রাবির ভর্তি পরীক্ষা আগামীকাল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে(রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা শুরু হবে আগামীকাল সোমবার (২৫ জুলাই)। বিজ্ঞান অনুষদভুক্ত 'গ' ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হচ্ছে চলতি বছরের ভর্তিযুদ্ধ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবছর বিশেষ কোটাসহ মোট আসন সংখ্যা ৪ হাজার ৬ শত ৪১টি। এই আসনের বিপরীতে মোট ১ লক্ষ ৭৮ হাজার ২৬৮টি চূড়ান্ত আবেদন জমা হয়েছে। সেই হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়াই করবেন ৪৪ জন ভর্তিচ্ছু। এর মধ্যে A ইউনিটে ৬৭ হাজার ২৩৭টি, B ইউনিটে ৩৮ হাজার ৬২১টি এবং C ইউনিটে ৭২ হাজার ৪১০টি চূড়ান্ত আবেদন সম্পন্ন হয়। এবার একক আবেদনকারীর সংখ্যা ১ লক্ষ ৫০ হাজার ৪২৯ জন। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত প্রথম শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর পর্যায়ক্রমে ১১ টা থেকে ১২ টা, ১টা থেকে ২টা, সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অন্য তিন শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের আনাগোনা শুরু হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন এবং ভাস্কর্যের সামনে অনেকে দল বেঁধে ছবি তুলছেন। খাবারের দোকানগুলোতে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি ভিড় দেখা যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ভর্তিচ্ছুদের ভিড় দেখা গেছে। অনেকে নিজেদের প্রবেশ পত্রের ফটোকপি, জন্মনিবন্ধনের ফটোকপি, টীকা সনদ হল কর্তৃপক্ষের কাছে জমা দিচ্ছেন।
লালমনিরহাট থেকে ভর্তি পরীক্ষা দিতে আসা সবুজ কুমার রায়ের সাথে কথা হয় সকালের সময়ের। তিনি বলেন, কাল আমার ভর্তি পরীক্ষা। কাল পরীক্ষা দিয়েই বাড়ি চলে যাব। তাই আজ বিশ্ববিদ্যালয় ঘুরে দেখছি। বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্যগুলো দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি।
বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ ভাস্কর্যের সামনে ছবি তোলার সময় কথা হয় পিয়াল বড়ুয়ার সাথে। চট্টগ্রাম থেকে ভর্তি পরীক্ষা দিতে আসা পিয়াল বলেন, অনেক দুর থেকে পরীক্ষা দিতে এসেছি। রাজশাহীতে আর কখনো আসা হবে কি-না জানি না। তাই মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে রাখছি।
সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, সকল ধরনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আজ বিকেলের মধ্যেই সব প্রস্তুতি শেষ হবে।
এমএসএম / জামান
জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা
জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা
ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন
শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ
উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ
দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল
জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা
জকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত "ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান" প্যানেল ঘোষণা,
এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
বাকৃবিতে প্রিসিশন ব্রিডিং-ভিত্তিক দুগ্ধ উৎপাদন উন্নয়ন বিষয়ক কর্মশালা
স্কুলে ভর্তিতে ৬৩ শতাংশই কোটা, অভিভাবকদের আপত্তি
বাকৃবিতে গরুর মাংস উৎপাদনে চতুর্থ শিল্পবিপ্লব প্রযুক্তি বিষয়ক কর্মশালা
Link Copied