ঢাকা বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের মাঝে ৮৩ টন গোখাদ্য বিতরণ


সুনামগঞ্জ প্রতিনিধি photo সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৭-৭-২০২২ দুপুর ৩:৪৬

পুরো সুনামগঞ্জ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৫০ হাজার পরিবার, যাদের বাড়িঘর ভেঙে গেছে। পাশাপাশি এ জেলায় এবারের বন্যায় গবাদিপশু গরু, ছাগল, হাঁস-মুরগিসহ গৃহপালিত পশু বন্যার পানিতে এবং খাদ্য সংকটে মারা গেছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের গবাদিপশু বন্যার কারণে খাদ্য সংকটে ভুগছে। একদিকে মানুষ যেমন বিপদের মধ্যে রয়েছে, অন্যদিকে প্রান্তিক কৃষকদের গবাদিপশু গরু, ছাগল, হাঁস-মুরগিসহ গৃহপালিত গরু ও গাভী নিয়ে বিপাকে রয়েছেন খামার মালিরো।

বর্তমান সরকার বন্যাকবলিত মানুষের পাশে যেমন দুর্যোগ মোকাবেলায় কাজ করে যাচ্ছে, ঠিক তেমনি সুনামগঞ্জের প্রান্তিক কৃষকদের গৃহপালিত গবাদিপশুকে রক্ষা করার পরিকল্পনা হাতে নিয়ে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সুনামগঞ্জ জেলার প্রত্যেক উপজেলায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের হাতে জেলা ও উপজেলায় প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা  পৌছে দিচ্ছেন গবাদিপশুর জন্য গোখাদ্য। বাছুরের জন্য দেয়া হচ্ছে ১০ কেজি ওজনের  সুষম খাদ্য ইয়ন কাফ স্টার্টার (ফিলেট ফিড) এবং তার সাথে  দেয়া হচ্ছে ১ কেজি ওজনের প্যাকেট, যার মধ্যে রয়েছে রেনাভিট ডিবি সুপার ভিটামিন+এমাইনো+অগানিক মিনারেল প্রিমিক্স পাউডার। ডেইরি দুগ্ধজাত গাভীর জন্য গোখাদ্য দেয়া হচ্ছে প্রস্তুতকৃত ২৫কেজি ওজনের একটি করে বস্তা।

তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল ৯টায় সদর উপজেলায় অবস্থিত ষোলঘর এলাকায় জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাঙ্গণে সদর উপজেলার ক্ষতিগ্রস্ত ৬৫৬ জন প্রান্তিক কৃষকের মাঝে এসব গোখাদ্য বিররণ করা হয়।

এর আগে সদর উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তায় ৮৫ জনকে ২৫ কেজি করে প্রস্তুতকৃত গোখাদ্য বিতরণ করা হয়। এসব গোখাদ্য বিতরণ করেন- জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আসাদজ্জামান, প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ড. হিরন্ময় বিশ্বাস এবং সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল আওয়াল ভূঁইয়া প্রমুখ।

গোখাদ্য বিতরণকালে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা মো. আসাদজ্জামান বলেন, এবারের বন্যায় যেমন মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, তেমনি খাদ্য সংকটে অনেক গবাদিপশু গরু, ছাগল, গাভী, হাঁস-মুরগি মারা গেছে। প্রধানমন্ত্রী বন্যাকবলিত মানুষের পাশাপাশি গবাদিপশু রক্ষা করতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। তারই অংশ হিসেবে এ জেলার প্রতিটি উপজেলায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষক গবাদিপশু পালন করা মালিকদের হাতে আমরা গোখাদ্য পৌঁছে দিচ্ছি। এ পর্যন্ত প্রাণিসম্পদ অধিদপ্তরের বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন থেকে ১৫ টন ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডেইরি উন্নয়ন প্রকল্প থেকে ৬৮ টনসহ মোট ৮৩ টন গোখাদ্য বিতরণ করা হয়েছে। পাশাপাশি বিনামূল্যে গৃহপালিত পশুর এই ক্লান্তিকালে বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ দেয়া হচ্ছে। বন্যার দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন কর্মসূচি চলমান থাকবে বলে জানান তিনি।

এমএসএম / জামান

সাবেক চিফ হুইপ ফিরোজ, স্ত্রী ও পুত্রের বিরুদ্ধে দুদুকে মামলা,

জাকের পাটির কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব হলেন মুকসুদপুরের কৃতি সন্তান,সাজ্জাদ মিয়া

রেলের লীজে কবরস্থান–মসজিদ ! বাতিলের দাবিতে সিআরবি ঘেরাও

মিরসরাইয়ের ধানের শীষের পক্ষে শাহীদ চৌধুরীর মতবিনিময় ও গণসংযোগ।

শেরপুর ঝিনাইগাতীতে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত ১

টাঙ্গাইলে গণসংযোগ শেষে ফেরার পথে বিএনপি নেতা এমপি প্রার্থী হামিদুল হক মোহনের মৃত্যু

প্রেম করে বিয়ে, শেষমেষ বালিশচাপায় মৃত্যু

চাঁদপুরে নিবন্ধন সনদ না থাকায় ৪ খাবার তৈরি প্রতিষ্ঠান মালিককে জরিমানা

সীতাকুণ্ডে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হতো আইসক্রিম,ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

পিরোজপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

ত্রিশালে দুই বেকারিকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

মনোহরদীতে খামারিদের মধ্যে মিল্কিং মেশিন বিতরণ

বাকেরগঞ্জে মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে নারী হেনস্তা ও কুপ্রস্তাবের অভিযোগে এজাহার দায়ের