ঢাকা মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

সাতকানিয়া পৌর এলাকায় জাল খতিয়ান করার অভিযোগ


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ১০-৮-২০২২ দুপুর ৩:৭
চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভায় এক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে জাল খতিয়ান তৈরি করে দলিল সম্পাদন করার অভিযোগ ওঠেছে। সাতকানিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের রশীদ কোম্পানী ও তার ছেলে মন্জুরের বিরুদ্ধে এমন অভিযোগ করেছে একই এলাকার সোনাকানিয়া মৌজার বিএস ২০৯০ খতিয়ানের মালিক আলী মিয়ার মেয়ে হাফসা বেগম।
 
হাফসা বেগম জানান, আমার বাবা আলী মিয়া, চাচা রহিম বক্স, কাদের বক্সের নামে সোনাকানিয়া মৌজায় বিএস ২০৯০-সহ বেশ কয়েকটি খতিয়ান চূড়ান্ত প্রচার আছে। তবে আমার আরো একটি চাচা আছে কলিমুল্লাহ,  কিন্তু তার নামে ২০৯০ নাম্বার খতিয়ানে চূড়ান্ত প্রচার নেই।
 
তবে কলিমুল্লাহর দুই ছেলে থেকে ভিন্ন তারিখে স্থানীয় প্রভাবশালীও কোটিপতি রশীদ কোম্পানী ৬টি দলিল সম্পাদন করে মূল বিএস ২০৯০ থেকে কিভাবে অংশ টেনে খতিয়ান তৈরি করে আবার উক্ত সম্পত্তি তার ছেলে মন্জুরুল আলম চৌধুরীকে ৩১৩৭নং দলিল মূলে হেবা করেন।
 
স্বয়ং মন্জুরুল আলম চৌধুরী নিজ নামে দেয় নামজারি জমা ভাগ ৩৯৪/১৭ মূলে একটি ৪২২৩ নামজারি খতিয়ান সৃজন করেন, যেটার বিরুদ্ধে আমি সাতকানিয়া উপজেলা সহকারী ভূমি কার্যালয়ে একটি মিস মামলা দায়ের করি। যেটার  নম্বর ১৩৬/২০২২।
 
এদিকে মূল বিএসে নাম না থাকা প্রসঙ্গে ও কিভাবে উক্ত খতিয়ান থেকে সম্পত্তি কর্তন করা হলো- এমন প্রশ্নের জবাবে দেওদীঘি ভূমি অফিসের তহসিলদার মো. সেলিম জানান, তৎকালীন সাতকানিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের কমিশনার নবাব মিয়া স্বাক্ষরিত একটি ওয়ারিশান সনদ মূলে ওই খতিয়ান সৃষ্টি হয়। এতে দেখা যায়, রহিম বক্স, কাদের বক্স, আলী মিয়া ও কলিমুল্লাহ মৃত ইউসুপ আলীর ছেলে। যদিও কলিমুল্লাহর নামে বিএস নেই, তবে অন্য দুজন অবিবাহিত থাকাকালীন মারা যাওয়ায় কলিমুল্লাহর ছেলেরা ফতুর মালিক হয়েছেন, ওই ফতু সম্পত্তি টানা হলো এই খতিয়ানে। এরকমভাবে আমাদের রেকর্ডপত্রে উল্লেখ আছে।
 
অন্যদিকে মন্জুরুল আলম চৌধুরী বলেন, এ বিষয়ে সিভিল মামলা চলমান থাকায় আমার বিরুদ্ধে আনীত অভিযোগ আপাতত সত্য নয়। বিচারে যেটা নির্ধারিত হয় সেটাই ঠিক।
 
সাতকানিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সরকারি আইন কর্মকর্তা মেজবাহ উদদীন আহমদ চৌধুরী কচির বলেন, মূল বিএসে রেকর্ডীয় মালিক যেহেতু অবিবাহিত থাকাকালীন মৃত্যুবরণ করেছেন, তাদের পরবর্তী ওয়ারিশ তো কলিমুল্লাহর ছেলেরা। আর আলী মিয়ার মেয়ে হাফসা বেগমও অবশ্যই তাদের পিতার নামে বিএস না থাকলেও ওয়ারিশ সূত্রে তো তাদের চাচার সম্পত্তি অবশ্যই পাবেন।

এমএসএম / জামান

চাঁদপুরে মাদক কারবারি ইউপি সদস্যের স্ত্রীসহ আটক ২

ঝিনাইদহে মহিলা রোগীর গালে থাপ্পড় মারলেন ডাঃ দেবাশীষ বিশ্বাস; অন্তরালে যা ঘটেছিল

বড়লেখায় দুই সিএনজি-অটোরিক্সা চুর আটক, গণপিটুনিতে নিহত-১

সাতক্ষীরায় কথিত সাংবাদিকের চাঁদাবাজিতে অতিষ্ঠ সকলে

সাভারে ইউএনওর এক বছর পূর্তিতে উন্নয়নের ভূয়সী প্রশংসা

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির "ফল-২০২৫" ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

নাচোলে রাতের আঁধারে আমের ডাল কর্তন ও চুরি ক্ষতি প্রায় ৮০ হাজার টাকা

রায়গঞ্জে এক অসহায় বৃদ্ধার পাশে দাঁড়ালো শিক্ষার্থী শেখ রিয়াদ

বাউবিতে প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান

নড়াইলে ইব্রাহিম মোল্যাকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার নাটকের অবসান : ভিকটিম উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

শালিখায় অবৈধ মৎস্য সরঞ্জাম আগুনে পুড়িয়ে ধ্বংস

পঞ্চগড়ে রুটিতে বিষ মিশিয়ে হত্যার অভিযোগে মামলা, ৮ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

কুমিল্লায় বাসা থেকে কুবি শিক্ষার্থী ও তার মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় আটক ১