পাইকগাছায় ৮গ্রামের মানুষের মাঝে স্বস্তি

অবশেষে খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালীতে আমন মৌসুমসহ দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে আনন্দের বন্যা লক্ষাধিক মানুষের মাঝে। মঙ্গলবার(২০সেপ্টেম্বর) সকালে চাঁদখালী ইউপি'র শ্রীপুর থেকে চাঁদমুখী কালভার্ট অভিমুখে সরকারি খাস জমির উপর ভেড়িবাঁধ কর্তন ও নেটপাটা অপসরণের মাধ্যমে খাল অবমুক্ত করে জলাবদ্ধতা নিরসনের পথ সুগম করা হয়েছে। এর ফলে প্রায় ৫ হাজার একর ধানের জমির জলাবদ্ধতা নিরসনের ফলে ৮ গ্রামের মানুষের মাঝে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। সরেজমিনে গেলে ভুক্তভোগীরা জানান,দীর্ঘদিন ধরে উপজেলার চাঁদখালী ইউপি'র শ্রীপুর থেকে চাঁদমুখী কালভার্ট অভিমুখে সরকারি খালের উপর বাঁধ ও নেট-পাটা দিয়ে অবৈধ ভূমি দখলদাররা মৎস্য চাষ করে আসছে। সরকারি এ খালটি এ ইউনিয়নের ৪ও ৫ নং ওয়ার্ডের অন্তর্গত ৮টি গ্রাম যথাক্রমে ফতেপুর, ধামরাইল, কাওয়ালী, ডোংগাভাংগা, শ্রীপুর, গড়েরডাংগা, ঢ্যামশাখালী, কানুয়াডাংগা গ্রামের অধিবাসীদের প্রায় ৫হাজার একর ধানের জমির পানি সরবরাহের একমাত্র উৎস্য। তবে দীর্ঘদিন ধরে সরকারি এ খাস খালটি অবৈধ ভূমি দখলদারদের দখলে থাকায় এবং পানি সরবরাহের অন্য কোন মাধ্যম না থাকায় প্রতিবছরের ন্যায় এবছর ও জলাবদ্ধতায় ডুবেছে এ অঞ্চলের ৮গ্রামের মানুষের ফসলি জমি।ফলে বিগত বছরের ন্যায় এ বছর ফসলী জমির ব্যাপক ক্ষয়-ক্ষতি এড়াতে স্হানীয় ভুক্তভোগীরা খাস খালটির মাধ্যমে পানি সরবরাহ করে জলাবদ্ধতা নিরাসনের জন্য একাধিকবার খাস খালে অবৈধ দখলে থাকা ভূমি দখলদারদের বললেও তারা কোন কর্নপাত না করায় দীর্ঘদিনের এ জলাবদ্ধতার প্রতিকার চেয়ে গত ১৮ সেপ্টেম্বর ইউপি চেয়ারম্যান, সংশ্লিষ্ঠ ওয়ার্ডের সংরক্ষিত আসনের ইউপি সদস্য ও সাধারন সদস্য দ্বয়ের সুপারিশে স্হানীয় ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করেন এবং যার অনুলিপি উপজেলা চেয়ারম্যান, সহকারি কমিশনার ভূমি,অফিসার ইনচার্জ পাইকগাছা থানা ও চাঁদখালী ইউপি চেয়ারম্যান বরাবর প্রেরন করেন।এ আবেদনের প্রেক্ষিতে ২০সেপ্টেম্বর(মঙ্গলবার)সকালে উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের নির্দেশে চাঁদখালী ইউপি'র প্যানেল চেয়ারম্যান ও সংরক্ষিত আসনের ইউপি সদস্য ফাতিমা তুজ জোহরা রুপা ও ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃআনিছুর রহমান বিশ্বাসের নেতৃত্বে এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় অভিযান পরিচালনা করে চাঁদখালী ইউপি'র শ্রীপুর থেকে চাঁদমুখী কালভার্ট অভিমুখে সরকারি খাস জমির উপর ভেড়িবাঁধ কর্তন ও নেটপাটা অপসরণের মাধ্যমে খাল অবমুক্ত করে
এমএসএম / এমএসএম

যৌতুকের দাবিতে নির্মম নির্যাতন, বিজিবি সদস্য মোঃ জসিম উদ্দিন বেপারীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

কুমিল্লায় পূজায় সাইবার টিম সহ বিশেষ নজরদারি ব্যবস্থাঃ পুলিশ সুপার নাজির আহমেদ

সম্পত্তি আত্মসাতের অভিযোগে পিতা ও ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বেনাপোল দিয়ে আগামীকাল আমদানি-রফতানি বন্ধ

গলাচিপা হরিদেবপুর খেয়াঘাটে যাত্রীদের চরম ভোগান্তি

রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন'র উদ্যেগে চারা বিতরন

সভাপতির পদত্যাগ ও অধ্যক্ষের দূর্নীতির বিচার দাবিতে মানববন্ধন

বাদীর হাতে খুন বিবাদী

বিজয়ী হলে সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবেঃ শাহজাহান ইসলামাবাদী

চাঁদপুর মেডিকেলে এই প্রথম বৈজ্ঞানিক সম্মেলন ও বিজ্ঞান মেলা

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করণে বাঁশখালীতে পুলিশের মতবিনিময়

মান্দায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
