পাইকগাছায় ভূমিহীন পরিবারের বাড়িতে প্রতিপক্ষের হামলা

পাইকগাছায় ওয়াপদার পাশে বসবাসকারী ভূমিহীন পরিবারের বাড়িতে প্রতিপক্ষের হামলা, ভাংচুর ও মারপিটের ঘটনায় আদালতে মামলা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পাইকগাছা থানার ওসিকে নির্দেশনা দিয়েছে।
মামলা ও ভুক্তভোগী উপজেলার পূর্ব ভ্যাকটমারী গ্রামের মৃত জোনাব গাজীর ছেলে ভূমিহীন উকিল গাজী থেকে জানা যায়, ভ্যাকটমারী গ্রামের পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদার শ্লোবে সে বসতবাড়ি তৈরি করে দীর্ঘ ৪৫-৪৭ বছর স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করে আসছেন। উকিল গাজী ও তার স্ত্রী মমতাজ বেগম শিবসা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। তাদের মাথা গোঁজার ঠাই বলতে ওয়াপদার স্লবে সরকারি জায়গার ওপর তৈরি এই বসতবাড়িটি। বর্তমানে উক্ত জায়গার ওপর লোলুপ দৃষ্টি পড়ে একই এলাকার পশ্চিম ভ্যাকটমারী গ্রামের পিটুস গাজীর ছেলে রহমান, আমান, গাউস গাজীদের।
তারা গত ২১ আগস্ট সকালে লোকজন নিয়ে লাঠি, দা, শাবল সহকারে হামলা করে ভূমিহীন এই পরিবারের বাড়িতে। ভেঙ্গে তছনছ করে দেয় অসহায় উকিলের বসতঘরসহ গাছপালা। এতে অসহায় পরিবারের প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়। এ ঘটনায় ভুক্তভোগী উকিল গাজী থানাকে অবহিত করলে প্রতিপক্ষ রহমান গং আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা ভূমিহীন উকিল গাজীকে এবার সমূলে উচ্ছেদ করার পাঁয়তারা করতে থাকে। উকিল গাজীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে থানা কর্তৃপক্ষ শান্তি শৃংখলা বজায় রাখতে ও ভূমিহীন উকিল গাজীর বসতবাড়ি না ভাংতে প্রতিপক্ষ প্রভাবশালী রহমান গংদের নির্দেশনা দিয়েছে। কিন্তু তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে ২৩ আগস্ট বিকেলে পুনরায় লোকজন নিয়ে ভূমিহীন এই পরিবারের বাড়িতে হামলা চালিয়ে ঘরবাড়ি ভেঙে অবশিষ্ট অংশ ধূলিস্যাৎ করে দেয়। উকিলের পরিবারের লোকজন বাধা দিতে গেলে রহমান, আমান, গাউসরা অন্য লোকজন নিয়ে তাদের মারপিট করে রক্তাক্ত জখম করে।
উকিল গাজী জানান, এক নেতার ইঙ্গিতে রহমানরা এ ধরনের অবৈধ দখলের কাজে নেমে এলাকা সর্বস্বান্ত করছে। নেতার ভয়ে কেউ মুখ খুলছে না। আমরাও ভয়ে নাম বলতে পারছি না। আপনারা বুঝে নেবেন।
এ ঘটনায় ভুক্তভোগী উকিল গাজীর স্ত্রী মমতাজ বেগম বাদী হয়ে ভ্যাকটমারী গ্রামের আতিয়ার রহমান গাজী ওরফে পিটুস গাজীর ছেলে রহমান, আমান, গাউস, সমছের গাজীর ছেলে রবিউল ও শফিকুল এবং রফিকুল গাজীর ছেলে রাজু গাজীকে আসামি করে পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পাইকগাছা থানার ওসিকে নির্দেশনা দিয়েছে।
এমএসএম / জামান

যৌতুকের দাবিতে নির্মম নির্যাতন, বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

কুমিল্লায় পূজায় সাইবার টিম সহ বিশেষ নজরদারি ব্যবস্থাঃ পুলিশ সুপার নাজির আহমেদ

সম্পত্তি আত্মসাতের অভিযোগে পিতা ও ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বেনাপোল দিয়ে আগামীকাল আমদানি-রফতানি বন্ধ

গলাচিপা হরিদেবপুর খেয়াঘাটে যাত্রীদের চরম ভোগান্তি

রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন'র উদ্যেগে চারা বিতরন

সভাপতির পদত্যাগ ও অধ্যক্ষের দূর্নীতির বিচার দাবিতে মানববন্ধন

বাদীর হাতে খুন বিবাদী

বিজয়ী হলে সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবেঃ শাহজাহান ইসলামাবাদী

চাঁদপুর মেডিকেলে এই প্রথম বৈজ্ঞানিক সম্মেলন ও বিজ্ঞান মেলা

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করণে বাঁশখালীতে পুলিশের মতবিনিময়

মান্দায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

অযৌক্তিক ৩ দফা দাবির প্রতিবাদে পটুয়াখালীতে কারিগরি ছাত্র অধিকার পরিষদের 'লাল অঙ্গীকার' কর্মসূচি পালিত
Link Copied