বিমানবন্দরে বিদেশগামী যাত্রীদের হয়রানি, টাকার চুক্তিতে মুক্তি
আপন বাপ-ভাই থাকলে ১০ না থাকলে ২৬ হাজার টাকায় সমাধান!
ঢাকা ও চট্টগ্রাম বিমান বন্দর দিয়ে ভ্রমন ভিসায় বিদেশে গমনেচ্ছুক যাত্রীদের নানা ইস্যুতে হয়রানি করা হয় বলে অভিযোগ ওঠেছে। তবে চাহিদা মোতাবেক টাকার চুক্তিতে এই সমস্যা থেকে মুক্তি মিলে বলেও বিশ্বস্ত সুত্র নিশ্চিত করেছে। সিভিল এভিয়েশনে কর্মরত নিজাম উদ্দিন চৌধুরী নামের এক ব্যক্তি এসব কাজের জন্য মৌখিক চুক্তি করে থাকেন বলে জানা গেছে। বিদেশে আপন বাপ কিংবা ভাই থাকলে ১০ হাজার এবং না থাকলে ২৬ হাজার টাকায় চুক্তি করে তাদের যাওয়ার ব্যবস্থা করে দেন, অন্যথায় নানা উছিলায় তাদেরকে ফেরৎ পাঠানো হয় ফলে হয়রানি থেকে বাঁচতে বাধ্য হয়ে ঘুষ দিতে হয় বলে জানিয়েছেন একাধিক ভুক্তভোগী। তবে চুক্তির বিষয়টি অস্বীকার করেছেন নিজাম উদ্দিন চৌধুরী।
জানা যায়, ভ্রমন ভিসা নিয়ে কাজের উদ্দেশ্যে বিদেশে যাওয়ার উপর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের নিষেধাজ্ঞা রয়েছে। সাধারনত ওয়ার্ক পারমিট ভিসা একটু দাম বেশি হওয়ায় সামান্য টাকা দিয়ে ভিজিট ভিসা নিয়ে অনেকে বিদেশে পাড়ি জমান সেখানে গিয়ে কাজের ভিসা লাগিয়ে ঠিক সময়ে আর ফেরৎ আসেননা। এই ধরনের যাত্রীদের একটু বিশেষ নজরে রাখা হয় আর এই সুযোগকে কাজে লাগিয়ে একটি চক্র চুক্তিভিত্তিক ঘুষ বাণিজ্যে মেতে উঠেছে।
প্রতিবেদকের হাতে আসা ডকুমেন্টস ও ভুক্তভোগীদের দেওয়া তথ্য মতে জানা যায় সিভিল এভিয়েশনে কর্মরত হাটহাজারি উপজেলার বাসিন্দা নিজাম উদ্দিন চৌধুরী এই চক্রটি নিয়ন্ত্রন করে থাকেন। ভ্রমন ভিসায় বিদেশে গমনেচ্ছু ব্যক্তি বা নিকটাত্মীয়দের সাথে যোগাযোগ করে ১০ হাজার টাকা থেকে ২৬ হাজার টাকায় ঢাকা ও চট্টগ্রাম বিমান বন্দর ক্লিয়ারেন্সের ব্যস্থা করে থাকেন। এক্ষেত্রে নিজের আপন বাবা কিংবা ভাই বিদেশে থাকলে ১০ হাজার টাকা আর একটু দুরের আত্মীয় হলে বা বেউই না থাকলে টাকার পরিমাণ বেড়ে ২৬ হাজার টাকা বা তার বেশিও হয়ে যায়। আর এই কাজগুলো করার জন্য ইমিগ্রেশনের কতিপয় কর্মকর্তার সাথে তার সখ্যতা রয়েছে বলে জানা যায়। যখন যে শিফটে বা যে টার্মিনালে তার লোক থাকে সেই সময়ে নির্ধারিত টার্মিনাল দিয়ে তার চুক্তির লোক পাস করিয়ে দেন। এই ক্ষেত্রে আবার একেক দিনে একেক রকম সাংকেতিক শব্দ ব্যবহার করা হয়ে থাকে। কোন দিন ’চশমা’ আবার কোন দিন ’চট্টগ্রাম’ এমন সাংকেতিক শব্দ ব্যবহার করলে তার কাগজপত্র যাচাই না করেই ছেড়ে দেন বলে জানা গেছে। আবার অনেকের কাগজপত্র ঠিক থাকলেও যদি চুক্তি করা না হয় তবে তাদেরকে ফেরৎ পাঠানোর মত ঘটনাও ঘটে থাকে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ভুক্তভোগী জানান ভিজিট ভিসায় দুবাই যেতে পাসপোর্ট ভিসা ও বিমান