চট্টগ্রামে সাংস্কৃতিক কর্মী গায়ত্রী চৌধুরীর রহস্যজনক মৃত্যু
চট্টগ্রামে সাংস্কৃতিক কর্মী গায়ত্রী চৌধুরী(৩৫);র রহস্যজনক মৃত্যুর ঘটনায় তপন দাশ মেয়ের জামাই সিএন্ডএফ ব্যবসায়ী রিটন চৌধুরী(৪৯) বিরুদ্ধে তার মেয়েকে নির্যাতন করে মারধর করে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে অভিযোগ করেন। সাংস্কৃতিক কর্মী গায়ত্রী চৌধুরীর পিতা তপন দাশ মেয়ের জামাই রিটন চৌধুরীসহ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে হত্যা মামলা করার প্রস্তুতি নিয়েছে বলে জানায়।
জানা গেছে, চট্টগ্রাম নগরীর জামালখান প্রেস ক্লাবের বিপরীত পাশে সিপিডিএলর একটি ভবনের ৬ তলায় সাংস্কৃতিক কর্মী গায়ত্রী চৌধুরী ও তার স্বামী রিটন চৌধুরী দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। ঘটনার দিন সাংস্কৃতি কর্মী গায়ত্রী চৌধুরী গত ১১ জুলাই সোমবার বেলা ১২টায় তার বাপের সাথে মোবাইলে কথা হয়। বিকাল ২টায় নিজের ফেসবুকে পুজোর ছবি আপলোড দেন। আড়াইটার দিকে মেয়ের জামাই রিটন চৌধুরী হঠাৎ ফোন করে শ্বাশুড়কে তার মেয়ে অসুস্থ চট্টগ্রাম মেডিকেলে আসতে বলেন। জামালখান সিপিডিএল উক্ত ভবনের দুইজন সিকিউিরিটি গার্ড মোহাম্মদ সোলায়মান এবং মোহাম্মদ সালাউদ্দীন জানান, ঘটনার সময় রিটন চৌধুরী ও তার দুই ছেলে বাসায় অবস্থান করছিল। আমাদেরকে তার ফ্ল্যাটে যাওয়ার জন্য সিকিউরিটি সালাউদ্দীন খবর দিলে গিয়ে দেখি লাশ ফ্লরে পড়ে আছে। নাক আর মুখ দিয়ে রক্ত বের হয়ে রক্তাত্ব অবস্থায়। রিটন চৌধুরী ফ্লাটের তালা ভেঙ্গে তার স্ত্রী গলায় ফাঁস লাগিয়ে ঝুঁলানো অবস্থায় পাওয়া গেছে দাবি করলেও এসময় আশ পাশের ফ্ল্যাটের লোকজনের কাছে বিয়ষটি গোপন রাখেন। তালা ভাঙ্গার কোন শব্দও পাশের ফ্লাটের লোকজন শুনেনি। মৃত দেহটি সিকিটিরিটর মাধ্যমে চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে যায়। লাশটি চট্টগ্রাম মেডকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মেডিকেল থেকে কোতোয়ালী থানাকে জানালে পুলিশ ঘটনাস্থলে বিভিন্ন আলামত সংগ্রহ করে। লাশ চট্টগ্রাম মেডিকেল থেকে পোস্ট মর্টেম করে রাউজান পৌরসভার জগতমল্ল পাড়া জান আলীর হাটে নিয়ে দাহ করেন। গতকাল বুধবার বিকেলে সিপিডিএলর উক্ত ভবনের গিয়ে দেখা গেছে রিটন চৌধুরী ফ্লাটে তালা ঝুলে আছে। লাশ রাউজানে দাহ করার পর তারা কেউ ফ্লাটে আসেনি বলে সিকিউিরিটিরা জানায়। বিয়ের পর থেকে সাংস্কৃতিক কর্মী গায়ত্রী চৌধুরীকে জামাইসহ শ্বাশুর বাড়ির লোকজন বিভিন্ন সময় নির্যাতনের অভিযোগও রয়েছে। রাউজান পৌরসভার জগতমল্লপাড়ার জালানীহাট এলাকার মৃত নেপাল চৌধুরীর পুত্র সিএন্ডএফ ব্যবসায়ী রিটন চৌধুরীর সাথে পটিয়া পৌর সদরের সুচক্রদন্ডী এলাকার তপন দাশের মেয়ে গাত্রী দাশের সাথে ২০০৪ সালে বিয়ে হয়। বিয়ের আগ থেকে গায়ত্রী চৌধুরী স্কুল কলেজে পড়ার সময় খেলাঘর আসর, বর্ণরেখা খেলাঘর আসরসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন শিশু সংগঠনের সাথে যুক্ত ছিলেন। নিয়মিত সংগীত চর্চা করতেন। এ বিষয়ে সাংস্কৃতিক কর্মী গায়ত্রী চৌধুরীর পিতা তপন দাশ জানান, আমার মেয়েকে তারা পরিকল্পিতভাবে হত্যা করেছে। কোন আত্মহত্যা করেনি, তারা আত্মহত্যার নাটক সাজানোর চেষ্টা করতেছে, ঘরে মেয়ের জামাইর উপস্থিত ছিল উনার উপস্থিতে কিভাবে আত্মহত্যা করল সঠিক তদন্ত করলে প্রকৃত ঘটনা বের হয়ে আসবে । টাকার বিনিময়ে পোস্ট মর্টেম রিপোর্ট তাদের পক্ষে নেয়ার চেষ্টা করবে বলে বিভিন্ন জনকে বলাবলি করতেছে। অভিযোগের বিষয়ে বক্তব্য জানার জন্য রিটন চৌধুরীর মোবাইলে একাধিকবার ফোন করা হলেও রিং বাজলেও রিসিভ করেনি। বিভিন্ন মোবাইল থেকে ফোন করলে তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ জাহিদুল কবির, জানান, ঘটনাটি ঘটনার পর আমি নিজেই লাশ পোস্ট মর্টেম রির্পোটের জন্য পাঠিয়েছি। রিপোর্ট আসার পর ঘটনার মামলা কোন দিকে যাবে বলা যাবে। তবে গৃহবধুর পরিবারের পক্ষ থেকে যদি হত্যা মামলা করতে থানায় আসে পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।তকে এখনো পর্যন্ত এ ধরণের অভিযোগ নিয়ে কেউ আমাদেও কাছে আসেনি।
এমএসএম / এমএসএম
রাজস্থলীতে ভূমি অধিগ্রহনের খতিগ্রস্থ দের মাঝে ৬জনকে চেক বিতরণ
মাসুদ রানা দরিদ্রদের বিনামূল্যে দিলেন ৪০ টি ব্যাটারিচালিত অটোভ্যান
কুড়িপাড়া ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ বাণিজ্যের অভিযোগ , নেতৃত্বে তহসিলদার মফিজুল
হাতিয়ায় একটি পরিবারে মা মানসিক রোগী ও ছেলে জন্মগত প্রতিবন্ধী হওয়ায় চলছে তাদের দুর্বিষহ জীবন
খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুমিল্লায় দোয়া মোনাজাত
বাংলাদেশ রেলওয়ে: ঘুষ ছাড়া স্বাক্ষর করেন না ডিআরএম
রাজস্থলীতে ভূমি অধিগ্রহনের খতিগ্রস্থ দের মাঝে ৬জনকে চেক বিতরণ
সোনাগাজীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে দুই ব্যাক্তির সাজা
কুমিল্লায় ধর্মরক্ষিত মহাথের’র ৫ম মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা ও কনকস্তূপ বৌদ্ধ বিহার ভিত্তিপ্রস্তর স্থাপন
অবৈধ কয়লা উৎপাদনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি চুল্লি
শীতে কাঁপছে দেশ" বীজতলা নিয়ে শঙ্কায় কৃষক
বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আবেদন করলেন দলের আরেক প্রার্থী!