রোটারী ক্লাব অব শ্রীপুরের নয়া কমিটি গঠন
রোটারী ক্লাব অব শ্রীপুরের ২০২১-২২ রোটাবর্ষের নতুন কার্যকরী কমিটির দায়িত্বকল্পে ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন রোটারীয়ান মাফিজুল ইসলাম বুলবুল এবং সচিবের দায়িত্ব গ্রহণ করেন রোটারীয়ান আব্দুল্লাহ আল মামুন। গত বৃহস্পতিবার (১ জুলাই) রাত ৯টায় রোটারী ক্লাব অব শ্রীপুরের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাফিজুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে ভার্চুয়াল মিটিং পরিচালনা করেন বিদায়ী প্রেসিডেন্ট এমদাদুল হক।
এ সময় তিনি বলেন, রোটারীর নিয়মানুযায়ী রোটারী ক্লাব অব শ্রীপুরের প্রতি বছরের জুলাই মাসে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ করা হয়। তিনি আরও বলেন আমি বিগত বছরের দায়িত্ব পালনকালীন সময়ে সকল সদস্যদের আন্তরিক সহযোগিতায় অক্লান্ত পরিশ্রমে এবং করোনা মহামারীর এই প্যানডামিক সময়ে সারা বাংলাদেশে ১৩০টি ক্লাবের মধ্যে আমাদের শ্রীপুর ক্লাবের সাইটেশন অর্জন করতে সক্ষম হয়েছি। আমি আশা করছি বর্তমানে যারা দায়িত্ব নিচ্ছেন তারা আরও ভাল কিছু করবেন ইনশাআল্লাহ।
বর্তমান প্রেসিডেন্ট শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারী কলেজের প্রভাষক মাফিজুল ইসলাম বুলবুল বলেন, রোটারী ইন্টারন্যাশনাল’র ভ্রাতৃপ্রতিম সংগঠন রোটারী ক্লাব অব শ্রীপুর। আমি আমার কর্ম জীবনের পাশাপাশি রোটারীর মাধ্যমে সমাজ সেবা মূলক কর্মকান্ডের সাথে জড়িত হয়ে নিজেকে ধণ্য মনে করছি। আমি আশা করছি সবার সহযোগীতা থাকলে চলতি বছরে আমরা সামাজিক অনেক কর্মকান্ডে ব্যাপক ভাবে কাজ করতে পারবো।
নবগঠিত কমিটির সচিব ব্যবসায়ী ও সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন বলেন, রোটারী ইন্টারন্যাশনাল ব্যবসায়িক ও পেশাদার ব্যক্তিদের নিয়ে গড়ে উঠা বিশ্বব্যাপী সেবামূলক সংগঠন। উচ্চস্তরের মানদণ্ড, সমাজসেবা ও আন্তর্জাতিক বোঝাপড়ায় এ সংগঠনের ভুমিকা অপরিসীম। আমি মনে করি প্রত্যেকটি ভালো কাজের জন্যই একটি সুন্দর ও সুস্থ্য ক্লাব বা সংগঠন দরকার। আমি চলতি বছরের সচিব থাকা কালীন সময়ে সকলের সহযোগীতা নিয়ে রোটারী ক্লাব অব শ্রীপুরকে শুধু বাংলাদেশে নয় বরং সারা বিশ্ব্রে কাছে পরিচিতি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
ভার্চুয়াল মিটিং চলাকালীন সময়ে অন্যান্যদের মধ্যে অংশ গ্রহণ করেন রোটারীর ডিসট্রিক লিডার রোটারীয়ান পিনাক আহম্মেদ, রোটারী ক্লাব অব শ্রীপুরের চ্যাটার্স প্রেসিডেন্ট রোটারীয়ান গোলাম রউফ, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রিয় কমিটির সদস্য ও সহ সম্পাদক রোটারীয়ান অ্যাডভোকেট হারুন অর রশীদ ফরিদ, প্রভাষক রোটারীয়ান হাবিবুর রহমান, রোটারীয়ান ফিরোজ মিয়া, রোটরীয়ান সাখাওয়াত হোসেন খান, ব্যবসায়ী রোটারীয়া সাইদুল ইসলাম জুয়েল প্রমূখ।
এমএসএম / জামান
কোন লুটেরা, চাঁদাবাজ ও বল প্রয়োগকারীকে ভোট দেবেন না; গণসংযোগে রাশেদ খান
খানসামা টিটিসিতে ধর্মীয় বৈষম্য–নির্যাতনের অভিযোগ: জেলা প্রশাসকের দৃষ্টিতে তদন্ত আবেদন
কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি
নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল
কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন
নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার
রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন
ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা
কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার
কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার
শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার
কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান