ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

বনজ এর বিরুদ্ধে বাবুলের মামলা খারিজ, উচ্চ আদালতে যাবেন আইনজীবী


সেলিম চৌধুরী , চট্টগ্রাম ব্যুরো  photo সেলিম চৌধুরী , চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৫-৯-২০২২ দুপুর ৪:৩৬

পুলিশ হেফাজতে  নির্যাতনের অভিযোগে পি,বি  আই প্রধান বনজ কুমার সহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে বাবুল আক্তারের  করা মামলা খারিজ করে দিয়েছে চট্টগ্রামের বিজ্ঞ  মহানগর  দায়রা জজ ডঃ জেবুনেছার   আদালত। বিগত ৮ সেপ্টেম্বর কারাগারে থাকা সাবেক পুলিশ সুপার  বাবুল আক্তার তার আইনজীবী মাধ্যমে একটি সি আর মামলা দাখিল করেছিল  চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে।  

আদালতে মামলার আরজি সূত্রে জানাযায়  গত বছরের ১০ থেকে ১৭ মে পর্যন্ত বাবুল আক্তার কে পিবিআই চট্টগ্রাম কার্যালয়ে হেফাজতে রেখে নিষ্ঠুর নির্যাতন করার অভিযোগ —পি,বি,আইয়ের প্রধান বনজ কুমার মজুমদার, পিবিআই চট্টগ্রাম মেট্রো পুলিশ সুপার নাইমা সুলতানা, জেলা পুলিশ সুপার নাজমুল হাসান, পিবিআইয়ের পরিদর্শক এনায়েত কবির, সাবেক পরিদর্শক এ কে মহিউদ্দিন ও সন্তোষ চাকমার  বিরুদ্ধে পুলিশ হেফাজতে মৃত্যু নিবারনের আইনে মামলা করা হয়। ঐ দিন আদালতে দীর্ঘ শুনানি শেষে ১৯ অক্টোবর আদেশ এর জন্য রাখেন, ১৯ তারিখ আবার আদেশের তারিখ পিছিয়ে আজ ২৫ অক্টোবর রবিবার আদালত মামলাটি খারিজের আদেশ দেন।

এ বিষয়ে জানতচাইলে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী সকালের সময় কে জানায়, আদালত তার আদেশে বলেছেন, পরিদর্শক দিয়ে এসপির মতো পদের লোককে মারধর ও নির্যাতন করা অস্বাভাবিক। বাবুল আক্তার অনেক বার আদালত এসেছেন, জামিন চেয়েছেন। কিন্তু এই ১ বছর ৪ মাসে তিনি কোথাও আদালতে নির্যাতনের কথা বলেননি।' সুতরাং 

'আদালত মনে করতেই পারেন  মিতু হত্যার মামলার আসামি হিসেবে মামলাকে বাধাগ্রস্ত করার জন্য তিনি নতুন ভাবে এই আবেদন দিয়েছেন', ১১ সেপ্টেম্বর একই আদালতে ফেনী কারাগারে নিরাপত্তা চেয়ে আবেদন করেন বাবুল। সেখানে বলা হয়, ফেনী কারাগারে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। ৮ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে পিবিআইয়ের প্রধান বনজ কুমার মজুমদারসহ ৬ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হেফাজতে নির্যাতনের অভিযোগে মামলা নেওয়ার আবেদন করেন বাবুল।

আবেদনটি করার পর যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা বাবুলের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন বলে অভিযোগ করা হয় এবং ১০ সেপ্টেম্বর ফেনী মডেল থানার ওসি ফেনী কারাগারে গিয়ে বাবুলের সেলে তল্লাশি চালান, যা কারাবিধিতে নেই।কারাগারে বাবুলের নিরাপত্তা জোরদার করতে ফেনীর জেল সুপারকে নির্দেশ দেওয়ার জন্য আবেদনে বলা হয়েছিল। আদালত সেই আবেদন ও খারিজ করে দেন। 

বাবুল আক্তারের আইনজীবী এডভোকেট  গোলাম মাওলা মুরাদ বলেন আমরা চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে সুনির্দিষ্ট অভিযোগ মামলা করার পরও আদালত  আমাদের মামলা আমলে না নিয়ে খারিজ করে দিয়েছে, এর   উচ্চ আদালতে রিভিশন মামলা ফাইল করা হবে।  

এমএসএম / এমএসএম

বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাথে মইনুল বাকরের মতবিনিময়

তানোরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

বিজয়ের চেতনায় মুখর বাঘা: তিন দিনব্যাপী বিজয় মেলার শুভ উদ্বোধন

তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী এবং কর্মশালা

মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী

সিংগাইরে শহীদ আনিস রমিজ ও শরীফের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ : শ্রদ্ধাভরে স্মরণ ও আলোচনা সভা

ধামইরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩দিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন

মহান স্বাধীনতা যুদ্ধ থেকে সকল আন্দোলন সংগ্রামে সাংবাদিকদের ভূমিকা প্রশংসনীয়-ড.সরওয়ার সিদ্দিকী

শ্রীমঙ্গলে এবার হচ্ছে না হারমোনি ফেস্টিভ্যাল

অষ্টগ্রামের কাস্তুলে ইউপি সদস্য জামাল ভূইয়ার গ্রেপ্তারের দাবিতে মানববন্ধনে উত্তাল অষ্টগ্রাম

কলমাকান্দায় ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভেড়ামারা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের কেয়ারটেকার ৪৮ মাসেও বেতন পাননি

ফল আমদানিতে অতিরিক্ত শুল্ক প্রত্যাহারে দাবি ব্যবসায়ীদের