ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

টঙ্গীতে চোর, ছিনতাইকারী চক্রের মূল হোতা ও শীর্ষ সন্ত্রাসী দিলা


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ১৩-৯-২০২২ বিকাল ৫:৪৫

গাজীপুর মহানগরীর টঙ্গী ও আশপাশের এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনা নতুন কিছু নয়। দীর্ঘদিন যাবৎ আইনশৃঙ্খলা বাহিনী বড় ধরনের অভিযানের মাধ্যমে চোর ও ছিনতাইকারী চক্রের অসংখ্য সদস্যকে জেল-হাজতে প্রেরণ করলেও জেল থেকে বের হয়ে তারা পুনরায় এই কাজে লিপ্ত হচ্ছে। এমনই একটি চক্র ও বিভিন্ন ছিনতাইকারীর কার্যক্রম নিয়ে এই প্রতিবেদন।

টঙ্গীর এরশাদ নগর এলাকার এক সময়ের শীর্ষ সন্ত্রাসীবাহিনী হাসান গ্রুপের সদস্য ও প্রতিষ্ঠিত মাদক কারবারি দিলা। বর্তমানে পেশা পরির্বতন করে আবদুল্লাহপুর থেকে গাজীপুরা এলাকা পর্যন্ত রাতের আধারে অস্ত্রের মুখে জিম্মি করে সাধারণ মানুষের কাছ থেকে জোর করে যে মোবাইল ছিনতাই হয়, সেই চক্র ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সাধারণ যাত্রীদের পকেট থেকে ফোন ছিনিয়ে নেয়া চোর ও ছিনতাইকারী চক্রের মূল্য হোতা হিসেবে অনুসন্ধ্যানে বেরিয়ে এসেছে দিন ইসলাম ওরফে দিলার নাম।

সরেজমিন জানা যায়, গাজীপুরের টঙ্গীর এরশাদ নগর ১ নম্বর ব্লকের বাসিন্দা দিলার রয়েছে চোর ও ছিনতাইকারী চক্রের বিশাল গ্যাং। চোরচক্রের সদস্যরা হলেন, এরশাদর নগরের ১ নম্বর ব্লকের সুবাহান, নুসরাত, শুভ, জীবন ২ নম্বর ব্লকের বিপ্লব, মালেক, চোর পাপ্পু, চুজ্ঞী, ৩ নম্বর ব্লকের সায়েম। দিলার খালাতো ভাই আল আমিন। এসব চোর সিন্ডিকেট দিয়ে রাতের আধারে ছিনতাই ও বাসা-বাড়িতে চুরি করে ও চোরাই ও ছিনতাইয়ের মালামাল বিক্রয় করে দিলার এই চক্র। দিলার বিরুদ্ধে গাজীপুরের বিভিন্ন থানায় রয়েছে একাধিক মামলা। এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক এরশাদনগর এলাকার স্থানীয় অনেকে জানায় সাবেক একজন প্রভাবশালী ছাত্রলীগ নেতাএই চক্রের সেল্টার দেয় বলে অভিযোগ করেন। ইতিমধ্যে এরশাদ নগর এলাকা থেকে তারই কর্মীর কাছ থেকে চোরাই মোবাইল ফোন উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ। 

এছাড়া অভিযোগ রয়েছে, দিলা ঢাকার বাইরে থেকে মরণনেশা ক্রয় করে টঙ্গীর এরশাদ নগর ১নং ব্লক থেকে ৮নং ব্লকে বিক্রি করান। দিলা তার চোর চক্রের সদস্যদের দিয়ে উত্তরা থেকে আবদুল্লাহপুর, টঙ্গী থেকে গাজীপুরাসহ বিভিন্ন এলাকায় সাধারণ যাত্রীদের পকেট কেটে মোবাইল চুরি করায়।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি আশরাফুল ইসলাম জানান, ইতোমধ্যে আমরা বিশেষ অভিযানের মাধ্যমে টঙ্গীর বউবাজার এলাকা থেকে বিপুল পরিমাণ মোবাইল ফোনসহ চোর চক্রের অনেক সদস্যকে গ্রেফতার করেছি। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

এমএসএম / জামান

যৌতুকের দাবিতে নির্মম নির্যাতন, বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

কুমিল্লায় পূজায় সাইবার টিম সহ বিশেষ নজরদারি ব্যবস্থাঃ পুলিশ সুপার নাজির আহমেদ

সম্পত্তি আত্মসাতের অভিযোগে পিতা ও ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বেনাপোল দিয়ে আগামীকাল আমদানি-রফতানি বন্ধ

গলাচিপা হরিদেবপুর খেয়াঘাটে যাত্রীদের চরম ভোগান্তি

রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন'র উদ্যেগে চারা বিতরন

সভাপতির পদত্যাগ ও অধ্যক্ষের দূর্নীতির বিচার দাবিতে মানববন্ধন

বাদীর হাতে খুন বিবাদী

বিজয়ী হলে সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবেঃ শাহজাহান ইসলামাবাদী

চাঁদপুর মেডিকেলে এই প্রথম বৈজ্ঞানিক সম্মেলন ও বিজ্ঞান মেলা

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করণে বাঁশখালীতে পুলিশের মতবিনিময়

মান্দায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

অযৌক্তিক ৩ দফা দাবির প্রতিবাদে পটুয়াখালীতে কারিগরি ছাত্র অধিকার পরিষদের 'লাল অঙ্গীকার' কর্মসূচি পালিত