চাক্তাই-খাতুনগঞ্জে নিত্যপণ্য মজুদ ও চোরাই সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা
নগরীর চাক্তাই-খাতুনগঞ্জে বিভিন্ন গুদামে দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেট সরকারি খাদ্য গুদামের চোরাইকৃত চাল সরবরাহ করাসহ চাল, ডাল, তেল, চিনি, পেঁয়াজসহ নিত্যপণ্যের সিন্ডিকেটটি দীর্ঘদিন ধরে কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্যর বাজার অস্থিশীল করে আসছে। প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্টে অভিযানে নিজস্ব শ্রমিক দিয়ে বাঁধা প্রদান কখনো কখনো তারা দোকান বন্ধ করে পালিয়ে যায়। চাক্তাই-খাতুনগঞ্জের এ সিন্ডকেটের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাকে বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়া, প্রান নাশের হুমকি, সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলাসহ বিভিন্ন অভিযোগও রয়েছে সিন্ডিকেটের বিরুদ্ধে। সিন্ডিকেটের প্রধানরা ব্যবসায়ী সমিতির নেতা পরিচয়ে বিভিন্ন সময় প্রশাসনের সাথে মিটিংও করেন। এমন অভিযোগে সম্প্রতি সিন্ডিকেটের ৯ জন প্রধানের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।
মামলার বিবাদীরা হলেন, চাক্তাই শিল্প ও ব্যবসায়ী সমিতির কেরানি মোহাম্মদ ইউনুছ, চাক্তাই ব্যবসায়ী সমিতির সভাপতি এস এম হারুনুর রশীদ, চট্টগ্রাম চাল ব্যবসায়ী সমিতির সভাপতি এমানুল হক এনাম, চট্টগ্রাম রাইস মিল মালিক সমিতির সভাপতি ফরিদ উদ্দীন আহমেদ, চাক্তাই আড়ৎদার ব্যবসায়ী সমিতির সভাপতি আহসান খালেদ পারভেজ, চট্টগ্রাম চট ব্যবসায়ী সমিতির সভাপতি আলী আব্বাস তালুকদার, চাক্তাই শিল্প কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি তাপস মল্লিক, চাক্তাই ধান চাল গম ব্রোকার এসোসিয়শনের সভাপতি মো. ওসমান আলী, বৃহত্তর চাক্তাই খাতুন গঞ্জ আসাদগঞ্জ কোরবানিগঞ্জ শ্রমিক ইউনিয়নের সভাপতি মফিজ উল্লাহসহ ৯ জনের বিরুদ্ধে গত ৬ জুলাই মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট ৪র্থ আদালতে মামলাটি করেন সিন্ডিকেটের কারণে হয়রানির শিকার নিজাম উদ্দীন কাজল নামের এক ব্যক্তি।
মামলার বিষয়টি নিশ্চিত করে বাদির আইনজীবী এডভোকেট সাইফুল আজিম বলেন মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।মামলা সূত্রে জানা গেছে, গত ২৮ জুন ররাজাখালী আইডিয়াল স্কুলের পাশের একটি চালের আড়ৎ থেকে সরকারি চাল বিক্রি, চালের গুদামে মওজুদ করে বস্তা পরিবর্তন করে পাইকারী বাজারে বিক্রি করে আসছে একটি সিন্ডিকেট। সিন্ডিকেটটির সাথে প্রশাসনের কিছু কর্তা ব্যক্তিদের সাথে সখ্যতা থাকায় সহজে এ ব্যবসা চালিয়ে যাচ্ছে । নগরীর দেওয়ানহাট সিএসডি সরকারি খাদ্য গুদামের ট্রাক বোঝাই করা ৩০৩ বস্তা চাল চাক্তাই গুদামে মওজুদ করার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জব্দ করে। জব্দকৃত চাল রাঙামাটি খাদ্যগুদামে নেয়ার কথা বলে বের করে চুরি করার উদ্দেশ্যে চট্টগ্রাম নগরীর বাকলিয়ার রাজাখালীর একটি চালের আড়তে নিয়ে যায়। এসময় ট্রাক চালক মো. কামরুল ইসলাম রানা (২৫) নামের একজনকে আটক কর পুলিশ। সে হাটহাজারী উপজেলার চৌধুরীহাট সন্দ্বীপ কলোনি এলাকার বাসিন্দা। জব্দকৃত চাল চট্টগ্রাম খাদ্য নিয়ন্ত্রকের (আরসিফুড) দপ্তর গত ২৬ জুন ১৩.