ঢাকা বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

চট্টগ্রামে স্বেচ্ছায় অবসরকারীকে ‘বহিস্কৃত’ বলে প্রত্যায়ন দিল ইউপি চেয়ারম্যান


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৯-৭-২০২২ দুপুর ৪:২২
জেলার রাউজান উপজেলার ১০ নং পূর্বগুজরা ইউনিয়নের চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহমেদ ও ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য উজ্জ্বল বড়–য়ার বিরুদ্ধে মিথ্যা প্রত্যায়নপত্র দেওয়ার অভিযোগে মামলা দায়ের হয়েছে। সম্প্রতি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন পূর্ব গুজরা ইউনিয়নের নলিনী রঞ্জন বড়–য়ার সন্তান সত্যপ্রিয় বড়–য়া। বর্তমানে মামলাটি পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে। 
মামলায় দ-বিধি ১৮৬০ এর আইনের ১৯৭,১৯৮, ১৯৩,৫০০, ৫০৬(২), ৩৪ ধারায় অভিযোগ আনা হয়। এতে বলা হয়, বাদির বিরুদ্ধে ভিত্তিহীন, মিথ্যা প্রত্যায়নপত্র ইস্যু করে তাকে সামাজিকভাবে হেয় করা হয়েছে।
সি.আর মামলা নং-১৮৩/২০২২ইং (রাউজান) এ উল্লেখ করা হয়েছে, আদালতে একটি মামলার বিষয়ে পূর্বগুজরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহমেদ ও ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) 
উজ্জ্বল বড়–য়া মামলার বাদি সত্যপ্রিয় বড়–য়ার বিরুদ্ধে ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর  ইউনিয়ন পরিষদের প্যাডে সীল ও স্বাক্ষর সম্বলিত একটি প্রত্যায়নপত্র দেয়। এতে তাঁরা উল্লেখ করেছেন ‘সত্যপ্রিয় বড়–য়া পূর্বে আনসার বাহিনীতে চাকরি করত। সেখান থেকে বহিস্কৃত হয়েছেন। ’ 
তিনি জানান, ২০১২ সালে ব্যক্তিগত ও পারিবারিক কারণে আনসার ব্যাটালিয়ন ঢাকার নবাবগঞ্জ কলাকোপা থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করি। অথচ আদালতে দেওয়া প্রত্যায়নপত্রে ইউপি চেয়রম্যান ও ইউপি সদস্যের আমাকে চাকরি থেকে ‘বহিস্কৃত’ হয়েছি বলে উল্লেখ করেছেন। যা মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক। তাঁরা আমাকে প্রত্যায়নপত্রে অপরাধী হিসেবে চিহ্নিত করার চেস্টা করেছেন। তাই মিথ্যা প্রত্যায়পত্রদাতাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করি। আমি ন্যায় বিচার পাব বলে আশা রাখছি।
মামলাটি বর্তমানে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) এর ইনেসপেক্টর জহির হোসেন তদন্ত করেছেন। 
সেচ্ছ্বায় অবসর না লিখে ‘বহিস্কৃত’ লেখার ব্যাপারে পূর্বগুজরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহমেদের সঙ্গে কথা হলে তিনি বলেন, প্রত্যায়নপত্রে অনিচ্ছাকৃতভাবে তথ্যগত ভুল হয়েছে। মামলাটি তদন্তকারী কর্মকর্তা আমার কাছে এসেছিলেন, আমি অনিচ্ছাকৃত ভুলের কথা বলেছি। 
একই বিষয়ে ইউপি সদস্য উজ্জ্বল বড়–য়ার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, আমি এলাকার লোকমুখে শুনেছি সত্যপ্রিয় বড়–য়া আনসার বাহিনীর চাকরি থেকে বহিস্কৃত হয়েছেন। তাই ওভাবে প্রত্যায়নপত্র দিয়েছি। 
সত্যপ্রিয় বড়–য়ার অভিযোগ, একটি মহল আমার স্বত্ব দখলীয় সম্পত্তি দখলের চেষ্টা করলে আমি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত (উত্তর) চট্টগ্রামে মিছ মামলা নং-৪৬৬/২০২১ দায়ের করি। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা চেয়ারম্যানের  মাধ্যমে মিথ্যা প্রত্যায়নপত্রটি আদালতে দাখিল করে। যাতে আদালত আমাকে অপরাধী হিসেবে মনে করেন।

এমএসএম / এমএসএম

রাজস্থলীতে ভূমি অধিগ্রহনের খতিগ্রস্থ দের মাঝে ৬জনকে চেক বিতরণ

মাসুদ রানা দরিদ্রদের বিনামূল্যে দিলেন ৪০ টি ব্যাটারিচালিত অটোভ্যান

কুড়িপাড়া ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ বাণিজ্যের অভিযোগ , নেতৃত্বে তহসিলদার মফিজুল

হাতিয়ায় একটি পরিবারে মা মানসিক রোগী ও ছেলে জন্মগত প্রতিবন্ধী হওয়ায় চলছে তাদের দুর্বিষহ জীবন

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুমিল্লায় দোয়া মোনাজাত

বাংলাদেশ রেলওয়ে: ঘুষ ছাড়া স্বাক্ষর করেন না ডিআরএম

রাজস্থলীতে ভূমি অধিগ্রহনের খতিগ্রস্থ দের মাঝে ৬জনকে চেক বিতরণ

সোনাগাজীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে দুই ব্যাক্তির সাজা

কুমিল্লায় ধর্মরক্ষিত মহাথের’র ৫ম মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা ও কনকস্তূপ বৌদ্ধ বিহার ভিত্তিপ্রস্তর স্থাপন

অবৈধ কয়লা উৎপাদনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি চুল্লি

শীতে কাঁপছে দেশ" বীজতলা নিয়ে শঙ্কায় কৃষক

বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আবেদন করলেন দলের আরেক প্রার্থী!

পথে পথে ঘুরে হতদরিদ্রদের মাঝে উষ্ণতা ছড়াচ্ছেন তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এস.সি)