রাবিতে ২৪ সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে বিজ্ঞান উৎসব
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব আয়োজন করতে যাচ্ছে ২ দিনব্যাপী ‘ষষ্ঠ আরইউএসসি ন্যাশনাল সায়েন্স ফিয়েস্টা ২০২২’। আজ(২০ সেপ্টেম্বর) ড. এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ক্লাবের সভাপতি আবিদ হাসান।
আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হবে এবারের আয়োজন। আয়োজনে থাকছে সায়েন্স অলিম্পিয়াড, প্রজেক্ট শো, প্রোগ্রামিং কনটেস্ট, তিন মিনিট থিসিস প্রেজেন্টেশন, ওয়াল ম্যাগাজিন, পোস্টার প্রেজেন্টেশন, সায়েন্টিফিক স্টোরি রাইটিং, সায়েন্টিফিক পেইন্টিং, সায়েন্টিফিক স্পিচ, রুবিক্স কিউব এবং ফটোগ্রাফি প্রতিযোগিতা। এখানে বিভিন্ন ক্যাটাগরিতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। তা ছাড়া সবার জন্য সিক্স ডি এবং নাইন ডি মুভি প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে।
টেকসই উন্নয়নের নয়টি লক্ষ্যমাত্রা সামনে রেখে আয়োজন করা হচ্ছে এবারের ফিয়েস্টা। এগুলো হলো সুস্বাস্থ্য ও কল্যাণ, মানসম্মত শিক্ষা, নিরাপদ পানি ও পয়োনিষ্কাশন, সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি, শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো, পরিমিত ভোগ ও উৎপাদন, জলবায়ু কার্যক্রম, জলজ জীবন, স্থলজ জীবন এবং অভীষ্ট অর্জনে অংশীদারত্ব।
ক্লাবটি ২০১৫ সালে যাত্রা শুরুর পর থেকে বিজ্ঞান প্রচারের লক্ষ্যে বিভিন্ন বিষয়ভিত্তিক অলিম্পিয়াড, বিজ্ঞান ক্যাম্প, বিজ্ঞানভিত্তিক বিভিন্ন দিবস পালন, কুইজ, সেমিনার, কনফারেন্স, স্কুল সায়েন্স শো, বৃক্ষরোপণ, সামাজিক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করছে।
এসময় ক্লাবের উপদেষ্টা রসায়ন বিভাগের অধ্যাপক তারিকুল ইসলাম, সহ-সভাপতি রুহুল আমিন, স্বাগতা রায় গুপ্তা, সাবেক সভাপতি আবু রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠানে সহযোগী হিসেবে আরও থাকছে প্রথম আলো, সাপোর্টিং পার্টনার হিসেবে থাকছে ইএমকে সেন্টার এবং চিরকুট, পাবলিকেশন পার্টনার হিসেবে থাকছে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, ম্যাগাজিন পার্টনার হিসেবে থাকছে বিজ্ঞানচিন্তা।
ফিয়েস্টায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন চলবে ২২ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত। এবারের ফিয়েস্টা অফলাইনে হলেও রেজিস্ট্রেশনপ্রক্রিয়া সম্পন্ন হচ্ছে অফলাইনে এবং অনলাইনে। ফিয়েস্টার রেজিস্ট্রেশন এবং বিস্তারিত জানা যাবে https://fiesta.rusc.org.bd ওয়েবসাইটে।
এমএসএম / এমএসএম
জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা
জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা
ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন
শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ
উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ
দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল
জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা
জকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত "ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান" প্যানেল ঘোষণা,
এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
বাকৃবিতে প্রিসিশন ব্রিডিং-ভিত্তিক দুগ্ধ উৎপাদন উন্নয়ন বিষয়ক কর্মশালা
স্কুলে ভর্তিতে ৬৩ শতাংশই কোটা, অভিভাবকদের আপত্তি