ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়

রিক্তা আক্তারের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি


অর্পণ ধর, রাবি photo অর্পণ ধর, রাবি
প্রকাশিত: ৩১-৭-২০২২ দুপুর ১:৫০
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী রিক্তা আক্তারের (২১) অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মানববন্ধন করা হয়েছে। আজ রোববার (৩১ জুলাই) আইন বিভাগের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনের সামনে বেলা ১১টায় এ কর্মসূচি পালিত হয়। 
 
শিক্ষার্থীদের দাবিগুলো হলো- সুষ্ঠু এবং দ্রুততম সময়ের মধ্যে বিচার বাস্তবায়ন, অভিযুক্ত ও তার সহায়তাকারীদের ছাত্রত্ব বাতিল, নিহতের পরিবারকে যথাযত ক্ষতিপূরণ, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিতকরণ, বিশ্ববিদ্যালয়কে তদারকি করতে হবে যেন কেউ মামলা ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে। 
 
আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আরিফুল কবীর বলেন, আমাদের বোন‌কে মেরে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছে। সবাই বিশ্বাস করে আইনি প্রক্রিয়া জটিল। এ কারণে বিচারে দেরি হয়। আমরা আইনের শিক্ষার্থী। আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে বিচার হোক। এ বিচারটি একটি দৃষ্টান্ত হয়ে থাকুক, যাতে ভবিষ্যতে আমাদের কোনো বোনের সাথে কেউ এ ধরনের জঘন্য কাজ করতে না পারে‌। 
 
আইন বিভাগের সভাপতি অধ্যাপক হাসিবুল আলম প্রধান বলেন, সুস্পষ্টভাবে আমরা বলে দিতে চাই, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়। ময়নাতদন্তের রিপোর্ট দেখে বোঝা যায় এটি একটি হত্যাকাণ্ড। হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মধ্যদিয়ে দোষীদের সবোর্চ্চ শাস্তি প্রদান করা হোক। 
 
বাংলাদেশ মহিলা পরিষদ রাবি শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ফোকলোর বিভাগের অধ্যাপক মোব্বারাহ সিদ্দিকা বলেন, আমি যদি ধরেও নেই মেয়েটা দোষী। সে হয়তো খারাপ চরিত্রের ছিল, তাহলে কি স্বামীর অধিকার জন্মায় তাকে হত্যা করার? এটা হতে পারে না। মেয়েটি নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসেছে। এ অবস্থায় আসার পর একটা মেয়ের এভাবে ঝরে যাওয়া কোনোভাবেই মেনে নেয়া যায় না। 
 
আইন বিভাগের অধ্যাপক আব্দুর রহিম মিয়া বলেন, এ ঘটনা যতটুকু বুঝেছি, এটা স্পষ্ট যে মেয়েটিকে হত্যা করা হয়েছে। আমরা স্পষ্ট দেখতে পেয়েছি, তার শরীরে আঘাতের চিহ্ন। তাকে শ্বাসরোধ করে মারা হয়েছে। প্রথম বর্ষে আমি তাদের ক্লাস নিতাম। সে খুবই মিষ্টি একটা মেয়ে ছিল। কাল যখন তাকে শেষবারের মতো দেখলাম, তখন নিজেকে ধরে রাখতে পারিনি। এভাবে কোনো শিক্ষার্থীকে বিদায় দিতে চাই না‌। শিক্ষক হিসেবে এই গ্লানি নিতে পারছি না। 
 
আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আহসান হাবীবের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- অধ্যাপক আক্তার বানু, অধ্যাপক সাহাল উদ্দিন, অধ্যাপক আবদুল হান্নান প্রমুখ। এ সময় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 
 
উল্লেখ্য, রিক্তা আক্তারের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্বামীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। গত শুক্রবার রাত ১২টার দিকে নগরীর ধরমপুরে অবস্থিত ভাড়া বাসা থেকে আশঙ্কাজনক অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গতকাল শনিবার দুপুরে মেয়ের বাবা লিয়াকত আলী জোয়ারদার বাদী হয়ে নগরীর মতিহার থানায় রিক্তার স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। 

এমএসএম / জামান

জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা

জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা

ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন

শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ

উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ

দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল

জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা

জকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত "ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান" প্যানেল ঘোষণা,

এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

বাকৃবিতে প্রিসিশন ব্রিডিং-ভিত্তিক দুগ্ধ উৎপাদন উন্নয়ন বিষয়ক কর্মশালা

স্কুলে ভর্তিতে ৬৩ শতাংশই কোটা, অভিভাবকদের আপত্তি

বাকৃবিতে গরুর মাংস উৎপাদনে চতুর্থ শিল্পবিপ্লব প্রযুক্তি বিষয়ক কর্মশালা