রাজশাহী বিশ্ববিদ্যালয়
শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জড়িতদের বহিষ্কার দাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিভাগের শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন বিভাগের শিক্ষার্থীরা। আজ(১২ সেপ্টেম্বর) সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এই দাবি জানান। এর আগে বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ গ্রহণ করে।
এ ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতাসহ অন্যদের বহিষ্কার না করা পর্যন্ত তারা ক্লাসে ফিরবেন না বলে জানিয়েছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী প্রশাসনের কাছে তাদের দাবি তুলে ধরেন।
দাবিগুলো হলো: অভিযুক্ত ছাত্রলীগ নেতা ও আইবিএ’র শিক্ষার্থী আবু সিনহাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার করা, ভিডিও ফুটেজ দেখে তদন্ত সাপেক্ষে ঘটনায় জড়িত অন্যদের শাস্তির আওতায় আনা এবং আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট চলাকালীন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা।
প্রসঙ্গত, রবিবার (১১ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের আজ ৯টায় বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ টুর্নামেন্টের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) ও ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের মধ্যে ম্যাচ শুরু হয়। ৫০ মিনিটের নির্ধারিত সময়ে ম্যাচ গোলশূন্য ড্র হয়। পরে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে প্রথম দুটি করে শটে উভয় পক্ষই গোল করেন। তবে রেফারির বাঁশি বাজানোর আগেই তৃতীয় শটটি নেন ভেটেরিনারি বিভাগের খেলোয়াড় রিয়াদ। সেই শট ফিরিয়ে দেন আইবিএ’র গোলরক্ষক। তবে বাঁশি বাজানোর আগেই কিক দেওয়ায় রেফারি ওই শটটি বাতিল ঘোষণা করেন। কিন্তু এ সিদ্ধান্ত না মেনে রেফারিকে অবরুদ্ধ করেন আইবিএ’র খেলোয়াড়রা। এসময় আইবিএ’র এক শিক্ষক সেখানে এগিয়ে আসলে ভেটেরিনারি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোইজুর রহমানও সেখানে উপস্থিত হন। সেখানে আইবিএ’র এক খেলোয়াড় অধ্যাপক মোইজুর রহমানকে ধাক্কা দেন। এনিয়ে উভয় পক্ষের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে সেখানে ওই শিক্ষকের টি-শার্টের কলার ধরে টানা হেচড়া করেন আইবিএ শিক্ষার্থী এবং আইবিএ শাখা ছাত্রলীগের সভাপতি আবু সিনহা। এতে ওই শিক্ষকের জার্সি ছিঁড়ে যায়। এ ঘটনা তদন্তের জন্য রবিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দফতর থেকে একটি তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
এমএসএম / এমএসএম

মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর

মাতামুহুরি নদীতে গোসলে নেমে সাবেক চবি শিক্ষার্থীর মৃত্যু

রাজনৈতিক দুষ্টচক্র শিক্ষাপ্রতিষ্ঠান দখলে নিয়েছে: শিক্ষা উপদেষ্টা

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এনটিআরসিএর বড় সিদ্ধান্ত

সাইবার বুলিং ও নিরাপত্তাহীনতায় চাকসু নির্বাচনে সীমিত নারী প্রার্থীর অংশগ্রহণ

বিশ্ববিদ্যালয় থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর লক্ষাধিক টাকার টাইলস আত্মসাত

পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু
Link Copied