ঢাকা মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

ভক্তদের ‘অতি-ভালোবাসায়’ নাকাল রণবীর


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২-৯-২০২২ দুপুর ১১:৩২

ভক্তদের ‘অতি-ভালোবাসায়’ নাকাল বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং। দক্ষিণ ভারতের একটি চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে গিয়ে বেজায় বিপাকে পড়তে হল তাকে। ভক্তদের ভিড়ে ঠেলায় মুখে ধাক্কা খেলেন তিনি।

সম্প্রতি দক্ষিণ ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে (সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশানাল মুভি অ্যাওয়ার্ড) গিয়েছিলেন রণবীর। তাকে দেখেই ভক্তদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। একটি ভিডিওতে দেখা গেছে, রণবীরকে সামনে থেকে একবার দেখার জন্য, একবার তার সঙ্গে ছবি তোলার জন্য ভক্তরা উতলা হয়ে ওঠেন। ভিড় সামলাতে হিমশিম খাচ্ছিলেন নিরাপত্তারক্ষীরাও।

রণবীর ভক্তদের এই উন্মাদনা দেখে বিব্রত হলেও তার মুখে লেগে ছিল হাসি। তিনিও সকলকে শান্ত হওয়ার পরামর্শ দিচ্ছিলেন। ঠিক সেই সময় দেখা যায়, মাথা নীচু করে গালে হাত দিয়েছেন অভিনেতা। ভিড়ের মাঝে তার গালে আঘাত লাগে। গালে হাত দিয়ে বেশ কিছুক্ষণ উত্তেজিত জনতার দিকে তাকিয়েছিলেন রণবীর। তারপর আলতোভাবে চশমা ঠিক করে নেন। ভিড়ের ধাক্কা খেয়ে কিন্তু মেজাজ হারাননি ‘পদ্মাবত’ খ্যাত অভিনেতা। বরং, অনেক শান্ত ভঙ্গিতে পরিস্থিতি সামাল দিয়েছেন তিনি।

ওই অনুষ্ঠানে দক্ষিণ ভারতের সবচেয়ে জনপ্রিয় হিন্দি অভিনেতার পুরস্কার জিতেছেন রণবীর। টুইটারে সেই পুরস্কার হাতে ছবিও পোস্ট করেছেন তিনি। সঙ্গে লিখেছেন, “দক্ষিণ ভারতের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির প্রতি আমি কৃতজ্ঞ। আমাকে এত বড় সম্মান দেওয়ার জন্য ধন্যবাদ।”

সম্প্রতি ওল্ফ ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ‘৮৩’ ছবিতে অভিনয়ের জন্য সেরা পুরুষ অভিনেতার পুরস্কার জিতেছেন রণবীর। তাকে এরপর রোহিত শেঠির ‘সার্কাস’ ছবিতে দেখা যাবে।

প্রীতি / প্রীতি

‘টাকার জন্য নিজেকে কখনো বিলিয়ে দিইনি’

ই-ক্লাব ফ্যামিলি নাইটসে গাইলেন কণা

মঞ্চে ‘অস্বস্তিকর’ হয়ে উঠল সালমান-তামান্নার নাচ!

পুরোনো গান নতুন আয়োজনে গাইবেন ডলি সায়ন্তনী

নতুন চলচ্চিত্রে নিকোল কিডম্যান

নেটিজেনদের কটাক্ষের শিকার কঙ্গনা

এমন এনার্জি নিচ্ছি, ২-৩ দিন ঘুমই আসে না : নুসরাত ফারিয়া

পিরিয়ড নিয়ে মন্তব্যে সমালোচনার মুখে রাশমিকা

ছোট ছিলাম বুঝিনি, বোকার মতো কাজটা করেছি : মিথিলা

শাকিবের কাজ নিয়ে মন্তব্য করার আমি কেউ নই

ছেলেবন্ধুদের পরিবারের ভেতরের গল্প বললেন সোহিনী

হিরো আলম গ্রেফতার

আন্তর্জাতিক চলচ্চিত্রে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন সংগীতশিল্পী মাসুম বিল্লাল ফারদিন