ঢাকা বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

পাইকগাছায় ৮গ্রামের মানুষের মাঝে স্বস্তি


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ২০-৯-২০২২ দুপুর ৪:৪৫

অবশেষে খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালীতে আমন মৌসুমসহ দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে আনন্দের বন্যা লক্ষাধিক মানুষের মাঝে। মঙ্গলবার(২০সেপ্টেম্বর) সকালে চাঁদখালী ইউপি'র শ্রীপুর থেকে চাঁদমুখী কালভার্ট অভিমুখে সরকারি খাস জমির উপর ভেড়িবাঁধ কর্তন ও নেটপাটা অপসরণের মাধ্যমে খাল অবমুক্ত করে জলাবদ্ধতা নিরসনের পথ সুগম করা হয়েছে। এর ফলে প্রায় ৫ হাজার একর ধানের জমির জলাবদ্ধতা নিরসনের ফলে ৮ গ্রামের মানুষের মাঝে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। সরেজমিনে গেলে ভুক্তভোগীরা জানান,দীর্ঘদিন ধরে উপজেলার চাঁদখালী ইউপি'র শ্রীপুর থেকে চাঁদমুখী কালভার্ট অভিমুখে সরকারি খালের উপর বাঁধ ও নেট-পাটা দিয়ে অবৈধ ভূমি দখলদাররা মৎস্য চাষ করে আসছে। সরকারি এ খালটি এ ইউনিয়নের ৪ও ৫ নং ওয়ার্ডের অন্তর্গত ৮টি গ্রাম যথাক্রমে ফতেপুর, ধামরাইল, কাওয়ালী, ডোংগাভাংগা, শ্রীপুর, গড়েরডাংগা, ঢ্যামশাখালী, কানুয়াডাংগা গ্রামের অধিবাসীদের প্রায় ৫হাজার একর ধানের জমির পানি সরবরাহের একমাত্র উৎস্য। তবে দীর্ঘদিন ধরে সরকারি এ খাস খালটি অবৈধ ভূমি দখলদারদের দখলে থাকায় এবং পানি সরবরাহের অন্য কোন মাধ্যম না থাকায় প্রতিবছরের ন্যায় এবছর ও জলাবদ্ধতায় ডুবেছে এ অঞ্চলের ৮গ্রামের মানুষের ফসলি জমি।ফলে বিগত বছরের ন্যায় এ বছর ফসলী জমির ব্যাপক ক্ষয়-ক্ষতি এড়াতে স্হানীয় ভুক্তভোগীরা খাস খালটির মাধ্যমে পানি সরবরাহ করে জলাবদ্ধতা নিরাসনের জন্য একাধিকবার খাস খালে অবৈধ দখলে থাকা ভূমি দখলদারদের বললেও তারা কোন কর্নপাত না করায় দীর্ঘদিনের এ জলাবদ্ধতার প্রতিকার চেয়ে গত ১৮ সেপ্টেম্বর ইউপি চেয়ারম্যান, সংশ্লিষ্ঠ ওয়ার্ডের সংরক্ষিত আসনের ইউপি সদস্য ও সাধারন সদস্য দ্বয়ের সুপারিশে স্হানীয় ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করেন এবং যার অনুলিপি উপজেলা চেয়ারম্যান, সহকারি কমিশনার ভূমি,অফিসার ইনচার্জ পাইকগাছা থানা ও চাঁদখালী ইউপি চেয়ারম্যান বরাবর প্রেরন করেন।এ আবেদনের প্রেক্ষিতে ২০সেপ্টেম্বর(মঙ্গলবার)সকালে উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের নির্দেশে চাঁদখালী ইউপি'র প্যানেল চেয়ারম্যান ও সংরক্ষিত আসনের ইউপি সদস্য ফাতিমা তুজ জোহরা রুপা ও ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃআনিছুর রহমান বিশ্বাসের নেতৃত্বে এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় অভিযান পরিচালনা করে চাঁদখালী ইউপি'র শ্রীপুর থেকে চাঁদমুখী কালভার্ট অভিমুখে সরকারি খাস জমির উপর ভেড়িবাঁধ কর্তন ও নেটপাটা অপসরণের মাধ্যমে খাল অবমুক্ত করে

 জলাবদ্ধতা নিরসনের পথ সুগম করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে অভিযানের সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোঃ কামরুল হাসান,উপজেলা আনছার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হোসেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ সহ শত শত গ্রামবাসি। স্থানীয় শতশত গ্রামবাসীর সম্মুখে উক্ত সরকারি খাস খালের বাঁধ কেটে ও নেট-পাটা অপসারন করে এ অঞ্চলের মানুষের ৫হাজার একর জমির জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা করা হলে এলাকাবাসী সস্তি প্রকাশ করেন এবং একইসাথে তারা সংশ্লিষ্ঠ সকলকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশসহ আন্তরিকভাবে ধন্যবাদ জানান। 

এমএসএম / এমএসএম

যৌতুকের দাবিতে নির্মম নির্যাতন, বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

কুমিল্লায় পূজায় সাইবার টিম সহ বিশেষ নজরদারি ব্যবস্থাঃ পুলিশ সুপার নাজির আহমেদ

সম্পত্তি আত্মসাতের অভিযোগে পিতা ও ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বেনাপোল দিয়ে আগামীকাল আমদানি-রফতানি বন্ধ

গলাচিপা হরিদেবপুর খেয়াঘাটে যাত্রীদের চরম ভোগান্তি

রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন'র উদ্যেগে চারা বিতরন

সভাপতির পদত্যাগ ও অধ্যক্ষের দূর্নীতির বিচার দাবিতে মানববন্ধন

বাদীর হাতে খুন বিবাদী

বিজয়ী হলে সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবেঃ শাহজাহান ইসলামাবাদী

চাঁদপুর মেডিকেলে এই প্রথম বৈজ্ঞানিক সম্মেলন ও বিজ্ঞান মেলা

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করণে বাঁশখালীতে পুলিশের মতবিনিময়

মান্দায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

অযৌক্তিক ৩ দফা দাবির প্রতিবাদে পটুয়াখালীতে কারিগরি ছাত্র অধিকার পরিষদের 'লাল অঙ্গীকার' কর্মসূচি পালিত