ঢাকা শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

আনোয়ারায় প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা


মহিউদ্দীন মনজুর , আনোয়ারা photo মহিউদ্দীন মনজুর , আনোয়ারা
প্রকাশিত: ১৭-৯-২০২২ দুপুর ৪:৩০
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ঘিরে প্রতিমা তৈরির ধুম পড়েছে। কারিগরদের দম ফেলার ফুসরত নেই। কয়েক দিন বাদেই প্রতিমার গায়ে পড়বে রংয়ের আঁচড়। করোনার প্রভাবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার প্রতিমা তৈরির কারিগরদের ঘরেও যেন পড়েছিল চৈত্রের খরা। তবে এবারে ভাগ্য যেন ফিরল তাদের। করোনাপরবর্তী গত বছরের তুলনায় এবারের দুর্গাপূজায় মৃৎ শিল্পালয়ে বেড়েছে কাজের ব্যস্ততা। এই ব্যস্ততায় বেড়েছে কাজের পরিধি। ব্যস্ততায় ভরা এই সময়কে কারিগররা মনে করছেন দেবী দুর্গার আশীর্বাদ। এবারের পূজাকে সামনে রেখে তাই প্রতিমার মূল্য ও কারিগরদের পারিশ্রমিক বেশি হওয়ায় মৃৎ শিল্পালয়গুলোতে চলছে আনন্দের জোয়ার।
 
পূজাকে সামনে রেখে দিন-রাত চলছে প্রতিমা তৈরির শেষ পর্যায়ের কাজ। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে মহালয়ার মাধ্যমে শুরু হবে পূজার আড়ম্বর। এ নিয়ে মৃৎ শিল্পালয়ে কারিগরদের মাঝে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ব্যস্ততা বেড়েছে মৃৎ শিল্পালয়গুলোতে। দিন-রাত পরিশ্রম করে মৃৎশিল্পীরা তাদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি করছেন অসাধারণ নৈপুণ্য সব প্রতিমা। আগামী ১ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দেবী বন্দনা। ৫ দিনব্যাপী এ অনুষ্ঠান চলার পর ৫ অক্টোবর মহাদশমীর মধ্য দিয়ে শেষ হবে প্রতিমা বিসর্জন। সরেজমিন আনোয়ারার মৃৎ শিল্পালয়গুলোতে গিয়ে দেখা যায়, শিল্পীদের শৈল্পিক ছোঁয়ায় খড়, মাটি, পাট আর কাদায় তৈরি হচ্ছে প্রতিমা। কয়েক দিন পর শুরু হবে সাজরূপ ও মণ্ডপ তৈরির কাজ। আপন রূপে দেখা দেওয়ার অপেক্ষায় রয়েছেন দেবী দুর্গা।
 
আনোয়ারায় সবচেয়ে বড় মৃৎ শিল্পালয় হচ্ছে জয়কালী শিল্পালয়। এখানকার প্রধান মৃৎশিল্পী রাকেশ রায় জানান, বছরজুড়ে তেমন একটা ব্যস্ততা না থাকলেও দুর্গাপূজাকে সামনে রেখে মাসখানেক আগে থেকে বেড়েছে ব্যস্ততা। সর্বশেষ এই সপ্তাহের শেষের দিকে প্রতিমার রংতুলির কাজ শুরু হবে। দুয়েক দিনের মধ্যে পূর্ণরূপ প্রতিমার কাজ শেষ হবে। এবার তিনি ৪ জন শ্রমিক নিয়ে ১২টি বড় প্রতিমা (দুর্গা) ও ৪০টি ছোট প্রতিমা তৈরি করেছেন। সব মিলিয়ে এবারের ৫৩টি প্রতিমা তৈরির কাজ পেয়েছেন। একেকটি বড় প্রতিমা ৪০-৪৫ হাজার টাকার মতো দাম পড়বে বলেও জানান তিনি। গতবারের চেয়ে এবার পূজার মণ্ডপ বেড়েছে। সব মিলিয়ে তিনি এবার দেড় লাখ টাকা ব্যয় করেছেন। আশা করছেন আয় হবে প্রায় তিন থেকে সাড়ে চার লাখ টাকা।
 
এবারের দুর্গাপূজার সর্বশেষ প্রস্তুতির বিষয়ে উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুগ্রীব মজুমদার দোলন জানান, এবার উপজেলার ১১টি ইউনিয়নের ১২০টি মণ্ডপে সার্বজনীন পূজা এবং ১৩৫ মণ্ডপে ঘটপূজা উদযাপন হবে। আমাদের প্রস্তুতি প্রায় শেষের দিকে। এর মধ্যে প্রশাসনের সঙ্গে আইনশৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়ে বৈঠক হয়েছে। আশা করি সবার সহযোগিতায় পূজা শেষ হবে।

এমএসএম / এমএসএম

চৌগাছায় গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

নারী ও শিশুদের জন্য নিরাপদ সাইবারস্পেস নিশ্চিত করতে কর্মশালা

বাউফল রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে সভাপতি সিদ্দিক ও সাধারণ সম্পাদক মিলন

নাঙ্গলকোটে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

মেহেরপুরে অ্যাডভোকেট কামরুল হাসানের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

পাবিপ্রবিতে ‘ইনটেলেকচুয়াল প্রোপার্টি রাইটস’ শীর্ষক কর্মশালা

বেনাপোল চেকপোষ্টে কুলি শ্রমিকদের বিক্ষোভ ও মানববন্ধন

নেত্রকোনায় জেলা প্রশাসক ও পৌর প্রশাসকের উদ্যোগে ধলাই নদী পরিষ্কার পরিছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

সিনেমা হলের শেষ গল্প: তাজ সিনেমা হল থেকে স্মৃতি হারাচ্ছে দর্শক

হাটহাজারীতে শারদীয় দূর্গা পূজার ১১৮টি মন্ডপে শেষ মুহূর্তে প্রস্তুতি

মাদারীপুরে মানব কল্যাণ সংগঠনের ফ্রি মেডিকেল ক্যাম্প

শালিখায় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

লাকসামে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক ও কুইজ পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত