ঢাকা সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

অভিনেত্রীর আপত্তিকর ভিডিও ফাঁস, ভেঙে পড়লেন কান্নায় 


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪-৮-২০২২ দুপুর ৪:৩৫

ভারতের টিভি রিয়েলিটি শো ‘লক আপ’। বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌত সঞ্চালিত এ শোয়ে অংশ নিয়ে নজর কাড়েন অঞ্জলি আরোরা। কয়েক দিন আগে এমএমএস কাণ্ডে নাম জড়িয়েছে তার। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে অঞ্জলিকে আপত্তিকর অবস্থায় দেখা গিয়েছে বলে দাবি নেটিজেনদের।

সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়া ভিডিওতে এক পুরুষের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা যায় এক নারীকে। নেটিজেনদের একাংশের দাবি—এই নারী অঞ্জলি আরোরা আর পুরুষ সঙ্গীটি ‘লক আপ’ প্রতিযোগিতার বিজয়ী মুনওয়ার ফারুকি। অন্য অংশের দাবি— এ নারী অঞ্জলি আরোরা নন।

এ নিয়ে নেটদুনিয়ায় সমালোচনার ঝড় বইছে। বিষয়টি নিয়ে কথা বলার জন্য ভারতীয় সংবাদমাধ্যম অঞ্জলির সঙ্গে  যোগাযোগ করেছিল। ওই সময়ে অঞ্জলি বলেছিলেন—‘আমরা কি এই প্রশ্ন এড়িয়ে যেতে পারি?’ এ নিয়ে কথা বলতে রাজি না হওয়ায় সমালোচনার আগুনে ঘি ঢালেন; অবশেষে মুখ খুললেন এই মডেল।

এক সাক্ষাৎকারে অঞ্জলি দাবি করেন—ভিডিওর মেয়েটি তিনি নন। তারপর কান্নায় ভেঙে পড়েন অঞ্জলি। তার ভাষায়—‘‘আমি জানি না কেন আমার সঙ্গে ওরা এমনটা করছে। ওদেরও পরিবার আছে; আমারও আছে আর আমার পরিবার সব ভিডিও দেখে। আমি তো ওই ভিডিওতে নেই। আমি যেখানে নেই সেই ভিডিও কেন এত ছড়িয়ে দেওয়া হয়েছে! ইউটিউবে ভিউ পাওয়ার জন্য লিখে দেওয়া হচ্ছে ‘অঞ্জলি আরোরার এমএমএস’। আমারও তো পরিবার আছে, ছোট ভাই আছে যে এসব দেখে।’’

ভিডিওতে পরিকল্পিতভাবে অঞ্জলির মুখ বসানো হয়েছে বলে দাবি অঞ্জলির। এর আগেও এক ঘটনা ঘটানো হয়েছিল। সে সময় তার ভাই, বাবা-মা ও প্রেমিক সাইবার সেলে অভিযোগ দায়ের করেছিলেন। আবারো একই ঘটনার পুনরাবৃত্তি। দ্রুত এসব বন্ধ হোক এমনটাই দাবি অঞ্জলির।

রিয়েলিটি শো ‘লক আপ’-এ থাকাকালীন মুনওয়ার ফারুকির সঙ্গে সম্পর্কে ছিলেন অঞ্জলি। পরবর্তী আকাশ নামে এক ভিডিও ক্রিয়েটরের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। কিছুদিন আগে এ বিষয়ে অঞ্জলি বলেন—‘আমার কাছে আকাশ বিশেষ কেউ। আমাদের মাঝে শক্ত বন্ধন রয়েছে। আমার হৃদয়ের বিশেষ জায়গায় তার অবস্থান। তবে এখনো আমাদের বাগদান সম্পন্ন হয়নি।’ 

প্রীতি / প্রীতি

ই-ক্লাব ফ্যামিলি নাইটসে গাইলেন কণা

মঞ্চে ‘অস্বস্তিকর’ হয়ে উঠল সালমান-তামান্নার নাচ!

পুরোনো গান নতুন আয়োজনে গাইবেন ডলি সায়ন্তনী

নতুন চলচ্চিত্রে নিকোল কিডম্যান

নেটিজেনদের কটাক্ষের শিকার কঙ্গনা

এমন এনার্জি নিচ্ছি, ২-৩ দিন ঘুমই আসে না : নুসরাত ফারিয়া

পিরিয়ড নিয়ে মন্তব্যে সমালোচনার মুখে রাশমিকা

ছোট ছিলাম বুঝিনি, বোকার মতো কাজটা করেছি : মিথিলা

শাকিবের কাজ নিয়ে মন্তব্য করার আমি কেউ নই

ছেলেবন্ধুদের পরিবারের ভেতরের গল্প বললেন সোহিনী

হিরো আলম গ্রেফতার

আন্তর্জাতিক চলচ্চিত্রে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন সংগীতশিল্পী মাসুম বিল্লাল ফারদিন

নতুন লুকে ঝড় ‍তুললেন প্রিয়াঙ্কা