ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

ত্বকের লাবণ্য ধরে রাখে বেসনের ফেস প্যাক


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১-৯-২০২২ দুপুর ৩:১৯

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য প্রয়োজন ঠিকমতো ত্বকের যত্ন নেয়া। ত্বকের যত্নের জন্য ঘরোয়া উপায় গুলো বেশি কার্যকরী। এতে কোন রকম সাইড ইফেক্ট হওয়ার কোন সম্ভাবনা থাকেনা। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য বেসনের দিয়ে ঘরোয়া ভাবে তৈরি কয়রা ফেস প্যাক হতে পারে এক দারুণ সমাধান।

বেসনের ফেস প্যাক তৈরি করার জন্য বেসন এর সাথে লেবুর রস এবং দুধ মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এই প্যাক ত্বককে ব্রাইট করতে সাহায্য করবে। এছাড়া এর সাথে চাইলে এক চিমটি হলুদ মেশাতে পারেন। হলুদ ত্বকের জন্য বেশ উপকারি। প্রতিদিন গোসলের আগে এই ফেস প্যাক ব্যবহার করলে বেশ দ্রুত উপকার পাবেন।

বেসন, হলুদ এবং টকদই দিয়েও তৈরি করে নিতে পারেন ফেসপ্যাক। এই প্যাক ব্যবহারের পর ২০মিনিট মতো অপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

তৈলাক্ত ত্বকের জন্য বেশ উপকারি বেসনের ফেস প্যাক। ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব কমাতে সাহায্য করে। এছাড়া মেচেতার দাগ দূর করতে এবং ত্বকের শুষ্কতা দূর করে ত্বকের লাবণ্য ও যৌবন ফিরিয়ে আনতে সহায়তা করে। 

প্রীতি / প্রীতি