ঢাকা মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

যমুনায় বৈঠার তালে তালে উৎসবমুখর নৌকা বাইচ, লাখো মানুষের বাঁধ ভাঙা আনন্দ


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৯-২০২২ দুপুর ৪:৩৯
আবহমান গ্রাম-বাংলার প্রাচীন লোক-ঐতিহ্য ও সমৃদ্ধ পরিচিত নাম নৌকা বাইচ। হাজার বছর থেকে গ্রামাঞ্চলের জনপদের জীবনপ্রবাহ ও বিরামহীন এই জীবনযাত্রায় এসেছে অনেক পরিবর্তন। সেইসঙ্গে কালের বিবর্তনে আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রামাঞ্চলের বিভিন্ন ধরণের উৎসব মুখোর প্রচীন খেলা-ধুলা। তার সঙ্গে এ দেশের লোককৃষ্টির একটি অঙ্গ নৌকা বাইচ যা হারিয়ে যেতে বসেছে। জমছে না অতীতের মতো আজকাল আর নৌকা বাইচ প্রতিযোগিতা।
 
গ্রাম-অঞ্চলে হারিয়ে যাওয়া প্রাচীন ঐতিহ্য নৌকা বাইচকে বাঁচিয়ে রাখতে বিগত কয়েক বছর ধরে টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর তীরে ঐতিহ্যবাহী গোবিন্দাসী পুরাতন ফেরিঘাট ও বৃহত্তর গরুর হাটের উত্তর-পশ্চিম পার্শ্বে কুকাদইর এলাকায় দুই দিন ব্যাপি নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। নৌকা বাইচের আয়োজন করেন, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির।
 
এরই ধারাহিকতায় তারই নিজ উদ্যোগে শুক্র ও শনিবার (২৩ ও ২৪ সেপ্টেম্বর) দুইদিনের নৌকা বাইচ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম দিন নৌকা বাইচ প্রতিযোগিতা উদ্বোধন করেন, এমপি ছোট মনির। তার পরেই শুরু হয় যমুনার তীরে থৈ থৈ পানির ঢেউয়ে ডাক-ঢোল আর বৈঠার তালে তালে গ্রাম বাংলার গান আর মাঝি-মাল্লার বৈঠার ছন্দে ছন্দে মন মাতানো নৌকা বাইচ।
 
নৌকা বাইচে সিরাজগঞ্জ-২ (সদর) আসনের সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না, টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফরিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, ছোট মনিরের সহধর্মিনী ঐশী খান প্রমুখসহ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 
 
এতে প্রতিযোগিতায় প্রথম পুরস্কার মোটরসাইকেল ও দ্বিতীয় পুরস্কার ফ্রিজ চূড়ান্ত বিজয়ীদের মাঝে প্রদান করা হয়। তৃতীয় পুরস্কার ছাড়াও অংশগ্রহণকারী সকল নৌকাকে শান্তনা পুরস্কার প্রদান করে আয়োজক। নৌকা বাইচটি গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান গাজী ইকরাম উদ্দিন তারা মৃধার সভাপতিত্বে ইউপি চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক দুলাল হোসেন চকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
 
যমুনা নদীতে দুই দিনের এ নৌকা বাইচে টাঙ্গাইল সদর, ভূঞাপুর ছাড়াও  সিরাজগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ প্রায় অর্ধ শতাধিক নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়। নৌকা বাইচের একদিন আগে সকাল থেকেই টাঙ্গাইল ও ভূঞাপুরসহ আশপাশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে বাইচের নৌকা অনুষ্ঠান স্থানে এসে উপস্থিত হয়। নৌকা বাইচের উদ্বোধনের দিন শুক্র-শনিবার সকাল থেকে আসতে শুরু করে সর্বস্তরের মানুষ।
 
নৌকা বাইচের প্রথম দিন শুরু দুপুর থেকে থেকে গোবিন্দাসী ঘাটের আশে পাশে লাখো মানুষের সমাবেত হয়। দর্শনার্থীরা উচ্ছাস ও আনন্দে মেতে উঠেন নৌকা বাইচ দেখতে। কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় নদীর তীরবর্তী এলাকায়। এছাড়াও নৌকা বাইচকে কেন্দ্র করে নদীর কুকাদাইর কালো সড়কে নানা রকম দোকানপাট গড়ে ওঠে। নৌকা দেখতে আসা  লোকজন প্রতিবারই এমন নৌকা বাইচ প্রতিযোগীতার আয়োজন করার দাবি জানিয়েছেন দর্শনার্থীরা।
 
নৌকা বাইচের আয়োজক টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির বলেন, গ্রাম-বাংলার প্রাচীন নৌকা বাইচ দিন দিন হারাতে বসেছে। নৌকা বাইচ ঐতিহ্যকে ধরতে রাখতে প্রতি বছরের মতো এবারো যমুনার তীরে গোবিন্দাসী নৌকা ঘাটে নৌকা বাইচের প্রতিযোগীতার আয়োজন করে আসছি। বিভিন্ন এলাকার বাইচে অংশ গ্রহণসহ নানা শ্রেণি লোকজন উৎসব মুখোর পরিবেশে প্রতিযোগিতা উপভোগ করেছে। প্রতিবছরই যেন নৌকা বাইচের আয়োজন করতে পারি এজন্য সকলরর সহযোগী কামনা করছি।

এমএসএম / এমএসএম

কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি

নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন

নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার

রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন

ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা

কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার

কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার

শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার

কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

আত্রাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্য নিহত

কুতুবদিয়ায় তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, আহত ৪

ঠাকুরগাঁওয়ে এলজিইডির উদ্যোগে পিপিআর ২০২৫ অবহিতকরণ সভা অনুষ্ঠিত