ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

বঙ্গবন্ধুর বিশ্ববিদ্যালয় ভাবনা নিয়ে রাবিতে আলোচনা সভা


অর্পণ ধর, রাবি photo অর্পণ ধর, রাবি
প্রকাশিত: ২১-৯-২০২২ দুপুর ৪:৫৫
'বঙ্গবন্ধুর বিশ্ববিদ্যালয় ভাবনা ও বর্তমান বিশ্ববিদ্যালয়' অবস্থা নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২১ সেপ্টেম্বর) বুধবার মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসে প্রগতিশীল শিক্ষক সমাজের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
অনুষ্ঠানের মূখ্য আলোচক বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের বঙ্গবন্ধু অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, এখন যা অবস্থা হয়েছে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের নির্বাচন হয় কিন্তু শিক্ষার্থীদের কোনো নির্বাচন হয় না। প্রত্যেকটি পাবলিক বিশ্ববিদ্যালয় এখন অ-গণতান্ত্রিক প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের এমন চিত্র বঙ্গবন্ধু প্রত্যাশা করেননি।
 
অধ্যাপক আনোয়ার আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার জন্য দক্ষতা-শর্তাবলীর প্রয়োজন পড়ে কিন্তু উপাচার্য হবার জন্য কোনো দক্ষতার প্রয়োজন পড়ে না। বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতা থাকলেই উপাচার্য, উপ-উপাচার্য হওয়া যায়। উপাচার্য এবং উপ-উপাচার্য হবার জন্য যোগ্যতা নির্ধারণ করে দিতে হবে।
 
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, বঙ্গবন্ধু শিক্ষা নিয়ে অনেক কাজ করে গেছেন। শিক্ষার অগ্রগতির জন্য দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে ড. কুদরত-এ-খুদাকে প্রধান করে বঙ্গবন্ধু শিক্ষা কমশিন গঠন করেছিলেন। শিক্ষা ব্যবস্থার আমাদের আজকের যে অধঃপতন, তার জন্য আমরাই দায়ী। কাজেই শিক্ষানীতি তৈরির ক্ষেত্রে আমাদের বারবার চিন্তা-ভাবনা করা উচিত। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্যসহ সকল নিয়োগের সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে। যেগুলো মেনে যদি নিয়োগ দেয়া হতো তাহলে শিক্ষা ব্যবস্থার এমন খারাপ পরিণতি হতো না। এখন আমাদের সময় এসেছে আত্ম-উপলব্ধি করার।  
 
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডের সঞ্চালনায় মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের আহবায়ক অধ্যাপক এম খলিলুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানের আলোচক হিসেবে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল খালেক, বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য সুলতান-উল-ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা

জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা

ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন

শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ

উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ

দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল

জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা

জকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত "ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান" প্যানেল ঘোষণা,

এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

বাকৃবিতে প্রিসিশন ব্রিডিং-ভিত্তিক দুগ্ধ উৎপাদন উন্নয়ন বিষয়ক কর্মশালা

স্কুলে ভর্তিতে ৬৩ শতাংশই কোটা, অভিভাবকদের আপত্তি

বাকৃবিতে গরুর মাংস উৎপাদনে চতুর্থ শিল্পবিপ্লব প্রযুক্তি বিষয়ক কর্মশালা