ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

হাতীবান্ধায় জমি কিনে বসতবাড়ি নির্মাণ করে থাকলেও কবলার জন্য দ্বারে দ্বারে মুক্তিযোদ্ধার স্ত্রী


হাতীবান্ধা প্রতিনিধি  photo হাতীবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ৪-৯-২০২২ দুপুর ২:২৯
লালমনিরহাটের হাতীবান্ধায় বসতভিটার জন্য জমি কিনে গত ৭ বছর আগে বাড়ি নির্মাণ করে বসবাস করে এলেও আজ পর্যন্ত কবলার জন্য দ্বারে দ্বারে ঘুরছেন বীর মুক্তিযোদ্ধা শ্রী চক্রেশ্বর বম্মার স্ত্রী সুধা রানী বর্মণী। ন্যায়বিচার পেতে হাতীবান্ধা থানায় একটি অভিযোগও দায়ের করেছেন তিনি।
 
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা শ্রী চক্রেশ্বর বর্ম্মার স্ত্রী সুধা রানী বর্মণী ৭ বছর আগে প্রতিবেশী মৃত সুধীর চন্দ্রের ছেলে সুজন কুমার মোহন্ত ও মৃত ডালিম মোহন্তের ছেলে নারায়ণ মোহন্তের কাছ থেকে ৭ শতাংশ জমি ক্রয়ের উদ্দেশ্যে টাকা দেন এবং উক্ত জমিতে বসতবাড়ি নির্মাণ করেন। কিন্তু টাকা দেয়ার ৭ বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত ওই জমি কবলা দেননি সুজন ও নারায়ণ। কবলা না দিয়ে আজ-কাল করে টালবাহানা করছেন এবং উক্ত জমি বর্তমানে অন্যত্র বিক্রির চেষ্টা করছেন। এতদিনেও জমি কবলা না পেয়ে ন্যায়বিচার পেতে শুক্রবার রাতে হাতীবান্ধা থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী মুক্তিযোদ্ধার স্ত্রী সুধা রানী বর্মণী।
 
এ বিষয়ে ভুক্তভোগী মুক্তিযোদ্ধার স্ত্রী সুধা রানী বর্মণী জানান, আমার স্বামীর মৃত্যুর পর ২০১৪ সালে আমার প্রতিবেশী সুজন কুমার মোহন্তর কাছ থেকে দক্ষিণ পারুলিয়া মৌজার এস.এ ১১৩২নং দাগে ৫ শতাংশ জমি এবং নারায়ণ মোহন্তের কাছ থেকে ২ শতাংশ জমি ক্রয় করি। তখন স্থানীয় সার্ভেয়ার দ্বারা জমির সীমানা নির্ধারণ করে দিয়ে জমির খারিজ খতিয়ান বের হলে কবলা দেবে বলে আমাকে বসতবাড়ি নির্মাণ করতে বলে। তখন আমি বসতবাড়ি নির্মাণ করে সন্তানদের নিয়ে আজ পর্যন্ত বসবাস করে আসছি। কিন্তু তিনি আজ-কাল করে জমির দলিল কবলা না দিয়ে কালক্ষেপণ করে আসছেন। এ ঘটনায় আমি স্থানীয়ভাবে আপস-মীমাংসায় ব্যর্থ হয়ে নিরুপায় হয়ে হাতীবান্ধা থানাসহ বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ করেছি। আমি একজন মুক্তিযোদ্ধার স্ত্রী হয়েও এভাবে হয়রানির শিকার হচ্ছি। এই জমি ছাড়া আমার আর কোনো জমি নাই। অনেক কষ্ট করে জমিটুকু কিনেছিলাম। 
 
এ বিষয়ে সুজন কুমার মহন্তের সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি এ বিষয়ে কোনো বক্তব্য না দিয়ে সাক্ষাতে কথা হবে বলে জানান।
 
নারায়ণ মহন্তের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। 
 
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

তারেক রহমানের ৬১তম জন্মদিনে কুমিল্লা-৬ আসনের মসজিদগুলোতে দোয়া ও মিলাদ

পবিপ্রবিতে ১৫ বছর ধরে অচল দক্ষিণাঞ্চলের একমাত্র ভূ-কম্পন পরিমাপক যন্ত্র

জমে উঠছে কুমিল্লা-৫ আসনে জামায়াতে নির্বাচনী প্রচারনা

মান্দায় বিএনপি নেতা মতিনের পথসভা ও লিফলেট বিতরণে জনতার ঢল

এই বাংলায় কোনো বৈষম্য থাকবে না: ব্যারিস্টার ইউসুফ আলী

বাকপ্রতিবন্ধী দিনমজুর লালমন বিরল রোগে আক্রান্ত অর্থাভাবে মিলছে না উন্নত চিকিৎসা

কাউনিয়ায় ওভারব্রিজ পরিদর্শনে উপসচিব ফজলে এলাহী

রায়গঞ্জে ৭ মাসে ১০ মৃত্যু, স্থায়ী সমাধান চায় এলাকাবাসী

বোয়ালমারীতে সশস্ত্র বাহিনী দিবস পালিত

ত্রিশালে জেঁকে বসেছে শীত, ফুটপাতে জমে উঠেছে বিক্রি

৫ হাজার মোটরসাইকেল নিয়ে কুমিল্লা -৬ আসনে জামায়াত নেতা দ্বীন মোহাম্মদ শোভাযাত্রা

আগামী নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে এ দেশের ছাত্র জনতা -মিয়া গোলাম পরওয়ার

সন্দ্বীপে ৫ শতাধিক পরিবারের চলাচলে স্বস্তি