রাবি শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। গতকাল শুক্রবার (২৯ জুলাই) রাত ১২টার দিকে নগরীর ধরমপুরে অবস্থিত ভাড়া বাসা থেকে আশঙ্কাজনক অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মোছা. রিক্তা আক্তার (২১) বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। রিক্তার বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জোতপাড়া গ্রামে। স্বামী আব্দুল্লাহ ইসতিয়াক রাব্বি বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের ছাত্র। তার বাড়ি ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার পোড়াহাটি গ্রামে। স্বামীর সাথে ধরমপুরে ভাড়া বাসায় থাকতেন তিনি।
উদ্ধারের পর লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শনিবার (৩০ জুলাই) সকাল ১০টায় মৃতের ময়নাতদন্ত শুরু হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য মৃতের স্বামী ও স্বামীর বন্ধুকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
রিক্তা আক্তারের সহপাঠী আহসান হাবীব আদনান জানান, বিষয়টি জানার পর রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়েছিলেন। ওই সময় তার সামনেই পুলিশ রিক্তার স্বামীকে জিজ্ঞাসাবাদ করে। রিক্তার স্বামী জানান, কিছুদিন যাবৎ রিক্তা অন্য একজনের সাথে ফেক আইডি ব্যবহার করে কথা বলছিল। এ বিষয় নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে ঝগড়া চলছিল।
রাব্বি জানান, শুক্রবার বিকেলে তাদের মধ্যে এ বিষয় নিয়ে কথা কাটাকাটি হলে রাব্বি বাসার বাইরে চলে যায়। এরপর সন্ধ্যায় বাসায় এসে ঘুমিয়ে পড়ে। রাত ১২টার দিকে ঘুম থেকে উঠে দেখেন রিক্তা জানালার পাশে দাঁড়িয়ে আছে। ডাকাডাকি করার পর জানলার পাশে গিয়ে দেখেন, রিক্তা জানালার গ্রিলের সাথে ফাঁস দিয়েছে। নিজে ফাঁস খোলার চেষ্টা করে ব্যর্থ হলে পাশের বাসা থেকে বন্ধুকে ডেকে আনেন। তারা রিক্তার ওই অবস্থায় রিক্তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আইন বিভাগের সভাপতি অধ্যাপক হাসিবুল আলম প্রধান বলেন, আমি গতকাল রাতে এ বিষয়ে জানার পর হাসপাতালে যাই। মেয়েটির পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এখন ময়নাতদন্ত চলছে। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন বলেন, মৃতের স্বামী ও স্বামীর বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আমাদের হেফাজতে রেখেছি। এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি।
এমএসএম / জামান
জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা
জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা
ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন
শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ
উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ
দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল
জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা
জকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত "ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান" প্যানেল ঘোষণা,
এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
বাকৃবিতে প্রিসিশন ব্রিডিং-ভিত্তিক দুগ্ধ উৎপাদন উন্নয়ন বিষয়ক কর্মশালা
স্কুলে ভর্তিতে ৬৩ শতাংশই কোটা, অভিভাবকদের আপত্তি
বাকৃবিতে গরুর মাংস উৎপাদনে চতুর্থ শিল্পবিপ্লব প্রযুক্তি বিষয়ক কর্মশালা
Link Copied