০১.০০০০.২১০.৫১.০০২.২১.২০৩৪ স্মারকে ভিজিডি, ভারত প্রত্যাগত শরণার্থী, জেএসএস, ওএমএস, কাবিখাসহ সরকারের বিভিন্ন খাদ্যবান্ধব কর্মসূচির জন্য রাঙামাটি এলএসডিতে ৩৬০ মেট্রিক টন চাল ইস্যু করা হয়। এরমধ্যে চট্টগ্রামের দেওয়ানহাট সিএসডি থেকে ১২৫ মেট্রিক টন এবং অবশিষ্টগুলো হালিশহর সিএসডি থেকে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। গত ২৮ জুন আরসি ফুডের নির্দেশ অনুযায়ী চট্টগ্রাম ডিআরটিসির নিবন্ধিত খাদ্য পরিবহন ঠিকাদার মেসার্স হারুন এন্টারপ্রাইজকে একটি ট্রাকে ৩০৩ বস্তা চাল রাঙামাটির জন্য বুঝিয়ে দেয় দেওয়ানহাট সিএসডি। পরে দেওয়ানহাট সিএসডি থেকে চালবোঝাই ট্রাক রাঙামাটি না নিয়ে তা নগরীর বিভিন্ন সড়ক ঘুরে বাকলিয়া চাক্তাইয়ের রাজাখালী আইডিয়াল স্কুলের পাশে নিয়ে একটি গুদামে নিয়ে যায়। পরে রাত পৌনে ১২টার দিকে ট্রাকের সীলগালা খুলে বেলাল উদ্দিন নামের এক ব্যবসায়ীর চালের গুদামে নামানোর প্রস্তুতি নেয়। এ সময় খবর পেয়ে পুলিশ ট্রাকটি আটক করে। বাকলিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাজেদ কামালের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাকসহ চালগুলো জব্দকরে।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রক (ডিসি ফুড) আব্দুল কাদের জানান, সরকারি চাল সরকারি নিয়ম নীতির বাইরে কোথাও পাওয়া গেলে এবং বিক্রি হলে অপরাধ। এসব অপরাধের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে। তবে যে মামলাটি করা হয়েছে মামলাটি আমাদের তদন্তে সহায়ক হবে বলে মনে করি।
এমএসএম / এমএসএম
রাজস্থলীতে ভূমি অধিগ্রহনের খতিগ্রস্থ দের মাঝে ৬জনকে চেক বিতরণ
মাসুদ রানা দরিদ্রদের বিনামূল্যে দিলেন ৪০ টি ব্যাটারিচালিত অটোভ্যান
কুড়িপাড়া ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ বাণিজ্যের অভিযোগ , নেতৃত্বে তহসিলদার মফিজুল
হাতিয়ায় একটি পরিবারে মা মানসিক রোগী ও ছেলে জন্মগত প্রতিবন্ধী হওয়ায় চলছে তাদের দুর্বিষহ জীবন
খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুমিল্লায় দোয়া মোনাজাত
বাংলাদেশ রেলওয়ে: ঘুষ ছাড়া স্বাক্ষর করেন না ডিআরএম
রাজস্থলীতে ভূমি অধিগ্রহনের খতিগ্রস্থ দের মাঝে ৬জনকে চেক বিতরণ
সোনাগাজীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে দুই ব্যাক্তির সাজা
কুমিল্লায় ধর্মরক্ষিত মহাথের’র ৫ম মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা ও কনকস্তূপ বৌদ্ধ বিহার ভিত্তিপ্রস্তর স্থাপন
অবৈধ কয়লা উৎপাদনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি চুল্লি
শীতে কাঁপছে দেশ" বীজতলা নিয়ে শঙ্কায় কৃষক
বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আবেদন করলেন দলের আরেক প্রার্থী!