লালমনিরহাটে টিএলআর শ্রমিক পদ বাতিলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও রেললাইন অবরোধ

লালমনিরহাটে টিএলআর শ্রমিক পদ বাতিলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও রেললাইন অবরোধ করেছে বাংলাদেশ রেলওয়ে টিএলআর কর্মচারীগণ। আজ রোববার (৩ জুলাই) সকাল ১০টায় লালননিরহাট রেলওয়ে স্টেশনে টিএলআর শ্রমিকদের শুরু হওয়া এ আন্দোলনে শত শত শ্রমিক অংশগ্রহণ করেন।
জানা গেছে, বাংলাদেশ রেলওয়ে টিএলআর কর্মচারীগণ দীর্ঘদিন হতে রেলওয়ের বিভিন্ন পদে চাকরি করে আসছেন। তবে হঠাৎ করেই গত ৩০ জুন হতে টিএলআর বন্ধ করে দিয়ে আউট সোর্সিংয়ের মাধ্যমে লোকবল নিয়োগ দেয়ায় কয়েক হাজার শ্রমিক বেকার হয়ে পড়েন। এর পরিপ্রেক্ষিতে আজ সকাল হতে লালমনিরহাট রেলওয়ে ডিভিশনের কয়েক হাজার কর্মী আন্দোলনে যুক্ত হন। এতে ঢাকাগমী লালমনি এক্সপ্রেসসহ লালমনিরহাট-রংপুর-পার্বতীপুর, লালমনিরহাট শান্তাহারগামী ট্রেনগুলোও বন্ধ হয়ে যায়।
এদিকে লালমনিরহাট রেলওয়ের অনিয়মিত শ্রমিকদের (টিএলআর) আন্দোলনের কারণে ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতের একমাত্র ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটি বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন ঢাকাগামী কয়েকশ যাত্রী। পরে বেলা ১১টার দিকে লালমনিরহাট রেলওয়ে ডিভিশনের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার শাহ সুফী নুর মোহাম্মদ চাকর স্থায়ীকরণের বিষয়ে রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন মর্মে আশ্বাস দিলে অবরোধ তুলে নিয়ে রেলওয়ে ডিভিশনের বিভাগীয় রেলওয়ে ম্যানেজারের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করতে থাকেন।
এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে অনিয়মিত শ্রমিক (টিএলআর) সংগঠনের সভাপতি মো. জুয়েল বলেন, আমি দীর্ঘ ২০ বছর ধরে চাকরি করছি গেটকিপার হিসেবে। কিন্তু হঠাৎ করেই গত ৩০ জুন হতে টিএলআর পদগুলো বন্ধ করে দিয়ে আউটসোর্সিংয়ের মাধ্যমে লোকবল নিয়োগ দেয়ায় আমরা ৩ দিন হতে বেকার হয়ে পড়ি। সারাদেশে প্রায় ২০ হতে ২৫ হাজার কর্মী চাকরি করে আসছি। এতে আমাদের কর্মসংস্থান বন্ধ করে দিয়ে আউটসোর্সিংয়ে লোক নিয়োগ দিলে আমরা কিভাবে বাঁচব আমাদের পরিবার নিয়ে? আমরা আউটসোর্সিং চাই না। আমরা যেভারে চাকরি করে আসছি সেভাবেই করব। আর রেলওয়ের নিয়ম আছে তিন বছরের অধিক সময় চাকরি করলে তার চাকরি স্থায়ী করা হবে। কিন্তু কেউ কেউ ১৫ থেকে ২০ বছর চাকরি করলেও স্থায়ী করা হয়নি। আবার আমাদের রেল থেকে বের করে দিচ্ছে।
রেলওয়ে ডিভিশনের ডিটিএসের থাকা আব্দুল্লাহ আল মামুন শ্রমিকদের আন্দোলনের সাথে একমত পোষণ করে বলেন, আপনাদের চাকরি না থাকলে রেলওয়ের অনেক ক্ষতি হবে। লালমনি এক্সপ্রেসসহ প্রতিদিন যে ট্রেনগুলো চলে সেগুলোসহ কয়েকটি স্টেশনও বন্ধ হয়ে যাবে। আমরা বিষয়টি নিয়ে রেলের উপর মহলের সাথে কথা বলে সমাধানের চেষ্টা করব।
এদিকে লালমনিরহাট রেলওয়ে ডিভিশনের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার শাহ সুফী নুর মোহাম্মদ বলেন, আন্দোলনে অংশ নেয়া শ্রমিকরা যৌক্তিক দাবিতে আন্দোলন করছেন। তবে যেহেতু এটি সরকারি সিদ্ধান্ত, সেজন্য আলোচনা করা দরকার। আমরা তাদের চাকরি স্থায়ীকরণের বিষয়ে রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করব।
এমএসএম / জামান

রাজবাড়ীতে বাড়ি থেকে মাকে বের করে দিল ছেলে-পুত্রবধূ!

ডাকসুর নির্বাচনে শামসুন্নাহার হলের জিএস নির্বাচিত হয়েছেন নরসিংদীর সামিয়া

জুড়ীতে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃতদেহ উদ্ধার

জয়পুরহাটে কারাতে প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

বাকেরগঞ্জে দূর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে কোস্টগার্ডের যৌথ অভিযানে ১৬০০ কেজি পলিথিন জব্দ

মাতৃভূমি আইডিয়াল স্কুল এন্ড কলেজে বিজ্ঞান উৎসব ২০২৫ অনুষ্ঠিত

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, সাত দিনে ২ কোটি ১১ লাখ টাকার মাদকসহ অবৈধ মালামাল জব্দ

ঢাকা ভাংঙা এক্সপ্রেসওয়েতে ২য় দিনের মতো যানবাহন চলাচল বন্ধ, বিকল্প পথে সড়কে বেড়েছে যানজট

চিতলমারীতে ৪৮ ঘণ্টার হরতাল: সড়ক অবরোধে অচল জনজীবন

রায়পুরে নিরক্ষরদের হাতে কলম তুলে দিল শিবির

ঠাকুরগাঁওয়ে ঝুঁকিপূর্ণ রামদাড়া সেতুতে জীবন বিপন্নের আশংকা

জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় কাজ করবে সিএসও
Link Copied