ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

বিয়ের আগে হবু বরকে যে কথাগুলো না বললে ভুল করবেন


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৪-৯-২০২২ দুপুর ৩:১২

বিয়ের মাধ্যমে পুরুষ ও নারীর মধ্যে সারাজীবনের বন্ধন তৈরি হয়। যেকোনো পুরুষ বা নারীর জীবনে বিয়ের আগে বিভিন্ন ঘটনা থাকতে পারে। অনেক সময় সেসব ঘটনা বিয়ের পরে প্রকাশ পেলে দাম্পত্য জীবনে প্রভাব ফেলতে পারে। তখন পারিবারিক অশান্তি থেকে বিচ্ছেদের মতো ঘটনা ঘটতে পারে।

এ কারণে বিয়ের আগে হবু বরকে নিচের কথাগুলো জানিয়ে রাখলে বিয়ে পরবর্তী দাম্পত্য জীবন সুখের হবে বলে মত বিশ্লেষকদের।

১) আপনি আপনার হবু বরকে সবচেয়ে বেশি ভরসা করেন, এই কথাটা তার সামনে জাহির করতে হবে। তার কোন কোন আচরণ আপনাকে তার প্রতি আস্থাশীল করে তুলেছে, সেগুলি হবু বরকে খুলে বলুন। আপনার জীবনে সে কেন এতটা গুরুত্বপূর্ণ, সে সব কথা বিয়ের আগেই জানান।

২) কোনও সম্পর্ক নিয়ে ঝামেলা থাকলে বিয়ের আগেই তা মিটিয়ে নেওয়া ভালো। হবু বরকে আশ্বাস দিন, যে কোনও পরিস্থিতিতেই আপনি তাকে ছেড়ে চলে যাবেন না। নিজেদের মধ্যে কোনও রকম রাগ-অভিমান পুষে রাখবেন না। নতুন জীবনের শুরুটা যেন উভয়ের জন্যই সুখের হয় সেই বিষয়টা মাথায় রাখুন।

৩) অতীতের কোনও ঘটনার প্রসঙ্গ তুলে এনে হবু বরকে বলতে পারেন ঠিক কোন কারণে আপনি ওর প্রেমে পড়েছিলেন। আপনার কোন খারাপ সময় তিনি আপনার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন, সেই কথা মনে করিয়ে দিন তাকে। নিজের প্রশংসা শুনলে সবারই আত্মবিশ্বাস বাড়ে।

প্রীতি / প্রীতি