পটুয়াখালীতে গভীর নিম্নচাপের কারণে তলিয়ে গেছে উপকূলীয় নিম্নাঞ্চল
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি সুস্পষ্ট লগুচাপে পরিণত হওয়ায় ২ থেকে ৩ ফুট পানির উচ্চতায় তলিয়ে গেছে পটুয়াখালীর উপকূলীয় নিম্নাঞ্চল। টানা চার দিনের ভারি বৃষ্টি ও পূর্ণিমার জোয়ারের অস্বাভাবিক পানির তোড়ে উপকূলীয় বেড়িবাঁধ অতিক্রম করে পানি প্রবেশ করেছে লোকালয়। এতে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা।
এদিকে, পায়রাসহ সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর এবং নদীগুলোয় ১ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে।
মহিপুর ও আলীপুর মৎস্য ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, ইতোমধ্যে শত শত ট্রলার সাগর থেকে এসে মৎস্যবন্দরে নোঙর করেছে। যেসব ট্রলার আসতে পারেনি সেগুলো সুন্দরবনের বিভিন্ন পয়েন্টে নোঙর করে আছে।। আজও ভারি বৃষ্টিপাত অব্যাহত আছে। এছাড়াও উপকূলীয় বেড়িবাঁধের বাইরের এলাকায় বসবাস করা পরিবারের লোকজনকে সরিয়ে নিরাপদ আশ্রয় নিতে বলা হয়েছে।
এদিকে,প্লাবিত হয়েছে রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া, চরমোন্তাজ, কাউখালী এবং কলাপাড়া উপজেলার লালুয়া ও চম্পাপুরসহ অর্ধশতাধিক গ্রাম। এতে দুর্বিষহ দিন কাটছে নিম্নআয়ের মানুষের। হুমকির মুখে রয়েছে উপকূলের মাছের ঘেরসহ নানা ফসলের ক্ষেত। অন্যদিকে, জোয়ারের পানিতে স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়ায় চরম বিপাকে পড়েছেন এসব এলাকার মানুষ।
এদিকে,পটুয়াখালীর মির্জাগঞ্জে পায়রা নদীর বেড়িবাঁধ ভেঙে অন্তত ৫ গ্রাম প্লাবিত হয়েছে। গতকাল রাতে উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের মেহিন্দাবাদ পয়েন্ট থেকে বেড়িবাঁধ ছুটে নদীতে বিলীন হয়ে যায়। বর্তমানে দুর্বিষহ জীবনযাপন করছেন রানীপুর, মেহিন্দাবাদ, দক্ষিন চত্রা, তেয়ানি ও চরখালী গ্রামের প্রায় ৪ হাজার মানুষ। তবে ঝুঁকিতে বসবাস করা এসব মানুষকে নিরাপদ আশ্রয়ে আনা হচ্ছে বলে জানিয়েছেন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ফেরদৌস।
পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. আরিফ হোসেন দৈনিক সকালের সময়কে জানান, বেড়িবাঁধ সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে জেলায় এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এমএসএম / জামান
ভূরুঙ্গামারীতে নবযোগদানকৃত জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বালিয়াকান্দিতে আইন-শৃঙ্খলার সভা অনুষ্ঠিত
তানোরে ধানকাটা-আলু রোপণে ব্যস্ত কৃষকরা
শালিখায় হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি মোস্তফা কামালের গণসংযোগ ও লিফলেট বিতরণ
সরকারি রাস্তার জায়গা প্রশাসন উচ্ছেদ অভিযান চালিয়ে মুক্ত করে আবারো দূর্বৃত্তদের দখলে, নেপথ্যে যাদের ইশারা
হোসেনপুর উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলার সাবেক চেয়ারম্যান আক্তারুজ্জামান ভূঁইয়ার জানাজা অনুষ্ঠিত
জামায়াত থেকে বিএনপিতে যোগদান, দুই দলেরই নেতা হাফেজ বেলায়েত
টঙ্গী–কাশিমপুরে জাল খতিয়ান সিন্ডিকেটের কবলে ৪৮ পরিবার, সড়ক অবরোধ করে কাফনের কাপড়ে অবস্থান
মনোহরগঞ্জে পর্যাপ্ত খেজুর গাছ না থাকায় গাছিরা পরিবর্তন করছে পেশা
শেরপুরে জেলা মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত
কোচিং থেকে প্রেম, এরপর বিয়ে-ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মিলল ইভার লাশ
বাকেরগঞ্জে মিথ্যা মামলা থেকে অব্যাহতি চেয়ে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন
ঈশ্বরদীতে ট্রেনে কেটে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু
Link Copied