ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

মাদক পাচারে বাধা দেয়ায় কুপিয়ে জখম

হাতীবান্ধায় পুলিশের ভূমিকার প্রতিবাদে মানববন্ধন


হাতীবান্ধা প্রতিনিধি  photo হাতীবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৮-২০২২ বিকাল ৫:৩২
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক পাচারে বাধা দেয়ায় মাহবুবুল আলম (৩৮) নামে এক ব্যক্তিকে কুড়াল দিয়ে কুপিয়ে জখম করেছে মাদক কারবারিরা। এ ঘটনায় হাতীবান্ধা থানায় অভিযোগ করা হলে অভিযোগটি নিতে গড়িমসি করে থানা পুলিশ। পরে অভিযোগ নিলেও এখন অবধি তেমন কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। 
 
পুলিশের এমন ভূমিকার প্রতিবাদে মানববন্ধন করেছেন মুসল্লিরা। শুক্রবার (১৯ আগস্ট) জুমার নামাজ শেষে উপজেলার বড়খাতা দোলাপাড়া কেরামতিয়া বড় মসজিদের মুসল্লিরা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন। 
 
মানববন্ধনে বক্তব্য রাখেন- দোলাপাড়া কেরামতিয়া বড় মসজিদের ইমাম হাফেজ আবু সাঈদ, সওকত হোসেন, যুবলীগ নেতা জানে আলমসহ অনেকে। 
 
বক্তরা বলেন, মাদক পাচারে বাধা দেয়ায় যুবককে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ দিলেও পুলিশ আসামিদের ধরা তো দুরের কথা, মামলা নিতেই গড়িমসি করেছে। পুলিশ যদি মাদক কারবারির সাথে সখ্যতা গড়ে তোলে আর তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়, তাহলে আমরা সাধারণ মানুষ কোথায় যাব? তাই পুলিশ প্রসাশনের কাছে অনুরোধ, এ ঘটনার আসামিদের দ্রুত গ্রেপ্তার করুন। না হলে আমরা কঠোর আন্দোলনে যাব।
 
এ বিষয়ে হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) সফিক বলেন, মানববন্ধনের বিষয়ে জানা নেই। তবে এ মামলার এক আসামি শাহাজান আলীকে গ্রেপ্তার করা হয়েছে।  
 
 এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, মানববন্ধনের বিষয়টি জানা নেই। এ মামলার ২নং আসামি শাহাজান আলীকে শুক্রবার জুমার নামাজের আগে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল শনিবার তাকে জেলহাজতে পাঠানো হবে। 
 
প্রসঙ্গত, গত ১০ আগস্ট শনিবার রাতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া কেরামতিয়া বড় মসজিদ এলাকায় একটি অটোবাইকে মাদক নিয়ে যাচ্ছিল মাদক কারবারিরা। এ সময় আইয়ুব আলী, ছেলে মাহবুবুল আলম ও ভাতিজা জানে আলম অটোবাইকটি আটক করে ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেলকে খবর দেন। চেয়ারম্যানের উপস্থিতিতে আইয়ুব আলী অটো বাইক তল্লাশি করে কয়েক বস্তা ফেনসিডিল পায়। এর একপর্যায়ে অভিযুক্তরা চেয়ারম্যানের উপস্থিতিতে চাইনিজ কুড়াল ও ছোরা নিয়ে এসে আইয়ুব আলী, মাহবুবুল আলম ও জানে আলমের ওপর হামলা চালায়৷ এ সময় তাদের একজন মাহবুবুল আলমের মাথায় কুড়াল দিয়ে কোপায়। এতে সে মাটিতে লুটিয়ে পড়ে। তারপর অভিযুক্তরা ফেনসিডিলের বস্তাগুলো নিয়ে পালিয়ে যায়৷ তবে একটি বস্তায় থাকা ৩৫টি বোতল রেখে যায়।
 
পরে চেয়ারম্যানসহ আরো কয়েকজন মাহবুবুল আলমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে আহত ওই ব্যক্তি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় গত শনিবার (১৩ আগস্ট) মাহবুবুল আলমের বাবা আইয়ুব আলী বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দেন। অভিযুক্তরা হলেন- উপজেলার দোলাপাড়া এলাকার বিপুল হোসেন (২২), শাহাজান আলী (৫৩), রতন (২৫), ফরিদুল ইসলাম ফরিদ (৩০), নেহাল উদ্দিন (৫৫), নূরনবী (২৫), সাফিউল (২৬), সাজু মিয়া (২৪) এবং আলমগীর (২২)। 

এমএসএম / জামান

তারেক রহমানের ৬১তম জন্মদিনে কুমিল্লা-৬ আসনের মসজিদগুলোতে দোয়া ও মিলাদ

পবিপ্রবিতে ১৫ বছর ধরে অচল দক্ষিণাঞ্চলের একমাত্র ভূ-কম্পন পরিমাপক যন্ত্র

জমে উঠছে কুমিল্লা-৫ আসনে জামায়াতে নির্বাচনী প্রচারনা

মান্দায় বিএনপি নেতা মতিনের পথসভা ও লিফলেট বিতরণে জনতার ঢল

এই বাংলায় কোনো বৈষম্য থাকবে না: ব্যারিস্টার ইউসুফ আলী

বাকপ্রতিবন্ধী দিনমজুর লালমন বিরল রোগে আক্রান্ত অর্থাভাবে মিলছে না উন্নত চিকিৎসা

কাউনিয়ায় ওভারব্রিজ পরিদর্শনে উপসচিব ফজলে এলাহী

রায়গঞ্জে ৭ মাসে ১০ মৃত্যু, স্থায়ী সমাধান চায় এলাকাবাসী

বোয়ালমারীতে সশস্ত্র বাহিনী দিবস পালিত

ত্রিশালে জেঁকে বসেছে শীত, ফুটপাতে জমে উঠেছে বিক্রি

৫ হাজার মোটরসাইকেল নিয়ে কুমিল্লা -৬ আসনে জামায়াত নেতা দ্বীন মোহাম্মদ শোভাযাত্রা

আগামী নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে এ দেশের ছাত্র জনতা -মিয়া গোলাম পরওয়ার

সন্দ্বীপে ৫ শতাধিক পরিবারের চলাচলে স্বস্তি