পাইকগাছায় ভূমিহীন পরিবারের বাড়িতে প্রতিপক্ষের হামলা
পাইকগাছায় ওয়াপদার পাশে বসবাসকারী ভূমিহীন পরিবারের বাড়িতে প্রতিপক্ষের হামলা, ভাংচুর ও মারপিটের ঘটনায় আদালতে মামলা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পাইকগাছা থানার ওসিকে নির্দেশনা দিয়েছে।
মামলা ও ভুক্তভোগী উপজেলার পূর্ব ভ্যাকটমারী গ্রামের মৃত জোনাব গাজীর ছেলে ভূমিহীন উকিল গাজী থেকে জানা যায়, ভ্যাকটমারী গ্রামের পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদার শ্লোবে সে বসতবাড়ি তৈরি করে দীর্ঘ ৪৫-৪৭ বছর স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করে আসছেন। উকিল গাজী ও তার স্ত্রী মমতাজ বেগম শিবসা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। তাদের মাথা গোঁজার ঠাই বলতে ওয়াপদার স্লবে সরকারি জায়গার ওপর তৈরি এই বসতবাড়িটি। বর্তমানে উক্ত জায়গার ওপর লোলুপ দৃষ্টি পড়ে একই এলাকার পশ্চিম ভ্যাকটমারী গ্রামের পিটুস গাজীর ছেলে রহমান, আমান, গাউস গাজীদের।
তারা গত ২১ আগস্ট সকালে লোকজন নিয়ে লাঠি, দা, শাবল সহকারে হামলা করে ভূমিহীন এই পরিবারের বাড়িতে। ভেঙ্গে তছনছ করে দেয় অসহায় উকিলের বসতঘরসহ গাছপালা। এতে অসহায় পরিবারের প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়। এ ঘটনায় ভুক্তভোগী উকিল গাজী থানাকে অবহিত করলে প্রতিপক্ষ রহমান গং আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা ভূমিহীন উকিল গাজীকে এবার সমূলে উচ্ছেদ করার পাঁয়তারা করতে থাকে। উকিল গাজীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে থানা কর্তৃপক্ষ শান্তি শৃংখলা বজায় রাখতে ও ভূমিহীন উকিল গাজীর বসতবাড়ি না ভাংতে প্রতিপক্ষ প্রভাবশালী রহমান গংদের নির্দেশনা দিয়েছে। কিন্তু তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে ২৩ আগস্ট বিকেলে পুনরায় লোকজন নিয়ে ভূমিহীন এই পরিবারের বাড়িতে হামলা চালিয়ে ঘরবাড়ি ভেঙে অবশিষ্ট অংশ ধূলিস্যাৎ করে দেয়। উকিলের পরিবারের লোকজন বাধা দিতে গেলে রহমান, আমান, গাউসরা অন্য লোকজন নিয়ে তাদের মারপিট করে রক্তাক্ত জখম করে।
উকিল গাজী জানান, এক নেতার ইঙ্গিতে রহমানরা এ ধরনের অবৈধ দখলের কাজে নেমে এলাকা সর্বস্বান্ত করছে। নেতার ভয়ে কেউ মুখ খুলছে না। আমরাও ভয়ে নাম বলতে পারছি না। আপনারা বুঝে নেবেন।
এ ঘটনায় ভুক্তভোগী উকিল গাজীর স্ত্রী মমতাজ বেগম বাদী হয়ে ভ্যাকটমারী গ্রামের আতিয়ার রহমান গাজী ওরফে পিটুস গাজীর ছেলে রহমান, আমান, গাউস, সমছের গাজীর ছেলে রবিউল ও শফিকুল এবং রফিকুল গাজীর ছেলে রাজু গাজীকে আসামি করে পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পাইকগাছা থানার ওসিকে নির্দেশনা দিয়েছে।
এমএসএম / জামান
হাতিয়ায় অস্ত্র দিয়ে ছাত্র দল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে কোস্টগার্ডের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আপিল ঘিরে বিতর্ক, ভাইরাল অডিওতে তোলপাড় ব্রাহ্মণবাড়িয়া-৪
বোয়ালমারীতে ইউনাইটেড আরব আমিরাতের ত্রাণ ও কম্বল বিতরণ
দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা
কুষ্টিয়ার দৌলতপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামিরুল ইসলাম জামু গ্রেফতার
সরিষার হলুদে রঙিন ত্রিশাল : বাম্পার ফলনের আশা
গোপালগঞ্জে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পূর্ণ প্রস্তুতি
নাঙ্গলকোটে দু'জনকে গুলি করে হত্যা
মনপুরায় প্রেমিকের সঙ্গে পালিয়ে আসা তরুণীকে গণধর্ষণের অভিযোগ
কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস
কালো ধোঁয়ার দখলে রায়গঞ্জ, ঝুটে পুড়ছে চাতাল
কুমিল্লার মুরাদনগরে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার
সিডিএ’র নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ
Link Copied