৩ কোটি টাকার ব্রিজ কোনো কাজে আসছে না ১০ গ্রামের মানুষের
পটুয়াখালীর কলাপাড়ার মিঠাগঞ্জ ইউনিয়নে মধুখালী খালের ওপর নির্মিত গার্ডার ব্রিজের মূল কাজ শেষ হলেও সংযোগ সড়কের কাজ বন্ধ থাকায় কৃষক ও সাধারণ মানষের খুব ভোগান্তি হচ্ছে। মধুখালী খালের ওপর লোহার অবকাঠামোয় তৈরি ব্রিজটি জরাজীর্ণ হয়ে পড়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর তা ভেঙ্গে এখন নতুন একটি গার্ডার ব্রিজ তৈরি করার উদ্যোগ নেয়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন করে যে ব্রিজটি নির্মিত হচ্ছে তা লম্বা ৪৫ মিটার। উপজেলা ও ইউনিয়ন সড়কে দীর্ঘ ব্রিজ নির্মাণ প্রকল্পের মাধ্যমে ব্রিজ নির্মাণ করা হচ্ছে। দরপত্রের মাধ্যমে কাজটি পেয়েছে পটুয়াখালীর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কাশেম কনস্ট্রাকশন ও মেসার্স পল্লী স্টোর্স। প্রতিষ্ঠান দুটি ঠিকাদার হিসেবে নিযুক্ত হওয়ার পর ২০১৮ সালে নির্মাণকাজ শুরু হয়।
সরেজমিন দেখা গেছে, গার্ডার ব্রিজের মূল কাজ শেষ হয়েছে। পশ্চিম পাশের সংযোগ সড়কের জন্য বালু ফেলা হয়েছে। কিন্তু পূর্ব পাশে বালু ফেলার কাজ শুরু হয়নি। বর্তমানে সব কাজ বন্ধ রয়েছে। দরপত্রের চুক্তি অনুযায়ী নির্মাণকাজ শেষ করার কথা ছিল ২০১৯ সালে। দরপত্র অনুযায়ী এ সেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ২৭ লাখ ৩৩ হাজার ৯৭৫ টাকা। ২০১৯ সালের শেষ হওয়ার নির্দেশনা ছিল। কিন্তু ২০২২ সালেও কাজটি শেষ করতে পারেনি ঠিকাদার প্রতিষ্ঠান। এরই মধ্যে দুই দফা সময় বৃদ্ধি করা হয়েছে। কিন্তু এখন কবে নাগাদ এটির কাজ শেষ হবে তা কলাপাড়ার স্থানীয় সরকার প্রকৌশল ডিপার্টমেন্টও নিশ্চিত করে জানাতে পারেন নি। আর এভাবে ব্রিজটির কাজ বন্ধ থাকার ফলে মানুষের দুর্ভোগ ক্রমশ বাড়ছে। তারা ক্ষুব্ধ হয়ে উঠেছে। এর ফলে আশপাশের ১০ গ্রামের মানুষ পড়েছে চরম ভোগান্তিতে। নির্মাণকাজ সম্পন্ন না হওয়ায় মিঠাগঞ্জের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
পূর্বমধুখালী আর পশ্চিম মধুখালীসহ আশপাশের দশ গ্রামের মানুষের ভোগান্তির শেষ নেই। সবচেয়ে বেশি বিপদে পড়েছে শিশু ও বয়োবৃদ্ধ মানুষ। স্কুলগামী শত শত শিশুরা ঝুঁকি নিয়ে কাঠের পাটাতন দিয়ে চলাচল করছে এ পথে। কাঠের পাটাতনের ওই সাঁকোটিও ভেঙ্গে বড় ধরণের দূর্ঘটনার শঙ্কা রয়েছে। নিত্যকার এ দূর্ভোগ নিয়ে মানুষের দুশ্চিন্তর শেষ নেই। অস্থায়ী ভিত্তিতে কাঠের পাটাতনের একটি নড়বড়ে সেতু দিয়ে হেঁটে চলাচল করছে মানুষ। তাও এখন জীর্ণদশায়, ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছে। যানবাহন চলাচল বন্ধ দুই বছর। গার্ডার ব্রিজসংলগ্ন রয়েছে মধুখালী মাধ্যমিক বিদ্যালয়, মধুখালী দাখিল মাদ্রাসা, মধুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাথীরা।
মধুখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আক্তারুজামান বলেন, গার্ডার ব্রিজের কাজ শেষ না হওয়ায় ভোগান্তির শেষ নেই। আমার বিদ্যালয় ছেলে-মেয়েরা আসতে চায় না। ছোট ছোট ছেলে-মেয়েরা বাঁশের সাঁকো ভেঙে কয়েকবার খালে পড়ে গেছে। বই-খাতা পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। ছাত্রী-ছাত্রীদের কষ্টের কথা বিবেচনা করে দ্রুত ব্রিজটির বাকি অংশের কাজ করার জোর দাবি জানান তিনি।
পটুয়াখালীর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কাশেম কনস্ট্রাকশনের মালিক গোলাম সরোয়ার (বাদল) বলেন, গার্ডার ব্রিজের কাজ এখন প্রায় শেষের পথে। কিন্তু অ্যাপ্রোচ সড়কের কাজ বাকি আছে। এক পাড়ে অ্যাপ্রোচ সড়ক করতে গেলে পুকুর পাড় দিয়ে করতে হয়। এলজিইডির সাইট কালেকশন ছিল ভুল। পূর্বের সেতুর জায়গা দিয়ে হলে এ সমস্যা হতো না। এখন এলজিইডি অফিস এ সমস্যার কী করে তা আমি জানি না।
কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান বলেন, আমি জেলা প্রশাসকের কাছে মধুখালী সেতুর নানা অনিয়মের কথা বলছি। তারপর তিনি অতিরিক্ত জেলা প্রশাসকে সরেজমিন পরিদর্শন করতে পাঠান। তিনি যা দেখেছেন তা প্রতিবেদন আকারে দেবেন।
এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী মো. মহর আলী জানান, মধুখালী খালে ওপর নির্মিত গার্ডার ব্রিজের কাজ ঢিমেতালে চলছে। গার্ডার বসানো হয়েছে। স্প্যানও বসানো হয়েছে। অ্যাপ্রোচ এখন বাকি আছে। ঠিকাদারকে কয়েক দফা চিঠি দিয়েছেন বলেও জানান তিনি। এখন কবে নাগাদ কাজটি প্রকৃত অর্থে সম্পন্ন হবে তা এই দফতরও নিশ্চিত করতে পারেনি।
এমএসএম / জামান
বোরো আবাদে স্বপ্ন বুনছেন বারহাট্টার কৃষকরা
তারাগঞ্জে রাসায়নিক সারের কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা
রামুতে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার
সাভারে গার্মেন্টস শ্রমিকদের ৬ দফা দাবীতে শ্রমিক নেতাদের সংবাদ সম্মেলন
আত্রাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
শিবচরে প্রস্তুত হচ্ছে বর্জ্য ব্যবস্থপনা ইউনিট, তৈরি হবে জৈব সার
কুমিল্লায় তারেক রহমান আগমন উপলক্ষে সমাবেশ মাঠ পরিদর্শন
রাজস্থলীতে জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় প্রতিরোধ সচেতনতামূলক সভা
চাঁদপুরের পাঁচটি আসনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ
রাজশাহী-১ আসনে লড়াই হবে বিএনপি জামায়াতের
টাঙ্গাইলে ৮ আসনে এমপি প্রার্থী ৪৬ জন
শান্তিগঞ্জে ইরা’র উদ্যোগে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক প্রকল্প অবহিত করণ কর্মশালা