভিশনের কয়েক হাজার কর্মী আন্দোলনে যুক্ত হন। এতে ঢাকাগমী লালমনি এক্সপ্রেসসহ লালমনিরহাট-রংপুর-পার্বতীপুর, লালমনিরহাট শান্তাহারগামী ট্রেনগুলোও বন্ধ হয়ে যায়। 
 
এদিকে লালমনিরহাট রেলওয়ের অনিয়মিত শ্রমিকদের (টিএলআর) আন্দোলনের কারণে ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতের একমাত্র ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটি বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন ঢাকাগামী কয়েকশ যাত্রী। পরে বেলা ১১টার দিকে লালমনিরহাট রেলওয়ে ডিভিশনের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার শাহ সুফী নুর মোহাম্মদ চাকর স্থায়ীকরণের বিষয়ে রেলওয়ের ঊর্ধ্বতন  কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন মর্মে আশ্বাস দিলে অবরোধ তুলে নিয়ে রেলওয়ে ডিভিশনের বিভাগীয় রেলওয়ে ম্যানেজারের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করতে থাকেন। 
 
এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে অনিয়মিত শ্রমিক (টিএলআর) সংগঠনের সভাপতি মো. জুয়েল বলেন, আমি দীর্ঘ  ২০ বছর ধরে চাকরি করছি গেটকিপার হিসেবে। কিন্তু হঠাৎ করেই গত ৩০ জুন হতে টিএলআর পদগুলো বন্ধ করে দিয়ে আউটসোর্সিংয়ের মাধ্যমে লোকবল নিয়োগ দেয়ায় আমরা ৩ দিন হতে বেকার হয়ে পড়ি। সারাদেশে প্রায় ২০ হতে ২৫ হাজার কর্মী চাকরি করে আসছি। এতে আমাদের কর্মসংস্থান বন্ধ করে দিয়ে আউটসোর্সিংয়ে লোক নিয়োগ দিলে আমরা কিভাবে বাঁচব আমাদের পরিবার নিয়ে? আমরা আউটসোর্সিং চাই না। আমরা যেভারে চাকরি করে আসছি সেভাবেই করব। আর রেলওয়ের নিয়ম আছে তিন বছরের অধিক সময় চাকরি করলে তার চাকরি স্থায়ী করা হবে। কিন্তু কেউ কেউ ১৫ থেকে ২০ বছর চাকরি করলেও স্থায়ী করা হয়নি। আবার আমাদের রেল থেকে বের করে দিচ্ছে। 
 
রেলওয়ে ডিভিশনের ডিটিএসের থাকা আব্দুল্লাহ আল মামুন শ্রমিকদের আন্দোলনের সাথে একমত পোষণ করে বলেন, আপনাদের চাকরি না থাকলে রেলওয়ের অনেক ক্ষতি হবে। লালমনি এক্সপ্রেসসহ প্রতিদিন যে ট্রেনগুলো চলে সেগুলোসহ কয়েকটি স্টেশনও বন্ধ হয়ে যাবে। আমরা বিষয়টি নিয়ে রেলের উপর মহলের সাথে কথা বলে সমাধানের চেষ্টা করব।
 
এদিকে লালমনিরহাট রেলওয়ে ডিভিশনের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার শাহ সুফী নুর মোহাম্মদ বলেন, আন্দোলনে অংশ নেয়া শ্রমিকরা যৌক্তিক দাবিতে আন্দোলন করছেন। তবে যেহেতু এটি সরকারি সিদ্ধান্ত, সেজন্য আলোচনা করা দরকার। আমরা তাদের চাকরি স্থায়ীকরণের বিষয়ে রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করব।

এমএসএম / জামান

সলঙ্গায় মা-বাবার দোয়া খাবার হোটেলের আড়ালে বিক্রি হচ্ছে মাদক

মাদারীপুরে পরকীয়ার জেরে স্বামীর পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী আটক

হাতিয়ায় শিক্ষা ট্রাস্ট বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠান

ট্রাক মালিক সমিতির সঙ্গে সম্পর্ক জোরদারে মজমপুরে শ্রমিক নেতাদের সভা

ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে দশম শ্রেণির শির্ক্ষার্থীর আত্মহত্যা

সাভারে শীতার্তদের মাঝে যুবদল নেতার শীতবস্ত্র বিতরণ

বাউফল নার্সিং ইনস্টিটিউটে ৩৯ শিক্ষার্থীর প্রতীকী পরিবর্তন ও নবীন বরণ অনুষ্ঠিত

মিরসরাই প্রেসক্লাবে ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা সম্পন্ন

খোলা বার্তা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য সম্ভাবনাময় প্ল্যাটফর্ম : অতিথি সাংবাদিকরা

খাস জমির পথ বন্ধ, সাজানো মামলার ফাঁদ:চিতলমারীতে অবরুদ্ধ ১০টি পরিবার

অনুপস্থিত বন্দোবস্ত বাতিলের দাবিতে সুবর্ণচরে ভূমিহীনদের বিক্ষোভ

দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পুনঃভর্তিতে কৌশলে অতিরিক্ত ফি আদায় করছে প্রধান শিক্ষক

কুমিল্লা সীমান্তে ৭৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