মিরসরাইয়ের কচুয়া গ্রামে কচু চাষে সাফল্য

কচুর সুখ্যাতির জন্যই চট্টগ্রামের মিরসরাই উপজেলার দুই ইউনিয়নে ‘কচুয়া’ নামে দুটি ভিন্ন গ্রাম রয়েছে। ১১নং মঘাদিয়া ও ১৪নং হাইতকান্দি ইউনিয়নের এই দুটি গ্রামে এবারো লতিরাজ কচুসহ বিভিন্ন জাতের কচুর ফলনে সাফল্যে হাসি ফুটেছে কৃষকদের মুখে। আর অনেক গ্রামে কচু আবাদ করে স্বাবলম্বী হয়েছেন শত শত কৃষক।
উপজেলার মঘাদিয়া ইউনিয়নের একটি ও হাইতকান্দি ইউনিয়নের একটি গ্রামের নামই কচুয়া। এই কচুয়া গ্রামের কয়েকশ পরিবার এই শ্রাবণ-ভাদ্র মাসের বর্ষার দিনে ব্যস্ত থাকে শুধু বিশালাকার কচুক্ষেত নিয়ে। গত কয়েক সপ্তাহ ধরে একেক কচু চাষির ক্ষেত থেকে হাজার হাজার কচু তুলে নিচ্ছেন কৃষকরা। কোথাও কোমর পানি, কোথাও হাঁটুর উপরে পানিতে দাঁড়িয়ে জমি থেকে বড় বড় কচু কেটে, উপরের কিছু পাতা ছেঁটে বিশালাকার কচু স্তূপাকারে থেকে চলে যাচ্ছে ৫০-১০০টির আঁটিতে। সেখান থেকে সিএনজি বা ভ্যানে করে মহাসড়কের হাটে। সেখান থেকে পাইকারদের ট্রাকে চড়ে ঢাকা-চট্টগ্রামের বিভিন্ন শ্রেণির হোটেল ও রেস্তোরাঁয় যাচ্ছে।
কচুয়া গ্রামের পাশাপাশি উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভার অনেক গ্রামে এখন কচু চাষ করছেন কৃষকরা। মিরসরাইয়ের আবাদকৃত কচুর যথেষ্ট সুনাম য়েছে। তাই এখানকার কচু বাজারে বেশ সমাদৃত।
মিরসরাই-মলিয়াইশ রুটের সড়করে পাশে নাজিরপাড়ায় পোদ্দার তালুক গ্রামের আবুল হোসেনের ৩০ শতক জমিতে ৯ হাজার কচুর একাংশ উত্তোলন করছিলেন শ্রমিক জাহাঙ্গীর আলম এবং চান মিয়াসহ অনেকে। বৃদ্ধ চান মিয়া বলেন, প্রতিটি কচু পাইকারি ৩০-৪০ টাকা করে বিক্রি হচ্ছে। এবার মোট কচু বিক্রি হবে দুই-তিন লাখ টাকার মতো। তবে অর্ধেক চলে যাবে চাষাবাদ, শ্রমিক ও যাতায়াত ব্যয়ে।
কচু পরিষ্কারে ব্যস্ত হোসাইন মিয়া বলেন, এখন শুধু এই গ্রামে নয়, আশপাশের সব গ্রামেই অনেক জাগয়ায় কচুর চাষ হচ্ছে। প্রতিদিন দিনভর কচু পরিষ্কার করে বেঁধে নিয়ে সবাই পরদিন সকালে হাটে নিয়ে যান পাইকারদের কাছে।
এ বিষয়ে উপজেলা কৃষি সুপারভাইজার কাজী নুর আলম জানান, মিরসরাইয়ের অনেক এলাকা বর্ষাকালে কচু চাষের যথেষ্ট উপযোগী। এবার মিরসরাইয়ে প্রায় ১৫০ একর জমিতে কচু আবাদ হয়েছে। ইতোমধ্যে স্থানীয় পর্যায়ে দেশি কচুর পাশাপাশি আমরা লতিরাজ নামে একটি কচু কৃষকদের ফলনের পরামর্শ দিয়েছি, যার সুফল এখন সংযোজন হচ্ছে। তবে উপজেলার মঘাদিয়া কচুয়া গ্রামে বেশি কচু আবাদ হয়ে থাকে।
এমএসএম / জামান

সীমান্তে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

টাকার বিনিময়ে সনদ বিক্রি, শিক্ষার্থী নেই তবুও চলছে এমপিওভুক্ত কলেজ

জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে ১৩৯ জন গ্রাহকের মাঝে তেলাপিয়া মাছের পোনা বিতরণ

নেছারাবাদে স্থানীয় চার যুবকের সাহসে টাওয়ার থেকে উদ্ধার মানসিক ভারসাম্যহীন যুবক

তারাগঞ্জে ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, খামারীর লিখিত অভিযোগ

টাঙ্গাইলে স্বর্ণকারের বাড়িতে ডাকাতির মূলহোতা'সহ ৭ ডাকাত গ্রেপ্তার

কুমিল্লায় ভন্ড রাজার বাগের আস্তানা বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল

চট্টগ্রামে ছিনতাইয়ের ঘটনায় চুরি মামলা, উদ্ধারকৃত দুই সিএনজি গায়েব!

কোটালীপাড়ায় শ্রেণিকক্ষে দুর্গন্ধে ২০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি-৮

টাঙ্গাইলে দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে দুদকের গণশুনানি অনুষ্ঠিত
