ঢাকা বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

পতেঙ্গা থানা সৈনিক লীগের সভাপতি ইলিয়াছের জলদুস্য সিন্ডিকেট


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৯-৯-২০২২ বিকাল ৫:২৯

নগরীর পতেঙ্গা থানা সৈনিক লীগের সভাপতি পরিচয়ে ইলিয়াছ গড়ে তুলেছে বঙ্গোপসাগরে বিশাল একটি জলদস্যু সিন্ডিকেট। সাগরে জেলেরা জাল দিয়ে মাছ ধরার আগে জলদস্যু সিন্ডিকেটের সদস্যদের মোটা অংকের চাঁদা দিলে মিলে মাছ ধরার অনুমতি। না হয় জলদস্যুরা ইলিয়াছের নির্দেশে জেলেদের মারধর, মাছ লুটপাট, ডাকাতি, হত্যাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত রয়েছে। জলদস্যুদের প্রধান ইলিয়াছের বিরুদ্ধে রয়েছে মাদক, ইয়াবা, চুরি, ডাকাতি, হত্যাসহ প্রায় ডজনের কাছাকাছি মামলা। গত কয়েকদিন আগে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের হাতে জলদস্যুর প্রধান ইলিয়াছকে ডিবি পুলিশ বঙ্গোপসাগরে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার করেছে। গ্রেফতারের পর একের পর এক বেরিয়ে আসছে গাভী  ইলিয়াছের অপরাধ জগতের চাঞ্চল্যকর তথ্য।

 অভিযোগ রয়েছে জলদস্যু সিন্ডিকেটের প্রধান কথিত সৈনিক লীগের নেতা ইলিয়াছ এবং তার লোকজনকে জেলেরা মাছ ধরতে সাগরে গেলে দিতে হয় প্রতি নৌকা বা ট্রলার প্রতি দেড় থেকে দুই লাখ টাকা। স্থানীয় জেলেরা তার চাহিদামত চাঁদা দিতে না পেরে  নোয়াখালী, হাতিয়া, মংলা ও খুলনা  জেলা  থেকে আসা কয়েক শতাধিক বহিরাগত জেলেরা মাছ ধরে নিয়ে যাচ্ছে। স্থানীয় জেলে মাছ ধরতে না পারায় চট্টগ্রাম অঞ্চলে কাচা মাছের বাজারা বৃদ্ধি রয়েছে।  

জেলেদের কাছ থেকে জোর করে চাঁদা নেওয়ার এই অভিযোগ উঠেছে পতেঙ্গা থানা সৈনিক লীগের থানা সভাপতি মো. ইলিয়াস প্রকাশ গাভী ইলিয়াস ও তার সহযোগী নোয়াখালীর মো. ফারুকের বিরুদ্ধে। ডাকাতি ও খুনের মামলায় সাজা হয়েছিল ইলিয়াসের। সাগরে পণ্যবাহী জাহাজে ডাকাতিসহ জেলেদের নির্যাতনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তাদের চাঁদাবাজিতে বিব্রত স্থানীয় আওয়ামী লীগ নেতারাও।  কয়েক বছর আগে চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এমএ লতিফ, সিএমপির তৎকালিন  বন্দর উপ-পুলিশ কমিশনার (ডিসি), স্থানীয় কাউন্সিলর ও রাজনৈতিক মহলের সঙ্গে সমন্বয় করে ওয়ার্ডভিত্তিক পৃথকভাবে সাগরে মাছ ধরার অনুমতির সিদ্ধান্ত দেওয়া হয়। স্থানীয় এমপির নির্দেশ অমান্য করেও ইলিয়াছ জেলেদের কাছে চাঁদাবাজি করে আসছিল বলে অভিযোগ উঠেছিল।  কে এই ইলিয়াস?
মো. ইলিয়াস চট্টগ্রামের পতেঙ্গার দক্ষিণ পাড়া কোনার দোকান এলাকার নাগর আলীর নতুন বাড়ির মৃত হোসেন আহম্মদের ছেলে। পতেঙ্গা থানা সৈনিক লীগের থানা সভাপতি হিসেবে নিজের পরিচয় দেন।

তার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, নির্যাতন ও মাদকের মামলাসহ ডজনখানেক মামলা রয়েছে। এছাড়াও রয়েছে লাইটার জাহাজ থেকে তেল চুরির অভিযোগ। ইলিয়াছের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সিএমপি কমিশনার, মহানগর গোয়েন্দা (ডিবি), র‌্যাব-৭ ও  কোস্টগার্ড দপ্তরেসহ বিভিন্ন থানায়।  জলদস্যু ইলিয়াছ ১৯৯১ সালে পতেঙ্গার এক ব্যবসায়ীর  দোকান ডাকাতি করতে গিয়ে  হত্যা করেন ইলিয়াস। উক্ত মামলায় ৭ বছর ধরে জেল খাটেন ইলিয়াস। ১৯৯৮ সালে আবার ডাকতি মার্ডার করে ইপিজেড বন্দরটিলা এলাকার এক ব্যবসায়ীকে। ওই মামলায় তার দুই বছর জেল হয়। ২০১৫ সালের ১৯ ডিসেম্বর সাগরে বোট ডাকাতির করার সময়ে কোস্টগার্ডের হাতে ধরা পড়েন ইলিয়াসহ তার বাহিনী। 

এ বিষয়ে পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, ইলিয়াছের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গতকালও তার বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। ডিবি পুলিশ গ্রেফতার করলেও মূলত আমাদের থানায় মামলায় থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়েছে।  এ বিষয়ে সিএমপি উপ পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ আলী হোসেন, জানান ইলিয়াছের বিরুদ্ধে জেলেদের জিম্মি করে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শীতার্ত শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ

জলমহালে অংশীদারিত্ব নিয়ে প্রতারণা, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রী

শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুদকে দল থেকে বহিষ্কার

শিশু বরণ থেকে স্মার্ট ক্লাসরুম, জামালগঞ্জ বিদ্যালয়ে শিক্ষার নতুন ভোর

শিবচর পুলিশের অভিযানে এক্সপ্রেসওয়ে থেকে লুট হওয়া ৪৬২ গ্যাস সিলিন্ডার উদ্ধার

চাঁদপুরে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত

জেসমিন আরা শরীয়তপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক নির্বাচিত

ভোলাহাটে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

কুড়িগ্রামে প্রবেশন কার্যক্রম আধুনিকায়নে সেমিনার অনুষ্ঠিত

লোহাগড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আত্রাইয়ে লেডিস ক্লাবের উদ্যোগে বেদে ও সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ

‎নবাবগঞ্জে রাতের আঁধারে সানজিদা আক্তার নামে এক নারীর উপর হামলা