ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

পূর্ণিমার জোয়ারে কুতুবদিয়া বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ১৫-৭-২০২২ দুপুর ৪:১৫
১৩০ কোটি টাকা ব্যয়ে মেরামত করা কুতুবদিয়া বেড়িবাঁধের মেরামতকাল তিনমাস না হতেই আষাঢ়ি পূর্ণিমার জোয়ারে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু অংশ। বেড়িবাঁধ উপচে পড়ে লোকালয়ে ডুকেছে লবণাক্ত পানি। আগামী দুইদিন জোয়ারের পানির উচ্চতা এবং  ঢেউ একই থাকলে বেড়িবাঁধের কয়েকটি অংশ সম্পূর্ণ বিলীন হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয়রা। 
 
স্থানীয়রা জানান, বেড়িবাঁধ মেরামতের সময় বাঁধে মাটির চেয়ে বালির পরিমাণ বেশি ব্যবহার করা হয়েছে। বিভিন্ন কারনে বাঁধা দেয়ার সাহস পায়নি কেউ। বিষয়টি তখন স্থানীয় নেতৃবৃন্দকে জানিয়ে ছিলেন তারা। কতৃপক্ষও কোন পদক্ষেপ নেয়নি। এখন যা হবার তাই হচ্ছে। বেড়িবাঁধে সাগরের পানির ঢেউ আঁচড়ে পড়তেই বেলেমাটি সরে যাচ্ছে। ভেঙে যাচ্ছে বেড়িবাঁধ। 
 
সরেজমিন গিয়ে দেখা যায়, পূর্ণিমার জোয়ারের সময় সাগরের পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে বৃদ্ধি পাওয়ায় বেড়িবাঁধের সাথে বারবার পানির ঢেউয়ের ধাক্কা লাগছে। এতেই সরে যাচ্ছে বেড়িবাঁধের মাটি। বিভিন্ন জায়গায় জিও ব্যাগ ছিড়ে চলে গেছে বালি।বেড়িবাঁধ উপচে পড়ে পানি ডুকে পড়ছে লোকালয়ে। লবণাক্ত পানিতে নষ্ট হয়েছে বেশ কিছু ক্ষেত-খামার ও আবাদি জমি। এমনিতেই ক্ষরা তার উপর লবণাক্ত পানিতে ডুবেছে রোপা আউশ। কৃষকের মাথায় হাত।
 
কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাব ও কক্সবাজারস্থ কুতুবদিয়া নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক শাহাদাত হোছাইন বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান কর্তৃক তাড়াতাড়ি কাজ শেষ করতে বেড়িবাঁধ ঘেষে মাটি নেওয়া হয়েছে। এছাড়া বেড়িবাঁধ তৈরিতে মাটির চেয়ে বালির পরিমাণ বেশি ব্যবহার করায় ঢেউয়ের তোড়ে বেড়িবাঁধ দ্রুত বিলীন হয়ে যাচ্ছে। সর্বোপুরি, বেড়িবাঁধ নির্মাণ কাজের তদারকি না থাকায় নিম্নমানের কাজ করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান। স্থানীয় নেতৃবৃন্দেরও এ বিষয়ে গাফিলতি লক্ষ্য করা গেছে। তারা অনৈতিকভাবে লাভবান হওয়াতে এমন নিম্নমানের কাজে নিরবতা পালন করছে বলে আজ দ্বীপবাসীর অপুরণীয় ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।
 
উপকূল বাঁচাও আন্দোলনের সভাপতি সাংবাদিক হুমায়ুন সিকদার বলেন, 
প্রতিবছর বেড়িবাঁধ মেরামত করে দ্বীপবাসির কোন কাজে আসছে না। আষাঢ়ি পুর্নিমা কিংবা অমাবস্যার সময় বারবার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে। নষ্ট হচ্ছে সরকারের কোটি কোটি টাকা। 
পাথরের টেকসই বেড়িবাঁধ নির্মাণ প্রয়োজন অন্যথায় বালির বাঁধ স্হায়ী হবেনা। ফলে প্রতিবছর সংস্কারের জন্য বাজেট দিতে হবে ;
বরাদ্দকৃত অর্থ  যথাযথ বাঁধ নির্মাণে ব্যয় না হওয়ায় দ্বীপবাসী কে মাসুল দিতে হচ্ছে। উঁচু ও টেকসই বেড়িবাঁধ নির্নাণের দাবি অবহেলিত দ্বীপবাসীর। পরিকল্পিতভাবে স্বাভাবিকের চেয়ে ৩ ফুট উঁচু বাঁধ নির্মাণ করা প্রয়োজন নাহয় টেকসই হবেনা। 
 
জানা যায়, কক্সবাজারের ৭১ নং ফোল্ডারে কুতুবদিয়া দ্বীপে  ৪০ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। তারমধ্যে ১৮ কি.মি. বিধ্বস্ত বেড়িবাঁধ মেরামতের জন্য গত ২০১৯-২০ অর্থ বছরে ১৩০ কোটি টাকা বরাদ্দ দেয় সরকার। কাজের নিম্নমান ও ৭০ শতাংশ কাজ বেড়িবাঁধের পাশের বেলেমাটি দিয়ে মেরামতের কারণে বেড়িবাঁধ টেকসই হয়নি বলে অভিযোগ সচেতন মহলের।
 
এ ব্যাপারে কৈয়ারবিল ইউপির চেয়ারম্যান মোঃ আজমগীর মাতবর বলেন, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃক নিয়োগপ্রাপ্ত ঠিকাদার প্রতিষ্ঠান ঈগল রিজ কনস্ট্রাকশন বেশির কাজে বালি ব্যবহার করেছে। তাই তিন মাস না যেতেই আষাঢ়ি পূর্ণিমার জোয়ারে বাঁধ ভেঙ্গে 
কৈয়ারবিল বিন্দা পাড়ায় বেড়িবাঁধে ভাঙন
ধরেছে। পরান সিকদার পাড়া এলাকায় সমুদ্র সৈকত থেকে এক শ্রেণীর বালি ব্যবসায়ী বেড়িবাঁধ কেটে  বালি নেয়ার কারনে ওই জায়গা দিয়ে জোয়ার লোকালয়ে ডুকে পড়েছে। চলতি বর্ষা মৌসুমে জরুরী ভিত্তিতে বাঁধ মেরামত না করলে এলাকার শতশত একর ফসলি জমি লবনাক্ত পানিতে নষ্ট হবে। 
 
বড়ঘোপ ইউপির চেয়ারম্যান আবুল কালাম বলেন, পাউবো কক্সবাজারের ৭১ ফোল্ডারের কুতুবদিয়া দ্বীপের ৪০ কিলোমিটার বেড়িবাঁধ দেখভালের দায়িত্বে আছেন বান্দরবান জেলার পাউবোর নির্বাহী প্রকৌশলী।  কতৃৃর্পক্ষের তদারকী দূর্বল হওয়ায় কুতুবদিয়া বেড়িবাঁধ মেরামতের কাজ টেকসই হয়নি।

এমএসএম / জামান

সাজিদা ট্রেডিংয়ের প্রোপাইটর মোঃ লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মামলা

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাফনদীর মোহনায় ট্রলার ডুবি, ৭জেলে উদ্ধার

বালিয়াকান্দিতে জেলা প্রশাসকের মতবিনিময়

বাউফলে চেয়ারম্যান পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন

আদমদীঘিতে সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কার্যক্রম স্থগিতের দাবীতে স্মারকলিপি প্রদান

দৌলতপুরে মুখ বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

কমিউনিটি পুলিশিং সভা ও উদ্ধারকৃত মোবাইল-অর্থ হস্তান্তর: মেহেরপুর জেলা পুলিশের জনবান্ধব উদ্যোগ

ভূরুঙ্গামারীতে বাড়ি বাড়ি গিয়ে নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করছে উপজেলা প্রশাসন

পাবনায় ট্রিপল মার্ডারের রায়ে একজনের মৃত্যুদন্ড

গলাচিপা সরকারি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের সাথে জামায়াতের এমপি পদ প্রার্থীর মত বিনিময় সভা

ত্রিশালে মসজিদে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত