ঢাকা মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

শরণখোলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত


মাসুদ মীর, শরণখোলা photo মাসুদ মীর, শরণখোলা
প্রকাশিত: ১৫-৮-২০২২ দুপুর ১:২০

স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে বাগেরহাটের শরণখোলা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত, দলীয় ও কালো পতাকা উত্তোলনের মধ্যদিয়ে শোক দিবসের কর্মসূচি শুরু হয়। 

সকাল ৮টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে বিশাল এক শোক র‌্যালি রায়েন্দা বাজার প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর স্থায়ী প্রতিকৃৃতিতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, শরণখোলা থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শরণখোলা সরকারি ডিগ্রি কলেজ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, তাঁতীলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবী লীগ, রায়েন্দা সরকারি হাই স্কুল, আরকেডিএস বালিকা বিদ্যালয়, ভাসানী কিন্ডারগার্টেন, মেরিট একাডেমি, রায়েন্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রাথমিক শিক্ষক সমিতি, ফায়ার সার্ভিস, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর-ই আলম সিদ্দিকী

অন্যদিকে সকাল সাড়ে ১০টায় মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর-ই আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা আবু জাফর জব্বারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন শান্ত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. ইকরাম হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এম.এ খালেক খান, ডেপুটি কমান্ডার হেমায়েত উদ্দিন বাদশা, বাগেরহাট জেলা আওয়ামীলীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা এম. সাইফুল ইসলাম খোকন, রায়েন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল আহমেদ রুমী, উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ।

এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

অপরদিকে, উপজেলার ৪ ইউনিয়নের ৩৬ ওয়ার্ডে আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভা, মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। 

এমএসএম / জামান

আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সবক অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ডাসারে শিক্ষা প্রতিষ্ঠানের যাতায়াতের সড়ক বেহাল

রায়গঞ্জে দুর্গোৎসবে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে পূজামণ্ডপে জেলা প্রশাসক

নাগরপুরে ধলেশ্বরী নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ধুবড়িয়াতে দুর্গাপূজায় প্রায় ৩০০ টি-শার্ট উপহার দিলেন লন্ডন প্রবাসী ইউসুফ হোসেন লেনিন

মোহনগঞ্জে তীব্র গরম, লোডশেডিংয়ে জনজীবন দুর্বিসহ

চট্টগ্রামে সরকারি বাসা বরাদ্ধে ঘুষ বাণিজ্য

কোটালীপাড়ায় ইউএনওর দেওয়া রঙিন ঘরে অসহায় সোনাবানের মুখে সুখের হাসি

ঝিনাইদহে দুর্গাপূজা উপলক্ষ্যে ভক্তবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও আনন্দ উদযাপন

তানোরের বরেন্দ্রর ভূগর্ভের পানি সংকট নেই কোন সচেতনতা

মানবতার ফেরিওয়ালা সুমাইয়া: রেড ক্রিসেন্টের অক্লান্ত সৈনিক

মহিলা মেম্বার নাছিমার বিরুদ্ধে আশ্রয়নের ঘর বিক্রির টাকা আত্মসাৎতের অভিযোগ

বরগুনায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, আক্রান্ত ৫৬