ভাড়াসহ আনুসাংগিক খরচ লাখ টাকার উপরে হয়। সবকিছু ঠিক করার পর যখন বিমান বন্দর থেকে ফেরৎ পাঠানো হয় তখন একদিকে যেমন হয়রানি অন্যদিকে আর্থিক ক্ষতির মুখে পড়তে হয় আর দালালদের চাহিদা মতো কিছু টাকা দিলে ভাল করে নাম ঠিকানাও জিজ্ঞাস করেনা শুধু কোড বললেই ছেড়ে দেয় তাই হয়রানি থেকে বাঁচতে বাধ্য হয়ে কিছু টাকা দিয়ে দেই। তবে এই ধরণের চক্রের তৎপরতা বন্ধ হলে যাত্রীরা হয়রানি থেকেও মুক্ত হবে আর সরকারের নিয়ম বহির্ভুতভাবে কেউই বিদেশে যেতে সাহস করবে না।
এই ব্যাপারে জানতে চাইলে সিভিল এভিয়েশনে কর্মরত নিজাম উদ্দিন চৌধুরী বলেন এসব ফালতু কথা আমি এধরনের কোন কাজে জড়িত নই। এগুলো মিথ্যা কথা আপনাকে এসব তথ্য কে দিয়েছে বলে পাল্টা প্রশ্ন করেন। আমি সিভিল এভিয়েশনে কাজ করি আমরা এসব কাজে জড়িত নই আপনি অন্য কারো সাথে কথা বলেন এবং আমাকে আর কখনো ফোন দিবেননা।
এ ব্যাপারে জানতে চাইলে চট্টগ্রাম বিমান বন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসাইন বলেন আমার বিষয়টি জানা নেই বা আমাদের কাছে কেউ এমনটি জানায়নি আপনি যেহেতু বলেছেন আমি বিষয়টি তদন্ত করে দেখব সত্যতা পেলে অবশ্যই ব্যবস্থা নিব। তবে আপনার কাছে যদি এমন ভুক্তভোগী থাকে তবে আমার নাম্বারটি দিয়ে সরাসরি আমার সাথে কথা বলতে বলবেন আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব। যেহেতু ভ্রমন ভিসায় বিদেশে গিয়ে কাজ করার সুযোগ নাই সেহেতু বিষয়গুলো ভাল করে দেখার জন্য বলা হয়েছে তবে টাকার বিনিময়ে ছাড় দেওয়া বা কাউৃকে অহেতুক হয়রানি করা আমরা কিছুতেই বরদাস্ত করব না।
এমএসএম / জামান
রাজস্থলীতে ভূমি অধিগ্রহনের খতিগ্রস্থ দের মাঝে ৬জনকে চেক বিতরণ
মাসুদ রানা দরিদ্রদের বিনামূল্যে দিলেন ৪০ টি ব্যাটারিচালিত অটোভ্যান
কুড়িপাড়া ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ বাণিজ্যের অভিযোগ , নেতৃত্বে তহসিলদার মফিজুল
হাতিয়ায় একটি পরিবারে মা মানসিক রোগী ও ছেলে জন্মগত প্রতিবন্ধী হওয়ায় চলছে তাদের দুর্বিষহ জীবন
খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুমিল্লায় দোয়া মোনাজাত
বাংলাদেশ রেলওয়ে: ঘুষ ছাড়া স্বাক্ষর করেন না ডিআরএম
রাজস্থলীতে ভূমি অধিগ্রহনের খতিগ্রস্থ দের মাঝে ৬জনকে চেক বিতরণ
সোনাগাজীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে দুই ব্যাক্তির সাজা
কুমিল্লায় ধর্মরক্ষিত মহাথের’র ৫ম মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা ও কনকস্তূপ বৌদ্ধ বিহার ভিত্তিপ্রস্তর স্থাপন
অবৈধ কয়লা উৎপাদনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি চুল্লি
শীতে কাঁপছে দেশ" বীজতলা নিয়ে শঙ্কায় কৃষক
বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আবেদন করলেন দলের আরেক প্রার্থী!