পটুয়াখালীতে গভীর নিম্নচাপের কারণে তলিয়ে গেছে উপকূলীয় নিম্নাঞ্চল

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি সুস্পষ্ট লগুচাপে পরিণত হওয়ায় ২ থেকে ৩ ফুট পানির উচ্চতায় তলিয়ে গেছে পটুয়াখালীর উপকূলীয় নিম্নাঞ্চল। টানা চার দিনের ভারি বৃষ্টি ও পূর্ণিমার জোয়ারের অস্বাভাবিক পানির তোড়ে উপকূলীয় বেড়িবাঁধ অতিক্রম করে পানি প্রবেশ করেছে লোকালয়। এতে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা।
এদিকে, পায়রাসহ সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর এবং নদীগুলোয় ১ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে।
মহিপুর ও আলীপুর মৎস্য ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, ইতোমধ্যে শত শত ট্রলার সাগর থেকে এসে মৎস্যবন্দরে নোঙর করেছে। যেসব ট্রলার আসতে পারেনি সেগুলো সুন্দরবনের বিভিন্ন পয়েন্টে নোঙর করে আছে।। আজও ভারি বৃষ্টিপাত অব্যাহত আছে। এছাড়াও উপকূলীয় বেড়িবাঁধের বাইরের এলাকায় বসবাস করা পরিবারের লোকজনকে সরিয়ে নিরাপদ আশ্রয় নিতে বলা হয়েছে।
এদিকে,প্লাবিত হয়েছে রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া, চরমোন্তাজ, কাউখালী এবং কলাপাড়া উপজেলার লালুয়া ও চম্পাপুরসহ অর্ধশতাধিক গ্রাম। এতে দুর্বিষহ দিন কাটছে নিম্নআয়ের মানুষের। হুমকির মুখে রয়েছে উপকূলের মাছের ঘেরসহ নানা ফসলের ক্ষেত। অন্যদিকে, জোয়ারের পানিতে স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়ায় চরম বিপাকে পড়েছেন এসব এলাকার মানুষ।
এদিকে,পটুয়াখালীর মির্জাগঞ্জে পায়রা নদীর বেড়িবাঁধ ভেঙে অন্তত ৫ গ্রাম প্লাবিত হয়েছে। গতকাল রাতে উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের মেহিন্দাবাদ পয়েন্ট থেকে বেড়িবাঁধ ছুটে নদীতে বিলীন হয়ে যায়। বর্তমানে দুর্বিষহ জীবনযাপন করছেন রানীপুর, মেহিন্দাবাদ, দক্ষিন চত্রা, তেয়ানি ও চরখালী গ্রামের প্রায় ৪ হাজার মানুষ। তবে ঝুঁকিতে বসবাস করা এসব মানুষকে নিরাপদ আশ্রয়ে আনা হচ্ছে বলে জানিয়েছেন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ফেরদৌস।
পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. আরিফ হোসেন দৈনিক সকালের সময়কে জানান, বেড়িবাঁধ সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে জেলায় এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এমএসএম / জামান

মিরসরাইয়ে দাড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কায় নিহত হেলপার

জেলা প্রশাসকের সভাপতিত্বে কুষ্টিয়ায় মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত

রায়পুরে সরকারি খাস জমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদে ধীরগতি

জমির জন্য বৃদ্ধ দম্পতিকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ

শ্রীপুর পৌর শহরে পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন

জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা

মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

হাটহাজারী সাব রেজিস্টার অফিসে মূল দলিলের পাতা গায়েব করে ভুয়া পাতা সংযুক্ত

আগামী নির্বাচনে তারেক রহমানকে সংসদীয় ৫ আসনে উপহার দিতে মীর হেলাল উদ্দিনের বিকল্প নাই -গিয়াস উদ্দীন

১৪৫ কোটি টাকার ফেরিঘাটে নেই ফেরি, সরকারের নতুন চিন্তা

জলবায়ু পরিবর্তনের ছোবল: স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সন্দ্বীপে কর্মশালা

টুঙ্গিপাড়ায় মধুমতি সংযোগ খাল কচুরিপানায় বন্ধ, দুর্ভোগে এলাকাবাসী
Link Copied