আনোয়ারায় প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ঘিরে প্রতিমা তৈরির ধুম পড়েছে। কারিগরদের দম ফেলার ফুসরত নেই। কয়েক দিন বাদেই প্রতিমার গায়ে পড়বে রংয়ের আঁচড়। করোনার প্রভাবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার প্রতিমা তৈরির কারিগরদের ঘরেও যেন পড়েছিল চৈত্রের খরা। তবে এবারে ভাগ্য যেন ফিরল তাদের। করোনাপরবর্তী গত বছরের তুলনায় এবারের দুর্গাপূজায় মৃৎ শিল্পালয়ে বেড়েছে কাজের ব্যস্ততা। এই ব্যস্ততায় বেড়েছে কাজের পরিধি। ব্যস্ততায় ভরা এই সময়কে কারিগররা মনে করছেন দেবী দুর্গার আশীর্বাদ। এবারের পূজাকে সামনে রেখে তাই প্রতিমার মূল্য ও কারিগরদের পারিশ্রমিক বেশি হওয়ায় মৃৎ শিল্পালয়গুলোতে চলছে আনন্দের জোয়ার।
পূজাকে সামনে রেখে দিন-রাত চলছে প্রতিমা তৈরির শেষ পর্যায়ের কাজ। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে মহালয়ার মাধ্যমে শুরু হবে পূজার আড়ম্বর। এ নিয়ে মৃৎ শিল্পালয়ে কারিগরদের মাঝে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ব্যস্ততা বেড়েছে মৃৎ শিল্পালয়গুলোতে। দিন-রাত পরিশ্রম করে মৃৎশিল্পীরা তাদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি করছেন অসাধারণ নৈপুণ্য সব প্রতিমা। আগামী ১ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দেবী বন্দনা। ৫ দিনব্যাপী এ অনুষ্ঠান চলার পর ৫ অক্টোবর মহাদশমীর মধ্য দিয়ে শেষ হবে প্রতিমা বিসর্জন। সরেজমিন আনোয়ারার মৃৎ শিল্পালয়গুলোতে গিয়ে দেখা যায়, শিল্পীদের শৈল্পিক ছোঁয়ায় খড়, মাটি, পাট আর কাদায় তৈরি হচ্ছে প্রতিমা। কয়েক দিন পর শুরু হবে সাজরূপ ও মণ্ডপ তৈরির কাজ। আপন রূপে দেখা দেওয়ার অপেক্ষায় রয়েছেন দেবী দুর্গা।
আনোয়ারায় সবচেয়ে বড় মৃৎ শিল্পালয় হচ্ছে জয়কালী শিল্পালয়। এখানকার প্রধান মৃৎশিল্পী রাকেশ রায় জানান, বছরজুড়ে তেমন একটা ব্যস্ততা না থাকলেও দুর্গাপূজাকে সামনে রেখে মাসখানেক আগে থেকে বেড়েছে ব্যস্ততা। সর্বশেষ এই সপ্তাহের শেষের দিকে প্রতিমার রংতুলির কাজ শুরু হবে। দুয়েক দিনের মধ্যে পূর্ণরূপ প্রতিমার কাজ শেষ হবে। এবার তিনি ৪ জন শ্রমিক নিয়ে ১২টি বড় প্রতিমা (দুর্গা) ও ৪০টি ছোট প্রতিমা তৈরি করেছেন। সব মিলিয়ে এবারের ৫৩টি প্রতিমা তৈরির কাজ পেয়েছেন। একেকটি বড় প্রতিমা ৪০-৪৫ হাজার টাকার মতো দাম পড়বে বলেও জানান তিনি। গতবারের চেয়ে এবার পূজার মণ্ডপ বেড়েছে। সব মিলিয়ে তিনি এবার দেড় লাখ টাকা ব্যয় করেছেন। আশা করছেন আয় হবে প্রায় তিন থেকে সাড়ে চার লাখ টাকা।
এবারের দুর্গাপূজার সর্বশেষ প্রস্তুতির বিষয়ে উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুগ্রীব মজুমদার দোলন জানান, এবার উপজেলার ১১টি ইউনিয়নের ১২০টি মণ্ডপে সার্বজনীন পূজা এবং ১৩৫ মণ্ডপে ঘটপূজা উদযাপন হবে। আমাদের প্রস্তুতি প্রায় শেষের দিকে। এর মধ্যে প্রশাসনের সঙ্গে আইনশৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়ে বৈঠক হয়েছে। আশা করি সবার সহযোগিতায় পূজা শেষ হবে।
এমএসএম / এমএসএম

মেহেরপুরে রেমিট্যান্স যোদ্ধা দিবসে আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান

বড়লেখায় দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২, টাকা ও মোবাইল ফোন উদ্ধার

কুতুবদিয়ায় সমুদ্র সৈকতে ভেসে আসা অর্ধগলিত মরদেহটি সনাক্ত হয়েছে

সিংড়ায় রাজস্ব ফাঁকির অপচেষ্টা রোধ করলেন সাব রেজিস্ট্রার

দাউদকান্দিতে খাল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

হাতিয়ায় নদী ভাঙ্গনের কবলে দুটি বিদ্যালয়, রক্ষার দাবি শিক্ষক-শিক্ষার্থীদের

রাণীনগরে চাকু ধরে ব্যবসায়ীর ৫লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

কক্সবাজারে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, প্রাণ গেল চারজনের

মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছধরা উন্মুক্ত

বন রক্ষায় বন বিভাগকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে; পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

সিংড়ায় অজ্ঞাত লাশের রহস্য উদঘাটন, র্যাবের অভিযানে গ্রেফতার ২

হাটহাজারীতে সালিশি বৈঠকে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা অভিযোগ ; আটক ২

মনোহরগঞ্জে মডেল মসজিদ বিদ্যুৎ বিচ্ছিন্ন দুর্ভোগে মুসল্লিরা
Link Copied