ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

শ্যাম্পুর গুণ বাড়াতে ৪ উপাদান


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৫-৯-২০২২ বিকাল ৫:১৪

হেয়ার প্যাক তৈরি করা বা পার্লারে যাওয়ার মতো সময় না থাকলে নিয়মিত ব্যবহারের শ্যাম্পুতে কিছু উপাদান  মিশিয়ে নিতে পারেন। এতে চুলে ঝটপট চলে আসবে সিল্কি ভাব। এছাড়া চুল পড়া বন্ধ হবে এবং দূর হবে খুশকিও।

১. শ্যাম্পুর সঙ্গে খানিকটা গোলাপজল মিশিয়ে নিন। চুলের রুক্ষ ভাব কমে যাবে। আসবে বাড়তি চাকচিক্য। 

২. শ্যাম্পুর সঙ্গে অল্প বেকিং সোডা মিশিয়ে নিলে দূর হবে খুশকি। 

৩. চুলে বাড়তি পুষ্টি জোগাতে চাইলে শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে নিন মধু। এতে যেমন পিএইচ ব্যালান্স বজায় থাকবে, তেমনি চুল হবে ঝলমলে।

৪. টি ট্রি, ল্যাভেন্ডার, রোজমেরি বা পেপারমিন্ট এসেনশিয়াল মিশিয়ে নিতে পারেন শ্যাম্পুর সঙ্গে। চুলে আসবে বাড়তি উজ্জ্বলতা। 

প্রীতি / প্রীতি