৩টি কাঁচা শাক-সবজির গুণাগুণ ও উপকারিতা

স্বাস্থ্যকর খাবারের কথা উঠলে সচরাচর মাথায় আসে না কাঁচা শাক-সবজির কথা। অথচ স্বাস্থ্যগুণের কথা চিন্তা করলে, পাকা ফল ও সবজির থেকে কোন অংশেই কম যায় না বেশ কিছু কাঁচা ফল ও শাক-সবজি। কোন কোন শাক কচি অবস্থায় খেলেও মিলবে সমান উপকার? কোন সবজি কাঁচা অবস্থায় খেলেও তা স্বাস্থ্যরক্ষায় বাজিমাত করতে পারে?
কচি পালং শাক
সালাদ হিসাবে পালং পাতা খেতে পছন্দ করেন অনেকেই। এই শাকে প্রচুর ভিটামিন ‘সি’ এবং বিটা ক্যারোটিন থাকে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আর চোখ ভাল রাখতে অত্যন্ত কার্যকর এই দু’টি উপাদান। কোলনের কোষকে রক্ষা করতেও কার্যকর এই শাক। তা ছাড়া পালং শাকের গ্লাইসেমিক মানও বেশ কম। কাজেই ডায়াবিটিস রোগীরা নির্ভয়ে উপভোগ করতে পারেন পালংশাকের হরেক পদ।
কাঁচকলা
কাঁচকলায় প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন এ ও ভিটামিন বি সিক্স থাকে। এ ছাড়াও কাঁচকলায় রয়েছে প্রচুর পরিমাণ পটাশিয়াম, যা নিয়ন্ত্রণে রাখে উচ্চ রক্তচাপ। তবে কাঁচকলা সবচেয়ে কার্যকর পেটের সমস্যা সমাধানে। কাঁচকলাতে থাকে এক বিশেষ ধরনের শর্করা, যা কার্যত খাদ্যনালীর সঞ্জীবনী। এই শর্করাটি হজম হতে অনেক বেশি সময় নেয়। পাশাপাশি কাঁচকলা খেলে বৃদ্ধি পায় অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা। অতিরিক্ত ওজন ঝরাতেও সহায়তা করে কাঁচকলা।
কাঁচা পেঁপে
কাঁচা পেঁপেতে থাকে ক্যারোটিনয়েড নামের একটি উপাদান। এটি চোখ ভাল রাখতে সহায়তা করে। পাশাপাশি, কাঁচা পেঁপের কাইমোপ্যাপাইন ও প্যাপাইন প্রোটিন শর্করার পরিপাকে সহায়তা করে। বাড়ে হজমশক্তি। আর্থারাইটিস, হাঁপানি ও ডায়াবিটিস রোগীদের জন্যেও অত্যন্ত উপযোগী কাঁচা পেঁপে। সূত্র: আনন্দবাজার
প্রীতি / প্রীতি

খেজুর কতটা উপকারী?

তিরামিসু তৈরির রেসিপি

মোচার বড়া তৈরির রেসিপি

চালতার আচার তৈরির রেসিপি

চুল পড়া বন্ধ করবে এই ৪ খাবার

কোষ্ঠকাঠিন্য দূর করার ৫টি ঘরোয়া উপায়

ত্বকে বয়সের ছাপ কমাবে যেসব পানীয়

ক্রিম মাশরুম স্যুপ তৈরির রেসিপি

গর্ভাবস্থার শেষের দিকে আয়রনের ঘাটতি পূরণে যা খাবেন

পেটফাঁপা কিংবা কোষ্ঠকাঠিন্য, এই ৫ বীজ খেলে মিলবে উপকার

মেদ কমাতে রাতে পান করুন এই ৫ পানীয়

দিনের বেলায় কাজের ফাঁকে ঘুম আসে? জানুন মুক্তির উপায়
