ঢাকা মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

মুক্তির প্রথম দিনেই বক্স অফিস দখলে নিল ‘ব্রহ্মাস্ত্র’


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০-৯-২০২২ দুপুর ১১:৪৩

বছরের সবচেয়ে প্রত্যাশিত হিন্দি সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’ গতকাল শুক্রবার (৯ সেপ্টেম্বর) মুক্তি পেয়েছে। রণবীর কাপুর এবং আলিয়া ভাট অভিনীত সিনেমাটি দেখে মনে হচ্ছে এটিকে ঘিরে যে আকাঙ্খা বলিউডজুড়ে তৈরি হয়েছিল তা পূরন হতে যাচ্ছে। সিনেমাটি বক্স অফিসে বেশ শক্তিশালী শুরু করেছে। প্রথমদিনে প্রায় ৩৬ কোটি টাকা আয়ের মধ্য দিয়ে বলিউডের বক্স অফিস খড়া ঘুচাতে যাচ্ছে ব্রহ্মাস্ত্র, এতে কোনো সন্দেহ নেই।

২০১৮ সালে মুক্তির প্রথম দিনে ৩৪.৭৫ কোটি আয় করা রণবীরের ‘সঞ্জু’র রেকর্ডও টপকে গেছে এই সিনেমাটি। হিন্দি, তামিল, তেলেগু, কানাড়া ও মালায়লাম মিলে মোট ৫টি ভাষায় মুক্তি পায় ‘ব্রহ্মাস্ত্র’। প্রকৃতপক্ষে এই সিনেমার অ্যাডভান্স বুকিংই বক্স অফিসে ছাপ ফেলতে সাহায্য করেছে। শুক্র, শনি ও রবিবার মিলিয়ে ৬০ কোটিরও বেশি বুকিং হয়ে গিয়েছিল সিনেমাটির। 

যদিও খানিকটা ভয়ে ভয়েই ছিল গোটা টিম। রণবীরকে এটাও বলতে শোনা গিয়েছিল, প্রি-বুকিংয়ের উপর খুব একটা ভরসা তাঁর নেই। কারণ এখনও সিনেমা দেখেননি দর্শকরা। তাই হয়তো যেকোনো সময় বদলে যেতে পারে খেলা। বক্সঅফিস ইন্ডিয়া ডটকমের রিপোর্ট অনুসারে ‘ব্রহ্মাস্ত্র’ সব ভাষা মিলিয়ে ব্যবসা করেছে ৩৫-৩৬ কোটি। রিপোর্ট বলছে হিন্দি ভার্সন আয় করেছে ৩২-৩৩ কোটি মতো। সঙ্গে মনে করা হচ্ছে শনি আর রবি মিলিয়ে সিনেমার বিশ্বব্যাপী আয় ৮-১০ মিলিয়ান হয়ে যাবে।

যদিও চলচ্চিত্র সমালোচকদের থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে ‘ব্রহ্মাস্ত্র’। হিন্দুস্তান টাইমস তাদের পর্যালোচনায় বলছে, ‘‘এই সিনেমার চিত্রনাট্য একটু বেশিই জটিল মনে হবে। পাশাপাশি ২ ঘন্টা ৪৫ মিনিট দীর্ঘ সিনেমাটি দর্শকদের ধৈর্যের পরীক্ষা নিতে পারে। প্রথমার্ধের ২০ মিনিট খুব অনায়াসে ছেঁটে ফেলতে পারতেন পরিচালক। তবে ‍সিনেমার দ্বিতীয়ার্ধ অনেক বেশি মজাদার। সেখানে ব্রহ্মাস্ত্র নিয়ে অনেক জটিল ধাঁধার জট খুলবে। চিত্রনাট্য খানিকটা জটিল হলেও ছবির ভিএফএক্সের কাজ সত্যিই প্রশংসনীয়। ’’

সেই সঙ্গে বড় পর্দায় এই সিনেমা না দেখলে অনেক বড় মিস হয়ে যাবে দর্শকদের, এমনটাও জানিয়েছে মাধ্যমটি। এখন দেখা যাক, ‘ব্রহ্মাস্ত্র’ এর আয় কোথায় গিয়ে থামে শেষ পর্যন্ত!

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

প্রীতি / প্রীতি

‘টাকার জন্য নিজেকে কখনো বিলিয়ে দিইনি’

ই-ক্লাব ফ্যামিলি নাইটসে গাইলেন কণা

মঞ্চে ‘অস্বস্তিকর’ হয়ে উঠল সালমান-তামান্নার নাচ!

পুরোনো গান নতুন আয়োজনে গাইবেন ডলি সায়ন্তনী

নতুন চলচ্চিত্রে নিকোল কিডম্যান

নেটিজেনদের কটাক্ষের শিকার কঙ্গনা

এমন এনার্জি নিচ্ছি, ২-৩ দিন ঘুমই আসে না : নুসরাত ফারিয়া

পিরিয়ড নিয়ে মন্তব্যে সমালোচনার মুখে রাশমিকা

ছোট ছিলাম বুঝিনি, বোকার মতো কাজটা করেছি : মিথিলা

শাকিবের কাজ নিয়ে মন্তব্য করার আমি কেউ নই

ছেলেবন্ধুদের পরিবারের ভেতরের গল্প বললেন সোহিনী

হিরো আলম গ্রেফতার

আন্তর্জাতিক চলচ্চিত্রে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন সংগীতশিল্পী মাসুম বিল্লাল ফারদিন