ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

মোহছেন আউলিয়া সড়কে গর্ত হয়ে হাঁটুপানি, দুর্ভোগে পথচারী ও যান চলাচল


মহিউদ্দীন মনজুর , আনোয়ারা photo মহিউদ্দীন মনজুর , আনোয়ারা
প্রকাশিত: ৭-৯-২০২২ দুপুর ১১:২৫

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মোহছেন আউলিয়া সড়কে সামান্য বৃষ্টি হলেই হাঁটুপানিতে পরিণত হওয়ায় যান চলাচল এবং পথচারীদের হাঁটতে ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এতে ব্যাটারিচালিত রিকসা এবং সিএনজিচালিত অটোরিকসায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিনিয়ত।

প্রতিদিন গড়ে পাঁচ থেকে ছয় শতাধিক সিএনজি এবং ব্যাটারিচালিত অটোরিকসাসহ বাস-ট্রাক, ছোট-বড় বিভিন্ন যানবাহন চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে। এতে প্রতিনিয়তই ঘটছে দুঘর্টনা। এই সড়কের বিভিন্ন জায়গায় পিচ-খোয়া উঠে গেছে অনেক আগেই। এখন সেখানে সৃষ্টি হয়েছে ছোট-বড় খানাখন্দের। ফলে সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বৃষ্টি হলে পানি জমে দুর্ভোগ চরমে পৌঁছায়। সংস্কারের অভাবে সড়কের পুরোটাই খানাখন্দে ভরে গেছে। ছোট-বড় গর্ত এড়িয়ে যানবাহন চলছে এঁকেবেঁকে। 

গর্তের অনেক জায়গায় পানি জমে আছে। আবার অনেক জায়গায় গাড়ি চলার সময় আশপাশ ধুলাময়, কোথাও কাদাময় হয়ে যাচ্ছে। রাস্তার পাশে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় গুরুত্বপূর্ণ রাস্তাগুলো এভাবেই তলিয়ে থাকে বৃষ্টির পানিতে। দোহাজারী সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতাধীন এই সড়কে কাফকো সেন্টার মহালখাঁন বাজারে থেকে যেতে টানেলের সুড়ঙ্গ ব্রিজের রাস্তার দুপাশে এবং দক্ষিণ বন্দর কান্তির হাট বাজারের দক্ষিণে বিশাল গর্ত ,কবিরার দোকানের মোড়ের আগে গর্ত হয়ে গাড়ি আটকে গিয়ে যানজটের সৃষ্টি হতে দেখা যায়।

বছরখানেক আগে সড়কের রিফাইনারি করলেও ড্রেনের ব্যবস্থা না থাকায় পানি জমে গর্ত হয়ে হাঁটুপানিতে পরিণত হয় এবং শুকনা মৌসুমে গর্তের মতো হয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করতে হয়।

সরেজমিন গেলে এলাকার কয়েকজন বলেন, এই মোহছেন আউলিয়া সড়ক দিয়ে জুঁইদণ্ডী, রায়পুর, বারশত এবং বটতলী রুস্তমহাটের যাতায়াত হয়। এতে সিএনজিচালিত অটোরিকসা এবং ব্যাটারিচালিত অটোরিকসা, পিএবি লাইনের বাস, রোগীর অ্যাম্বুলেন্সসহ চলাফেরা করতে গিয়ে অনেক হিমশিম খেতে হচ্ছে। এছাড়া সন্ধ্যা নামলে কেপিজেড শ্রমিকরা এই সড়ক দিয়ে যাওয়া-আসা করেন। এখন সড়কের বিপজ্জনক অবস্থা।

এই সড়ক দিয়ে আসা-যাওয়া করেন কেইপিজেড গার্মেন্টসের কয়েক হাজার শ্রমিক এবং বটতলী শাহ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজের অনেক শিক্ষার্থী ও শিক্ষকসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ। সড়কের আগে-পরে রয়েছে দুটি শিক্ষাপ্রতিষ্ঠান দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয় এবং আরেকটি প্রাথমিক বিদ্যালয়। দুটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হেঁটে চলাচলের একেবারে অনুপযুক্ত হয়ে পড়েছে রাস্তাটি। 

বিদ্যালয়ে যাওয়া এক শিক্ষার্থী ক্ষোভের সঙ্গে দৈনিক সকালের সময়কে বলে, স্কুলে আসতে বাসা থেকে এই রাস্তা দিয়ে বের হলে পানির কারণে কাপড় নোংরা হয়ে যায়। এই হাঁটুপানি পার হওয়া এবং গাড়ি চলাচল করতে গিয়ে গাড়ির ছিটকে পানি গায়ে পড়ার কারণে। রাস্তা খুবই গর্তে পরিণত হয়ে পড়েছে। তারপরও প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থীরা এ রাস্তা দিয়েই বাধ্য হয়ে চলাচল করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করব দ্রুত রাস্তাটির সংস্কারের ব্যবস্থা নেয়ার। 

গাড়িচালক টিপু সকালের সময়কে বলেন, যাত্রীদের গালমন্দ আর গাড়ির ক্ষতি মেনে ওই পথ দিয়েই গাড়ি চালাই। তবে মাস ছয়েক ধরে এতটা খারাপ হয়েছে যে, ওই পথে পরিবহনের গাড়ি চলা খুবই কষ্টকর।

এ বিষয়ে জানতে দোহাজারী সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উপ-বিভাগীয় প্রকৌশলী জামাল উদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল মুমিন বলেন, জনসাধারণের দুর্ভোগের বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা সংশ্লিষ্ট বিভাগকে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য অবহিত করেছি।

এমএসএম / জামান

কমলগঞ্জে ধর্ষণের চেষ্টাকালে চিৎকার করায় দায়ের কূপে কিশোরীকে হত্যা

শুধুমাত্র নির্বাচনকালীন সংস্কার করে দ্রুত নির্বাচন দিয়ে দিন-এড: আহমেদ আজম খান

আমি আপনাদের একজন হতে চাই- বাবুল

১৭ বছরের জঞ্জাল, অব্যবস্থাপনা ও অরাজগকতা মাত্র ১৫ মাসে দূর করা সম্ভব নয়ঃ এম সাখাওয়াত হোসেন

রাণীশংকৈলে কেজি স্কুলের ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনে আহতদের পুনর্বাসন করা হবে:বক্কর

অপরাধ দমনে কোনাবাড়িতে পুলিশের বিশেষ মহড়া

আ' লীগ আমলে ৬০ লক্ষ মামলার আসামী বিএনপিঃ শামসুজ্জামান দুদু

বাউফল থেকে নিতে আসিনি দিতে এসেছি: একেএম ফারুক আহমেদ তালুকদার

ফেনীতে সাংবাদিকতায় দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ডাক্তার ও নার্স নিয়োগ হলেও নির্মাণ হয়নি হাসপাতাল

চৌগাছায় কালবের ৯ম

কলমাকান্দায় আগুনে পুড়ে দোকান-বাড়ি সব শেষ জালাল উদ্দীনের