ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

দোহার পৌরসভা নির্বাচনে আচরণবিধি মানছেন না প্রার্থীরা 


আল-আমিন, দোহার photo আল-আমিন, দোহার
প্রকাশিত: ২২-৭-২০২২ বিকাল ৬:৩৩

ঢাকার দোহার উপজেলার পৌরসভার  নির্বাচন অনুষ্ঠিত হবে ২৭ জুলাই। নির্বাচনী দিন ঘনিয়ে আসায় পৌর এলাকায় জমে উঠেছে শেষ মুহূর্তের প্রচার। কিন্তু আচরণবিধি নিয়ে নীরব প্রশাসন।

আওয়ামী লীগ ও স্বতন্ত্র মেয়র কাউন্সিলর প্রার্থীদের পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে নির্বাচনী পৌর এলাকা। তবে এক্ষেত্রে মানা হচ্ছে না নির্বাচন অফিসের দেয়া বিধিনিষেধ। এমনকি বিধিনিষেধ প্রয়োগে নির্বাচন কমিশনের সংশ্লিষ্টদের তৎপরতাও তেমন চোখে পড়েনি।

দোহার পৌর এলাকায় ঘুরে দেখা যায়, কাকডাকা ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত ভোটারদের বাড়িতে বাড়িতে যাচ্ছেন প্রার্থীরা। ভোটারদের দিচ্ছেন নানা ধরনের প্রতিশ্রুতি। প্রার্থীদের ব্যানার পোস্টারে ছেয়ে গেছে পুরো পৌর এলাকা। নিয়মের তোয়াক্কা না করেই চলছে প্রচার। নির্বাচন কমিশনের আইনে রয়েছে প্রার্থীদের পোস্টার রশি দিয়ে টানাতে হবে এবং লেমিনেটিং করা পোস্টার লাগানো যাবে না। কিন্তু সেটা কেউই মানছেন না। স্কুলের দেয়াল, চায়ের দোকান, ঘরের দরজায় স্টিকার, বিদ্যুতের খুঁটি, অটোরিকশায় স্টিকার লাগানো হয়েছে। তবে প্রার্থীদের দাবি আচরণবিধি মেনেই পোস্টার লাগাচ্ছেন তাঁরা।

সরজমিন দেখা যায়, দোহার পৌর নির্বাচনে মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম, মেয়র প্রার্থী মো. আমজাদ হোসেন, মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল এবং মেয়র প্রার্থী মো. ফরহাদ হোসেন আচরণ বিধি লঙ্ঘন করে ল্যামেনেটিং বা পলিথিনযুক্ত পোস্টার টাঙিয়ে চালিয়ে যাচ্ছেন নির্বাচনী প্রচারণা।

এ ব্যাপারে মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম বলেন, আমাদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছিল গত ৮ জুলাই। তখন আমরা জানতাম না ল্যামেনেটিং করা বা পলিথিনযুক্ত পোস্টার টাঙানো যাবেনা। আমরা এ বিষয়টি জানতে পারি গত ১৪ জুলাই। আমি জানার পরে পলিথিনযুক্ত পোস্টার অপসারণ করেছি। এখনো দুই এক জায়গায় পলিথিনযুক্ত পোস্টার থাকতে পারে। তবে আমি চেষ্টা করছি পলিথিনযুক্ত পোস্টার অপসারণ করে সাধারণ পোস্টার লাগাতে। 

মেয়র প্রার্থী মো. ফরহাদ হোসেনও লেমেনেটিং করা বা পলিথিনযুক্ত পোস্টার টাঙিয়ে চালিয়ে যাচ্ছেন নির্বাচনী প্রচারণা। যা আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে। 

এ ব্যাপারে ফরহাদ বেপারী বলেন, আমি লেমোনেটিং পোস্টারের বিষয় আগে জানতাম না। আমি পোস্টারই ছাপিয়েছি কম। তবে আমি এখন এ বিষয়টি জানতে পেরেছি। সেজন্য আমি সব লেমোনেটং পোস্টার খুলে ফেলছি। বাকি যেগুলো আছে সেগুলো আগামীকালকের মধ্যে সরিয়ে ফেলব।

মেয়র প্রার্থী আমজাদ হোসেন  বলেন, এগুলো আমরা না জেনে টাঙিয়েছি। আমার কর্মীদের ওই পোস্টার অপসারণ করতে নির্দেশ দিয়েছি।  

অপর দিকে ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী  সাইফুল কবির বাবু ও একই ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো.আবুল হোসেন খান এবং আমির হোসেন একই কাজ করে যাচ্ছেন। তবে হাতেগোনা ৪-৫ জন বাদে সবাই লেমেনেটিং পোস্টার লাগাচ্ছেন। 

এ বিষয়ে দোহার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল ইসলামকে একাধিকবার ফোন দিয়ে পাওয়া যায়নি।

জামান / জামান

শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে নড়াইল ২ আসনের প্রার্থীর মতবিনিময়

গাইবান্ধা-৫: নদীভাঙন, চরাঞ্চল আর ভোটের লড়াই

সিংড়ায় ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ভিপি শামীমের গণসংযোগ

বোদার নিবন্ধন ছাড়া সহকারী শিক্ষক কাওছার আলীকে মাওশির শোকজ

জামায়াত-এনসিপি ও আ.লীগের এজেন্টরা পূজা মণ্ডপে অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করবে' বললেন বিএনপি নেতা

রাজারহাট বিএনপির আহ্বায়ককে দায়িত্ব থেকে অব্যাহতি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩'শ আসনে প্রার্থী দিবে জাকের পার্টি

দুর্গোৎসবের শেষ দিন পর্যন্ত প্রতিটি পূজামণ্ডপে পাহারায় বিএনপি: আনিসুর রহমান তালুকদার খোকন

বাঘার খোর্দ্দ বাউসায় অতিথি পাখি নিধনের হিড়িক

দীর্ঘ এক যুগের পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

মুকসুদপুরে জলিরপাড়ের প্রাচীন ঐতিহ্যবাহী মেলা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

ভূরুঙ্গামারীতে উপজেলা মহিলা দলের কর্মী সম্মেলন ও আংশিক কমিটি ঘোষণা

তানোরে আমন ধানে কারেন্ট পোকার হানা, দিশেহারা কৃষকরা