সাতকানিয়া পৌর এলাকায় জাল খতিয়ান করার অভিযোগ
                                    চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভায় এক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে জাল খতিয়ান তৈরি করে দলিল সম্পাদন করার অভিযোগ ওঠেছে। সাতকানিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের রশীদ কোম্পানী ও তার ছেলে মন্জুরের বিরুদ্ধে এমন অভিযোগ করেছে একই এলাকার সোনাকানিয়া মৌজার বিএস ২০৯০ খতিয়ানের মালিক আলী মিয়ার মেয়ে হাফসা বেগম।
হাফসা বেগম জানান, আমার বাবা আলী মিয়া, চাচা রহিম বক্স, কাদের বক্সের নামে সোনাকানিয়া মৌজায় বিএস ২০৯০-সহ বেশ কয়েকটি খতিয়ান চূড়ান্ত প্রচার আছে। তবে আমার আরো একটি চাচা আছে কলিমুল্লাহ,  কিন্তু তার নামে ২০৯০ নাম্বার খতিয়ানে চূড়ান্ত প্রচার নেই।
তবে কলিমুল্লাহর দুই ছেলে থেকে ভিন্ন তারিখে স্থানীয় প্রভাবশালীও কোটিপতি রশীদ কোম্পানী ৬টি দলিল সম্পাদন করে মূল বিএস ২০৯০ থেকে কিভাবে অংশ টেনে খতিয়ান তৈরি করে আবার উক্ত সম্পত্তি তার ছেলে মন্জুরুল আলম চৌধুরীকে ৩১৩৭নং দলিল মূলে হেবা করেন।
স্বয়ং মন্জুরুল আলম চৌধুরী নিজ নামে দেয় নামজারি জমা ভাগ ৩৯৪/১৭ মূলে একটি ৪২২৩ নামজারি খতিয়ান সৃজন করেন, যেটার বিরুদ্ধে আমি সাতকানিয়া উপজেলা সহকারী ভূমি কার্যালয়ে একটি মিস মামলা দায়ের করি। যেটার  নম্বর ১৩৬/২০২২।
এদিকে মূল বিএসে নাম না থাকা প্রসঙ্গে ও কিভাবে উক্ত খতিয়ান থেকে সম্পত্তি কর্তন করা হলো- এমন প্রশ্নের জবাবে দেওদীঘি ভূমি অফিসের তহসিলদার মো. সেলিম জানান, তৎকালীন সাতকানিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের কমিশনার নবাব মিয়া স্বাক্ষরিত একটি ওয়ারিশান সনদ মূলে ওই খতিয়ান সৃষ্টি হয়। এতে দেখা যায়, রহিম বক্স, কাদের বক্স, আলী মিয়া ও কলিমুল্লাহ মৃত ইউসুপ আলীর ছেলে। যদিও কলিমুল্লাহর নামে বিএস নেই, তবে অন্য দুজন অবিবাহিত থাকাকালীন মারা যাওয়ায় কলিমুল্লাহর ছেলেরা ফতুর মালিক হয়েছেন, ওই ফতু সম্পত্তি টানা হলো এই খতিয়ানে। এরকমভাবে আমাদের রেকর্ডপত্রে উল্লেখ আছে।
অন্যদিকে মন্জুরুল আলম চৌধুরী বলেন, এ বিষয়ে সিভিল মামলা চলমান থাকায় আমার বিরুদ্ধে আনীত অভিযোগ আপাতত সত্য নয়। বিচারে যেটা নির্ধারিত হয় সেটাই ঠিক।
সাতকানিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সরকারি আইন কর্মকর্তা মেজবাহ উদদীন আহমদ চৌধুরী কচির বলেন, মূল বিএসে রেকর্ডীয় মালিক যেহেতু অবিবাহিত থাকাকালীন মৃত্যুবরণ করেছেন, তাদের পরবর্তী ওয়ারিশ তো কলিমুল্লাহর ছেলেরা। আর আলী মিয়ার মেয়ে হাফসা বেগমও অবশ্যই তাদের পিতার নামে বিএস না থাকলেও ওয়ারিশ সূত্রে তো তাদের চাচার সম্পত্তি অবশ্যই পাবেন।
এমএসএম / জামান
                আদমদীঘির কাঞ্চনপুর হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ
                চট্টগ্রাম ৯ আসনে শামসুল আলমকে বিএনপি’র মনোনয়নের দাবি ১৫ সংগঠনের
                গোপালগঞ্জে গ্রাম আদালত উন্নয়নে ডিএমআইই প্রশিক্ষণ অনুষ্ঠিত
                সিরাজদিখানে প্রবাসীর স্ত্রী শিউলি আক্তারের রহস্যজনক মৃত্যু
                ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সাবেক ছাত্রনেতাদের মতবিনিময়
                নরসিংদীর চরাঞ্চলে খেয়াঘাটে টাকা আদায় নিয়ে সংঘর্ষ, আহত ১০
                ভোলায় ৬৭৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ
                মহেশপুরে আলমসাধুর ধাক্কায় মোটরসাইকেল চালক কলেজ ছাত্র নিহত
                ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান
                সংবাদ প্রকাশের পর ডালারপাড়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসনসহ নৌপুলিশ
                হাতিয়ায় ৬ হাজার ৪০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড
                আল্লাহ ও রাসূলকে নিয়ে কটুক্তি করায় চাঁদপুরের পুরাণবাজারে বিক্ষোভ মিছিল
                রায়গঞ্জে সেতুর অভাবে প্রতিদিনের যাতায়াত দুর্ভোগ, অর্ধলাখ মানুষের দুর্দশা
            Link Copied