রাজবাড়ীতে অ্যাওয়ার্ড প্রাপ্ত সেরা সাংবাদিকদের পাংশায় সংবর্ধনা

সার্কেল কর্তৃক “মানুষের জন্য সাংবাদিকতা অ্যাওয়ার্ড-২০২২” প্রাপ্ত সেরা সাংবাদিকদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুলাই) সন্ধ্যায় পাংশা উপজেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে পাংশা মিডিয়া কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পাংশার সিনিয়র সাংবাদিক মোক্তার হোসেনের সভাপতিত্বে ও পাংশা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাসুদ আলী বাদশার সঞ্চলনায় “মানুষের জন্য সাংবাদিকতা অ্যাওয়ার্ড-২০২২” প্রাপ্ত ছয় জন সাংবাদিকের মধ্যে ডিবিসি নিউজ ও বাংলাদেশ প্রতিদিনের রাজবাড়ী জেলা প্রতিনিধি দেবাষীশ বিশ্বাস, বার্তা২৪.কম এর স্টাফ রিপোর্টার মো. সোহেল মিয়া, জিটিভি ও সারা বাংলা.নেট এর রাজবাড়ী জেলা প্রতিনিধি মো. আশিকুর রহমান ও আজকের পত্রিকা ও মাতৃকণ্ঠের পাংশা উপজেলা প্রতিনিধি মো. শামীম হোসেনকে সংবর্ধনা জানানো হয়। অন্য দুই জন কালের কণ্ঠের রাজবাড়ী জেলা প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেন ও প্রথম আলোর গোয়ালন্দ প্রতিনিধি এম রাশেদ রায়হান অনুপস্থিত থাকায় তাদেরকে সংবর্ধনা জানানো সম্ভব হয়নি। সেরা সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা ও উত্তরিয় পরিয়ে সংবর্ধনা জানানো হয়।
সংবর্ধনা শেষে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। আলোচনা সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি পাংশার সিনিয়র সাংবাদিক মোক্তার হোসেন। অতিথি হিবেসে ভার্চুয়ালী মুঠোফোনে বক্তব্য দেন, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, উপস্থিত থেকে বক্তব্য দেন, সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু, পাংশা নাট্য লোকের সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য উত্তম কুন্ডু, পাংশা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ সহিদুর রহমান, পাংশা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি অধ্যাপক ইজাজুল হক, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটের সভাপতি ও যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, বীর মুক্তিযুদ্ধা রেজাউল করিম, পাংশা আইডিয়াল গার্লস কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান, পাংশা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুর রশিদ ও মোহাম্মদ সেলিম মাহমুদ, পাংশা সিনিয়র সাংবাদিক ও কবি কাজী সেলিম মাবুদ, জাতীয় পার্টির নেতা সাইদুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন, সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ ফিরোজ হায়দার, পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর প্রমুখ।
আলোচনা সভা শেষে সেরা ছয় জন সাংবাদিকদের নিয়ে লেখা কবিতা ও স্বপ্নের পদ্মা সেতু নিয়ে লেখা কবিতা আবৃতি করেন, পাংশার অভিনেতা ও কবি এবাদত আলী শেখ। পরে সংগীত পরিবেশনা করেন, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের তালিকা ভুক্ত সংগীত শিল্পি আজমল হোসেন ও তার কণ্যা ফারজানা আক্তার।
এ সংবর্ধনা অনুষ্ঠানে সহযোগীতা করেন, পাংশার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন নাট্যালোক, পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদ, মুক্তকলম সাহিত্য পরিষদ ও পাংশা উপজেলা দলিল লেখক স্ট্যাম্প ভেন্ডার সমিতি।
এমএসএম / এমএসএম

কুয়াকাটায় পরিচ্ছন্নতা ও পর্যটকবান্ধব সেবা নিশ্চিতকরণে রেস্তোরাঁ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা

রামুর বাঁকখালী নদীতে ভাসলো ঐতিহ্যবাহী কল্পজাহাজ

দোহারে স্বেচ্ছাসেবকদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

নওগাঁয় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ; ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা

ক্ষুদে ক্রিকেটার ঈসার পাশে কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিস

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

কোনাবাড়ী থেকে নিখোঁজ গৃহবধূ নাটোর থেকে উদ্ধার

ভূরুঙ্গামারীতে অসহায় দরিদ্র উদ্যোক্তা মহিলাদের সেলাই বিষয়ক প্রশিক্ষনের শুভ উদ্বোধন

ডাকসুর এজিএস মহিউদ্দীন খানকে জয়পুরহাটে সংবর্ধনা

নরসিংদীতে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৬ জন, হাসপাতালে ভর্তি ৩৮ জন

মেহেরপুরে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

টঙ্গীতে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার পরিদর্শন
