দিনমজুরদের বাজার এখন হুমকির মুখে
পটুয়াখালীর কলাপাড়ায় প্রতিদিন বসছে দিনমজুরের বাজার। পৌরসভার ৪নং ওয়ার্ড এতিমখানায় সাতটা থেকে রাত আটটা পর্যন্ত বসে এ বাজার। বিভিন্ন ধরনের কাজের দিনমজুর পাওয়া যায় এ বাজারে। তবে ভালো নেই দিন মজুররা। মেলে না কাঙ্খিত কাজ। পাওয়া যায়না মজুরীও। উপরন্তু রয়েছে দালালদের দৌরাত্ম। শ্রমিকদের পকেট থেকে রেখে দেয় ৫০/১০০ টাকা হারে।
বাজারের একাধিক শ্রমিকের সাথে কথা বলে জানা যায় প্রায় এক দশক স্থায়ী এ বাজার প্রতিনির জন্য চাঙ্গা থাকতো। বর্তমানে এলাকায় কৃষি কাজ প্রায় শেষ পর্যায়। কিছু শ্রমিক সাগরে-নদীতে মাছ ধরে জীবন-জিবিকা চালানোর চেষ্টা করছে। বাকিরা রয়েছে সম্পূর্ণ বেকার। এরাই সারা দিন বেকার বসে থাকছে এতিমখানার শ্রম বাজারে। প্রথম প্রথম এখানে কম শ্রমিক থাকলেও এখন অনেক শ্রমিক আসে।
নীলগঞ্জ ইউনিয়ন থেকে আসা দিনমজুর মো. সুমন সিকদার জানান, আমরা কাজের ধরন বুঝে ছয়শত থেকে সাতশত টাকা নিয়ে থাকি। মিঠাগঞ্জ ইউনিয়নের আরামগঞ্জ থেকে আসা মো. নজরুল ইসলাম জানান, এখানে দিনমজুর পাওয়া যায় তা অনেকে জানেনা। দিনমজুর মালেক, মোতালেব, নাসির সহ অনেকে জানায়, কাজের জন্য অনেকে (দালাল) আমাদের ঠিক করে নিয়ে যায়। কিন্তু কাজ শেষে মূল মালিকের কাজ থেকে তারা পুরো টাকাটা নিয়ে আমাদের মাথাপিছু পঞ্চাশ কখনো একশত টাকা করে কেটে রেখে দেয়। তারা আরও জানায়, যাদের কাজের প্রয়োজন তারা যদি নিজে এসে ঠিক করে তাহলে আমরা ন্যয্যমূল্য পেতাম। শ্রমিকরা জানায়, এখানে ঝাড়া-মোচাসহ সকল কাজের শ্রমিক পাওয়া যায়।
নাম প্রকাশ না করার শর্তে শ্রম বাজারের একাধিক দালাল বলেন, আমরা মলিকদের কাছ থেকে কাজ নিয়ে শ্রমিক দিয়ে কাজ করিয়ে নেই। এখানে আমাদের কোনো লাভ না হলে আমরা এ কাজ করবো কেন। এখানে আমরা শ্রমিকদের কাছ থেকে সামান্য কিছু টাকা রেখে দেই।
কলাপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মো. খালিদ খান জানান, আমার কাউন্সিলর অফিসের সামনে এরা বসেন। প্রতিদিন সকালে তারা এখানে এসে বসে, এখানে ঝড়-বৃষ্টির সময় বসার ও ছাউনির ব্যবস্থা আছে।
এমএসএম / এমএসএম
বোরো আবাদে স্বপ্ন বুনছেন বারহাট্টার কৃষকরা
তারাগঞ্জে রাসায়নিক সারের কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা
রামুতে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার
সাভারে গার্মেন্টস শ্রমিকদের ৬ দফা দাবীতে শ্রমিক নেতাদের সংবাদ সম্মেলন
আত্রাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
শিবচরে প্রস্তুত হচ্ছে বর্জ্য ব্যবস্থপনা ইউনিট, তৈরি হবে জৈব সার
কুমিল্লায় তারেক রহমান আগমন উপলক্ষে সমাবেশ মাঠ পরিদর্শন
রাজস্থলীতে জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় প্রতিরোধ সচেতনতামূলক সভা
চাঁদপুরের পাঁচটি আসনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ
রাজশাহী-১ আসনে লড়াই হবে বিএনপি জামায়াতের
টাঙ্গাইলে ৮ আসনে এমপি প্রার্থী ৪৬ জন
শান্তিগঞ্জে ইরা’র উদ্যোগে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক প্রকল্প অবহিত করণ কর্মশালা