বনজ এর বিরুদ্ধে বাবুলের মামলা খারিজ, উচ্চ আদালতে যাবেন আইনজীবী
 
                                    পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগে পি,বি আই প্রধান বনজ কুমার সহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে বাবুল আক্তারের করা মামলা খারিজ করে দিয়েছে চট্টগ্রামের বিজ্ঞ মহানগর দায়রা জজ ডঃ জেবুনেছার আদালত। বিগত ৮ সেপ্টেম্বর কারাগারে থাকা সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার তার আইনজীবী মাধ্যমে একটি সি আর মামলা দাখিল করেছিল চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে।
আদালতে মামলার আরজি সূত্রে জানাযায় গত বছরের ১০ থেকে ১৭ মে পর্যন্ত বাবুল আক্তার কে পিবিআই চট্টগ্রাম কার্যালয়ে হেফাজতে রেখে নিষ্ঠুর নির্যাতন করার অভিযোগ —পি,বি,আইয়ের প্রধান বনজ কুমার মজুমদার, পিবিআই চট্টগ্রাম মেট্রো পুলিশ সুপার নাইমা সুলতানা, জেলা পুলিশ সুপার নাজমুল হাসান, পিবিআইয়ের পরিদর্শক এনায়েত কবির, সাবেক পরিদর্শক এ কে মহিউদ্দিন ও সন্তোষ চাকমার বিরুদ্ধে পুলিশ হেফাজতে মৃত্যু নিবারনের আইনে মামলা করা হয়। ঐ দিন আদালতে দীর্ঘ শুনানি শেষে ১৯ অক্টোবর আদেশ এর জন্য রাখেন, ১৯ তারিখ আবার আদেশের তারিখ পিছিয়ে আজ ২৫ অক্টোবর রবিবার আদালত মামলাটি খারিজের আদেশ দেন।
এ বিষয়ে জানতচাইলে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী সকালের সময় কে জানায়, আদালত তার আদেশে বলেছেন, পরিদর্শক দিয়ে এসপির মতো পদের লোককে মারধর ও নির্যাতন করা অস্বাভাবিক। বাবুল আক্তার অনেক বার আদালত এসেছেন, জামিন চেয়েছেন। কিন্তু এই ১ বছর ৪ মাসে তিনি কোথাও আদালতে নির্যাতনের কথা বলেননি।' সুতরাং
'আদালত মনে করতেই পারেন মিতু হত্যার মামলার আসামি হিসেবে মামলাকে বাধাগ্রস্ত করার জন্য তিনি নতুন ভাবে এই আবেদন দিয়েছেন', ১১ সেপ্টেম্বর একই আদালতে ফেনী কারাগারে নিরাপত্তা চেয়ে আবেদন করেন বাবুল। সেখানে বলা হয়, ফেনী কারাগারে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। ৮ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে পিবিআইয়ের প্রধান বনজ কুমার মজুমদারসহ ৬ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হেফাজতে নির্যাতনের অভিযোগে মামলা নেওয়ার আবেদন করেন বাবুল।
আবেদনটি করার পর যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা বাবুলের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন বলে অভিযোগ করা হয় এবং ১০ সেপ্টেম্বর ফেনী মডেল থানার ওসি ফেনী কারাগারে গিয়ে বাবুলের সেলে তল্লাশি চালান, যা কারাবিধিতে নেই।কারাগারে বাবুলের নিরাপত্তা জোরদার করতে ফেনীর জেল সুপারকে নির্দেশ দেওয়ার জন্য আবেদনে বলা হয়েছিল। আদালত সেই আবেদন ও খারিজ করে দেন।
বাবুল আক্তারের আইনজীবী এডভোকেট গোলাম মাওলা মুরাদ বলেন আমরা চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে সুনির্দিষ্ট অভিযোগ মামলা করার পরও আদালত আমাদের মামলা আমলে না নিয়ে খারিজ করে দিয়েছে, এর উচ্চ আদালতে রিভিশন মামলা ফাইল করা হবে।
এমএসএম / এমএসএম
 
                বিএনপি এবং জামায়াতের সাথে আমাদের দূরত্ব হওয়ার কথাটি সত্য নয় - হাসনাত আবদুল্লাহ
 
                সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গণের ভুমি রক্ষার দাবীতে মানববন্ধন
 
                শান্তিগঞ্জে সাকিন পরিবহনের বাস খাদে পড়ে আহত ১৬
 
                হাতিয়ায় জামায়াতের নির্বাচনী পথসভায় জনতার ঢল
 
                যুবদল নেতা মারুফ আহমেদ এর উদ্যোগে- মিল্টন ভুইয়ার পক্ষ থেকে অসহায়দের মাঝে চাউল বিতরণ
 
                মনোহরদীতে ইউএনও ও এসিল্যান্ডের নাম ভাঙিয়ে প্রতারণা, প্রশাসনের সতর্কবার্তা
 
                ভূরুঙ্গামারীতে ৩১ দফা বাস্তবায়নে ডা:মোঃ ইউনুছ আলী
 
                কোনো উত্তাপই নির্বাচন ঠেকাতে পারবে না: নোয়াখালীতে প্রেস সচিব শফিকুল আলম
 
                পূর্বধলায় বালুবাহী ট্রাকে সিএনজির ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২, আহত ২
 
                যশোরে ৬ টি স্বর্ণেরবার সহ বেনাপোলের সিদ্দিক আটক
 
                নির্বাচিত হলে বছরে একবার জনগণের কাছে জবাবদিহি করব মাস্টার রুহুল আমীন ভুঁইয়া
 
                জাল টাকা দিয়ে কেনাকাটা, ২৪ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার কৃষকদল নেতা
 
                 
                