পটুয়াখালীতে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৭ দিনের কারাদন্ড
পটুয়াখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে একজনকে ৭ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
গতকাল ৪ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে মৌখিক পরীক্ষা দিতে এসে ধরা পড়েন আব্দুল মালেক নামের একজন নিয়োগ প্রার্থী। তিনি বাউফল উপজেলার বটকাজল গ্রামের আব্দুর রশীদের পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা মোঃ বখতিয়ার রহমান।
তিনি জানান, রবিবার দুপুরের দিকে ওই প্রার্থী মৌখিক পরীক্ষা দেয়ার জন্য জেলা প্রশাসক মোহাম্মাদ কামাল হোসেনের নেতৃত্বে নিয়োগ বোর্ডে উপস্থিত হন। এসময় তাকে কিছু একটা লিখতে দেয়া হয়। তার হাতের লেখার সাথে লিখিত পরীক্ষার ওএমআর শীটের লেখার মিল না থাকায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি বোর্ডের সদস্যদের কাছে স্বীকার করেন যে, ৫ হাজার টাকার বিনিময়ে লিখিত পরীক্ষায় তার সামনের বেঞ্চে বসা একজন পরীক্ষার্থী তাকে সহায়তা করেছে। ওই পরীক্ষার্থীকে তিনি চেনেন না বলেও জানান।
পরে তাকে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নঈম উদ্দিন ভ্রাম্যমান আদালতে ৭ দিনের কারাদন্ড দিয়ে জেল হাজতে পাঠান।এর আগে বডি চেইঞ্জ করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় অংশ নিতে এসে দু‘দফায় ধরা পড়েন আরও ৩ জন। এ ব্যাপারে পটুয়াখালী থানায় পৃথক দু‘টি মামলাও হয়েছে।
পটুয়াখালী থানার ওসি মনিরুজ্জামান দৈনিক সকালের সময়কে জানান, পটুয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা মোঃ বখতিয়ার রহমান ২৮ আগষ্ট মনিরুল ইসলাম নামে চক্রের একজনকে ধরে পুলিশে দেয়া হয়েচে। এ ব্যাপারে দু‘জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
এর আগেও ২৫ জুলাই এ চক্রের দু‘জনকে পুলিশে দেয়া হয়েছিল। তখন ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে চক্রের অপর সদস্যদের খোঁজা হচ্ছে বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শীতার্ত শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ
জলমহালে অংশীদারিত্ব নিয়ে প্রতারণা, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রী
শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুদকে দল থেকে বহিষ্কার
শিশু বরণ থেকে স্মার্ট ক্লাসরুম, জামালগঞ্জ বিদ্যালয়ে শিক্ষার নতুন ভোর
শিবচর পুলিশের অভিযানে এক্সপ্রেসওয়ে থেকে লুট হওয়া ৪৬২ গ্যাস সিলিন্ডার উদ্ধার
চাঁদপুরে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত
জেসমিন আরা শরীয়তপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক নির্বাচিত
ভোলাহাটে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
কুড়িগ্রামে প্রবেশন কার্যক্রম আধুনিকায়নে সেমিনার অনুষ্ঠিত
লোহাগড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
আত্রাইয়ে লেডিস ক্লাবের উদ্যোগে বেদে ও সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ
নবাবগঞ্জে রাতের আঁধারে সানজিদা আক্তার নামে এক নারীর উপর হামলা
Link Copied