কুয়াকাটায় পৌর কাউন্সিলর শরীফের বিরুদ্ধে থানায় অভিযোগ
কুয়াকাটায় পৌর কাউন্সিলর মনির শরীফের বিরুদ্ধে গ্রিন লাইন পরিবহনের ম্যানেজারকে মারধরের অভিযোগ উঠেছে। শনিবার রাত নয়টার দিকে কুয়াকাটার জিরো পয়েন্টে ঢাকাগামী পরিবহনের কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ম্যানেজার সঞ্জয় সরকার কাউন্সিলর মনির শরীফের বিরুদ্ধে মহিপুর থানায় একটি সাধারন ডায়েরী করেছেন।
স্থানীয় সূত্রে জান যায়, দুই দিন আগে গ্রিন লাইন পরিবহনের কাউন্টারে এসে শনিবারের জন্য তিনটি টিকিট কেটে রাখতে বলেন কাউন্সিলর মনির শরীফ। এসময় ম্যানেজার সঞ্জয় সরকার তাকে অনলাইনে টিকিট কাটার নিয়মের কথা বুঝিয়ে বলেন। কিন্তু মনির শরীফ কোন টাকা না দিয়ে তাকে টিকিট রাখতে বলে চলে যান। পরে শনিবার রাতে এসে ঢাকা যাওয়ার জন্য মনির শরীফ ম্যানেজারের কাছে তিনটি টিকিট দাবী করেন। তখন টিকিট দিতে না পারায় ম্যানেজার সঞ্জয়কে স্থানীয় সবার সামনে মারধর করেন। স্থানীয়রা কাউন্সিলর মনির শরীফকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ভুক্তভোগী ম্যানেজার সঞ্জয় সরকার জানান, কেউ টিকেট না কেটে টিকেট দাবী করলে তো আমার দেওয়ার ক্ষমতা নেই। কাউন্সিলর প্রথম এসেছিলো সেদিন তাকে অনলাইনে টিকেট কাটার জন্য বলেছি। কিন্তু সে টিকেট কাটেনি। আর টিকেটের টাকাও দিয়ে যায়নি যে আমি কেটে রাখবো। হঠাৎ করে রাতে এসে টিকিট চাচ্ছে। না দিতে পারায় সে আমাকে গালাগালি করতে থাকেন। একপর্যায়ে আমাকে মারধর করেন। এলাকার লোকজন এগিয়ে না আসলে আমাকে সে মেরেই ফেলতো।
এবিষয়ে কাউন্সিলর মনির শরীফের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। কারন শনিবার রাতেই তিনি অন্য একটি বাসে ঢাকায় চলে গেছেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আবুল খায়ের জানান, খবর শুনে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় গ্রিন লাইন পরিবহনের ম্যানেজার থানায় একটি সাধারন ডায়েরি করেছেন। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
বোরো আবাদে স্বপ্ন বুনছেন বারহাট্টার কৃষকরা
তারাগঞ্জে রাসায়নিক সারের কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা
রামুতে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার
সাভারে গার্মেন্টস শ্রমিকদের ৬ দফা দাবীতে শ্রমিক নেতাদের সংবাদ সম্মেলন
আত্রাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
শিবচরে প্রস্তুত হচ্ছে বর্জ্য ব্যবস্থপনা ইউনিট, তৈরি হবে জৈব সার
কুমিল্লায় তারেক রহমান আগমন উপলক্ষে সমাবেশ মাঠ পরিদর্শন
রাজস্থলীতে জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় প্রতিরোধ সচেতনতামূলক সভা
চাঁদপুরের পাঁচটি আসনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ
রাজশাহী-১ আসনে লড়াই হবে বিএনপি জামায়াতের
টাঙ্গাইলে ৮ আসনে এমপি প্রার্থী ৪৬ জন
শান্তিগঞ্জে ইরা’র উদ্যোগে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক প্রকল্প অবহিত করণ কর্মশালা