দোহারে ‘নগদ’ থেকে বয়স্ক ভাতা ও উপবৃত্তির টাকা উধাও
ঢাকার দোহারের বিভিন্ন এলাকায় মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান ‘নগদ’ থেকে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দেয়া বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার টাকাসহ প্রাথমিক বিদ্যালয়গুলোর শিশু শিক্ষার্থীদের দেয়া উপবৃত্তির টাকা অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বেশ কয়েকটি এলাকায় এমন ঘটনা ঘটায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় শতাধিক উপকারভোগীর ‘নগদ’ অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে গেছে। এসব ঘটনার সাথে নগদের কিছু এজেন্ট ব্যাংকিংয়ের মালিকের সম্পৃক্ততা পাওয়া গেছে।
সরজমিন জানা যায়, উপজেলার কাটাখালী এলাকায় আয়েশা স্টোরের মালিক আছলাম হোসেন ৮ থেকে ১০ জনের উপবৃত্তির টাকা তার ‘নগদ’ অ্যাকাউন্টের এজেন্ট নাম্বারে নিয়ে নেন। একই এলাকার বাসিন্দা আকলিমা আক্তারের নগদ অ্যাকাউন্ট থেকে ৩ হাজার ৯০০ ও হাসান নামের এক ব্যক্তির মোবাইল থেকে ১ হাজার ৪০০ টাকা নগদ অ্যাকাউন্টে স্থানান্তর করে নেন আছলাম। তারা জানান, অ্যাকাউন্টে টাকা এসেছে কি-না জানতে কাটাখালী আয়েশা স্টোরে গেলে কৌশলে টাকা স্থানান্তর করেন আছলাম।
কাটাখালীর হ্যাপি আক্তার নামে আরো এক শিক্ষার্থীর মোবাইল থেকে ৪ হাজার ৫০০ টাকা ০১৯০৬৪৯৪৮১১ নাম্বারে স্থানান্তর করে প্রতারক চক্রটি। তবে উল্লিখিত নাম্বারে তথ্য সংগ্রহ করে জানা যায় উপজেলার জয়পাড়া মোল্লা ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানের নামে নগদের রেজিস্ট্রেশন করা হয়েছে। একাধিকবার ওই মোবাইলে ফোন দিলে মোবাইলটি বন্ধ পাওয়া যায়।
ভুক্তভোগী হ্যাপি জানান, ২৮ জুন রাত সাড়ে ৮টার দিকে আমি জয়পাড়ার একটি মোবাইলের দোকানে নগদের ব্যালান্স চেক করি। এরপর রাত ৮টা ৪৬ মিনিটে আমার অ্যাকাউন্ট থেকে একটি নাম্বারে টাকা স্থানান্তর দেখতে পাই।
দোহার পুরী এলাকায় ১৯নং দোহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেশকিছু শিক্ষার্থীর উপবৃত্তির টাকা অন্য নাম্বারে স্থানান্তর করা হয়। উপজেলার কুসুমহাটি ইউনিয়নে শিলাকোঠা এলাকায় বেশ কয়েকজনের টাকা নগদ অ্যাকাউন্ট থেকে স্থানান্তরের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীরা এ বিষয়ে কুসুমহাটি ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য শাওন ইসলাম বাদশা মণ্ডলের কাছে গেলে তাদের নগদ অ্যাকাউন্ট খালি দেখতে পান তিনি।
এ বিষয়ে ইউপি সদস্য বাদশা মণ্ডল বলেন, আমার ওয়ার্ডে বয়স্ক ভাতার উপকারভোগীদের মধ্যে কয়েকজনের টাকা স্থানান্তরের খবর পেয়েছি। কিন্তু কারা কবে স্থানান্তর করেছে এ বিষয়ে কোনো তথ্য পাইনি।
কুসুমহাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ জানান, এমন কোনো অভিযোগ আমি এখনো পাইনি। যদি এমন ঘটনা ঘটে থাকে তাহলে প্রশাসনের উচিত তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা।
সুতারপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুরুজ বেপারী জানান, প্রধানমন্ত্রীর দেয়া টাকা নিয়ে যদি কোনো প্রতারক গরিবের টাকা স্থানান্তর করে নেয়, তাদের খুঁজে বের করে প্রশাসনের হাতে তুলে দেয়া উচিত।
টাকা স্থানান্তরের বিষয়ে ‘নগদ’-এর এরিয়া ম্যানেজার মো. মাহফুজ হোসেন বলেন, কোনো এজেন্ট এবং প্রতারক সরকারি কোনো ভাতা বা অনুদানের টাকা আত্মসাৎ করলে তাদের এজেন্ট বাতিল করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে দোহার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাঈম বলেন, প্রতিবন্ধী ও বয়স্ক ভাতার টাকা নিয়ে যদি কেউ সাধারণ মানুষের সাথে প্রতারণা করে, এমন অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
তারেক রহমানের ৬১তম জন্মদিনে কুমিল্লা-৬ আসনের মসজিদগুলোতে দোয়া ও মিলাদ
পবিপ্রবিতে ১৫ বছর ধরে অচল দক্ষিণাঞ্চলের একমাত্র ভূ-কম্পন পরিমাপক যন্ত্র
জমে উঠছে কুমিল্লা-৫ আসনে জামায়াতে নির্বাচনী প্রচারনা
মান্দায় বিএনপি নেতা মতিনের পথসভা ও লিফলেট বিতরণে জনতার ঢল
এই বাংলায় কোনো বৈষম্য থাকবে না: ব্যারিস্টার ইউসুফ আলী
বাকপ্রতিবন্ধী দিনমজুর লালমন বিরল রোগে আক্রান্ত অর্থাভাবে মিলছে না উন্নত চিকিৎসা
কাউনিয়ায় ওভারব্রিজ পরিদর্শনে উপসচিব ফজলে এলাহী
রায়গঞ্জে ৭ মাসে ১০ মৃত্যু, স্থায়ী সমাধান চায় এলাকাবাসী
বোয়ালমারীতে সশস্ত্র বাহিনী দিবস পালিত
ত্রিশালে জেঁকে বসেছে শীত, ফুটপাতে জমে উঠেছে বিক্রি
৫ হাজার মোটরসাইকেল নিয়ে কুমিল্লা -৬ আসনে জামায়াত নেতা দ্বীন মোহাম্মদ শোভাযাত্রা
আগামী নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে এ দেশের ছাত্র জনতা -মিয়া গোলাম পরওয়ার