ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি


হারুন অর র‌শিদ রাজু, দামুড়হুদা photo হারুন অর র‌শিদ রাজু, দামুড়হুদা
প্রকাশিত: ২৫-১১-২০২৫ বিকাল ৭:২১

কেরুজ শ্রমিক-কর্মচারি ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে একের পর এক কলংখিত অধ্যায় রচিত হচ্ছে। ৬৭ বছরের এ ইউনিয়নে যেমন ভোটের দাবীতে হয়নি কখনই আন্দোলন, তেমনি শ্রমিক-কর্মচারি সংগঠনের নেতাকর্মিদের মধ্যেও ঘটেনি হাতাহাতি ও মারামারি কোন ঘটনা। এবার ভোটের দাবীতে যেমন শুরু হয়েছে আন্দোলন, তেমনিই শ্রমিক-কর্মচারিদের দুটি পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা সমলোচিত হতে হলো শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দকে। ভোটের দাবীতে অনড় শ্রমিক-কর্মচারিরা ছাড়েনি আন্দোলনের মাঠ। দিনভর বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে শ্রমিক-কর্মচারিরা। ক্ষনে ক্ষনে ব্যবস্থাপনা পরিচালক সহ ভোট বন্ধে অভিযুক্ত করে কয়েকজন শ্রমিক নেতার বিরুদ্ধে শ্লোগানে গরম করে তোলে বিক্ষোভকারীরা। পূব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ি গতকাল মঙ্গলবার সকাল থেকেই কেরুজ সাবেক সভাপতি তৈয়ব আলীর সাংগঠনিক কার্যালয়ে সমবেত হয় শ্রমিক-কর্মচারিরা। সেখানে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশেও ভোটের দাবীতে বক্তব্য দেন বক্তারা। সাড়ে ১০ টার দিকে বের করা হয় বিক্ষোভ মিছিল। মিছিলটি কেরুজ আঙ্গিনা প্রদক্ষিন করেছে। ঠিক বেলা ১১ টার দিকে শ্রমিক-কর্মচারি ইউনিয়নের মেয়াদ উত্তির্ণ কমিটির সভাপতি ফিরোজ আহমেদ সবুজ নেতাকর্মিদের সাথে নিয়ে প্রবেশ করেন মিলের ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয়ে। এ সময় আন্দোলনকারীও প্রবেশ করে জেনারেল অফিসে। দুপক্ষের কথা কাটাকাটি ও ঠ্যালা-ধাক্কার ঘটনা ঘটে। এক পর্যায়ে জেনারেল অফিসের সামনে দুপক্ষ উত্তোজিত হলে হাতাহাতির ঘটনা ঘটে। এতে দুপক্ষেরই কয়েকজন কিছুটা আহত হয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে ব্যাপক ভূমিকা নেয় সেনাবাহিনী ও দর্শনা থানা পুলিশ। সেনাবাহিনী ও পুলিশের কঠোর নিরাপত্তার বলয় তৈরী করা হয়। ১১ টার পর থেকে জেনারেল অফিস ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করে আন্দোলনকারীরা। অবিলম্বে নির্বাচন পরিচালনা কমিটি গঠন সহ তফসিল ঘোষনার পাশাপাশি ভোটের তারিখ নির্ধারণের দাবী তুলে বক্তব্য দেন, কেরুজ শ্রমিক-কর্মচারি ইউনিয়নের সাবেক সভাপতি তৈয়ব আলী, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্স, সাবেক সহসভাপতি রেজাউল ইসলাম, সাবেক যুগ্নসাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, খবির উদ্দিন, এসএম কবির, ইদ্রিস আলী, আরিফুল ইসলাম আরুক সহ নেতৃবৃন্দ। পরে মিলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান নেতৃবৃন্দকে আশস্ত করেন তিনি নির্বাচনের বিষয়ে উচ্চ পর্যায়ে আলোচনা করবেন। যত দ্রুত সম্ভব সঠিক সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করবেন আন্তরিকতার সাথে। মিলের ব্যবস্থাপনা পরিচালকের আশ্বাসে বিকাল ৫ টার দিকে আন্দোলন কর্মসূচি স্থগিত রেখেছেন বলে জানিয়ে তৈয়ব আলী বলেন, রাতের মধ্যে কোন সিদ্ধান্ত না হলে সকাল থেকে ফের আন্দোলন কর্মসূচি শুরু হবে। শ্রমিক-কর্মচারিদের দাবী পূরণ না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলমান থাকবে। মিলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান জানান, শ্রমিক-কর্মচারিদের ভোট হোক তা শুরু থেকে এখন পর্যন্তও আমি প্রত্যাশা করি। যাদের দায়িত্ব ভোট দেয়া প্রয়োজনে তাদের সাথে আলোচনা করবো শ্রমিকদের দাবী পূরণ করার জন্য। ভোটের ব্যবস্থা করা হলে আমার পক্ষ থেকে যাবতীয় প্রয়োজনীয় সহযোগীতা করা হবে।

Aminur / Aminur

যথাযথ মর্যাদায় বোদায় মহান বিজয় দিবস উদযাপন

পাবিপ্রবিতে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি, নিজেদের ক্যাম্পাস পরিষ্কার করছেন শিক্ষক, শিক্ষার্থীরা

যথাযথ মর্যাদায় পাবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপন

আত্রাইয়ে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা

রৌমারীতে ১৬ ডিসেম্বর ৫৫তম মহান বিজয় দিবস পালিত

বিজয় দিবসে শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

আমরা চাই একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা - তাসভীর উল ইসলাম

শেরপুরের গারো পাহাড়ে ভিডিও করতে গিয়ে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

রাজস্থলী তে যথামর্যাদায় নানা আয়োজনের মহান বিজয় দিবস পালিত

নাঙ্গলকোট রায়কোট উত্তরে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

পাঁচবিবিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

চাঁদপুরে শহিদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন

চন্দনাইশে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত