রাবিতে বঙ্গবন্ধুর ভাস্কর্যের আলোকচিত্র প্রদর্শনী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বঙ্গবন্ধুর ভাস্কর্যের প্রতি বিদেশি নাগরিকদের সম্মান প্রদর্শনের ছবি নিয়ে ফোজিত শেখ বাবুর আলোকচিত্র প্রদর্শনী হয়েছে। আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের আয়োজনে রাবির ড. এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রদর্শনীর উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খাইরুজ্জামান লিটন। ৩ দিনব্যাপী এ প্রদর্শনী আগামী ১৯ সেপ্টেম্বর শেষ হবে।
প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বনেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান আজকের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। তাঁর দীর্ঘদিনের লড়াই, সংগ্রাম, ত্যাগ, কারাবরণ, জীবননাশের হুমকি সব উপেক্ষা করে তিনি বাঙালিকে স্বাধীনতা এনে দিয়েছেন। বঙ্গবন্ধু তার ছাত্রজীবনে রাজনীতির শুরু থেকেই প্রজ্ঞা, নিষ্ঠা এবং ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করে নিয়েছিলেন। ছাত্রজীবন থেকে তিনি সাধারণ মানুষের দুঃখ-দুর্দশায় তাদের পাশে দাঁড়িয়েছেন। তিনি যে পরবর্তীতে বটবৃক্ষে পরিণত হবেন তার আলামত সে সময় পাওয়া গিয়েছিল। এই মহান নেতাকে পৃথিবীর সব দেশে নানাভাবে স্মরণ করা হয়।
অনুষ্ঠানের সভাপতি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির এক হৃদয় নিংড়ানো আবেগের নাম, যে নামের সাথে জড়িয়ে আছে বাঙালি জাতিসত্তার উন্মেষ, বিকাশ এবং স্বাধীনতা। বাংলাদেশ ও বঙ্গবন্ধু একটি যমজ শব্দ। বঙ্গবন্ধুকে আমাদের মনে ধারণ করতে হবে। তাহলেই আমরা তার স্বপ্নের সোনার বাংলা গড়তে পারব।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক বীর মুক্তিযোদ্ধা ড. মনোরঞ্জন ঘোষাল বলেন, বঙ্গবন্ধু ১৩-১৪ বছর জেলে বন্দি না থাকলে বাংলাদেশ স্বাধীন হতো না। বাঙালি জাতির জন্য গর্বের বিষয়, বিদেশে বঙ্গবন্ধুর ছবি-প্রতিকৃতি দেখলে সবাই শ্রদ্ধার চোখে দেখে। আমাদের বঙ্গবন্ধুকে শুধু শ্রদ্ধা করলে হবে না, তার জীবনের সমস্ত কিছু আত্মস্থ করতে হবে, অনুশীলন করতে হবে।
আলোকচিত্র শিল্পী ফোজিত শেখ বাবু বলেন, বিদেশিরা যেভাবে বঙ্গবন্ধুকে সম্মান করে, আমরা তাকে সেভাবে সম্মান করতে পারি না। কারণ আমরা তাকে বিভক্ত করি। আমি অনেক রাষ্ট্র ঘুরেছি, কোনো রাষ্ট্রে দেখিনি তাদের জাতির পিতাকে বিভক্ত করেছে। কিন্তু আমরা দলীয় ভিত্তিতে জাতির পিতাকে বিভক্ত করি।
লালন গবেষক এস এস রুশদীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য প্রফেসর ড. মো. সুলতান-উল-ইসলাম, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি ড. সৈয়দ আব্দুল্লাহ আল মামুন চৌধুরী প্রমুখ। এ সময় বিভিন্ন বিভাগের দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পূর্ব লন্ডন শহরের টাওয়ার হ্যামলেটের সিডনি স্ট্রিটে ২০১৬ সালের ১৭ ডিসেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এ আবক্ষ ভাস্কর্যটি স্থাপিত হয়।
এমএসএম / জামান

মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর

মাতামুহুরি নদীতে গোসলে নেমে সাবেক চবি শিক্ষার্থীর মৃত্যু

রাজনৈতিক দুষ্টচক্র শিক্ষাপ্রতিষ্ঠান দখলে নিয়েছে: শিক্ষা উপদেষ্টা

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এনটিআরসিএর বড় সিদ্ধান্ত

সাইবার বুলিং ও নিরাপত্তাহীনতায় চাকসু নির্বাচনে সীমিত নারী প্রার্থীর অংশগ্রহণ

বিশ্ববিদ্যালয় থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর লক্ষাধিক টাকার টাইলস আত্মসাত

পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু
Link Copied