চট্টগ্রামে নানা আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত
নানা আয়োজনে চট্টগ্রামে পালিত হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন নগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী ।নগর কমিটির সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমগ্র বিশ্বে অবাক বিস্ময়, উনার বিকল্প একমাত্র উনি নিজেই। শত প্রতিকূলতা পেরিয়ে একটি স্বল্পোন্নত দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করে বিশ্বে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন।
নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী ও আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, নির্বাহী সদস্য মহব্বত আলী খান প্রমুখ।নগরীর বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে জাতির পিতার কন্যা শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য ড. অনুপম সেন বলেন, “উনার উন্নয়নের কারণে বাংলাদেশ আজ বিশ্বমানচিত্রে গৌরবের আসনে অধিষ্ঠিত।
অনুষ্ঠানে বক্তব্য দেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. কাজী শামীম সুলতানা, ট্রেজারার অধ্যাপক একেএম তফজল হক, রেজিস্ট্রার খুরশিদুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক শেখ মুহাম্মদ ইব্রাহিম ও ব্যবসা-শিক্ষা অনুষদের সহকারী ডিন প্রফেসর এম মঈনুল হক।চট্টগ্রাম সিটি করপোরেশন আয়োজিত প্রধানমন্ত্রীর জন্মদিনের আলোচনা সভায় প্রধান অতিথি ভারপ্রাপ্ত মেয়র আফরোজা কালাম বলেন, “গত চার দশক নিজ রাজনৈতিক প্রজ্ঞা ও আপসহীন নেতৃত্বের মাধ্যমে দেশের অসাম্প্রদায়িক-গণতান্ত্রিক রাজনীতির মূল স্রোতধারার প্রধান নেতা হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠা করেন।
সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কাউন্সিলর আব্দুস সালাম মাসুম, আবদুল মান্নান, আবুল হাসনাত মো. বেলাল, মোরশেদ আলী, সংরক্ষিত কাউন্সিলর আনজুমান আরা, রুমকি সেনগুপ্ত, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. নজরুল ইসলাম, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার প্রমুখ।
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্মদিনে বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদের ডিন ও ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল আবছার খানের উপস্থিতিতে কেক কাটা হয়।
এসময় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো: মাসুদুজ্জামান ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ মেজবাহ উদ্দিনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগের বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করে কলেজ ক্যাম্পাসে। এছাড়া দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়।
এদিকে নগরীর সৈয়দ বদনা শাহ মাজারে দোয়া ও মিলাদ মাহফিল এবং দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয় যুবলীগ নেতা নুরুল আজিম রনির উদ্যোগে। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা আকতার হোসেন সৌরভ, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল্লাহ আল তানিম চৌধুরী, আরফাত উল করিম, মেহেদী হাসান, কুতুববউদ্দিন, রেজাউল আলম রিপন, আশিকুন্নবী, জিএস আমিনুল করিম, মিজানুর রহমান মিজান প্রমুখ।
দেশরত্ন শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটা, শাড়ি,লুঙ্গি ও চালসহ শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম মহানগর যুবলীগ। মহানগর যুবলীগ নেতা মনোয়ার-উল আলম চৌধুরী নোবেল এর ব্যবস্থাপনায় নগরীর অলংকার মোড়ে অনুষ্ঠিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে কেক কাঁটা, শাড়ি,লুঙ্গি ও চাল সহ শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম মহানগর যুবলীগ।
চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা মনোয়ার-উল আলম চৌধুরী নোবেল এর ব্যবস্থাপনায় নগরীর অলংকার মোড়ে অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন বঙ্গবন্ধু যেমন বাঙালি জাতিকে উপহার দিয়েছেন হাজার বছরের দাসত্বের শৃঙ্খল থেকে চূড়ান্ত মুক্তি ও স্বাধীনতা, তেমনি বঙ্গবন্ধুকন্যা বাংলাদেশকে ধ্বংসস্তুপ থেকে দাঁড় করেছেন একটি মর্যাদাবান রাষ্ট্র হিসেবে। আওয়ামী লীগ সরকার দেশের মানুষের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার উন্নয়নের জন্য নিরলস কাজ করে যাচ্ছে। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ষড়যন্ত্র-প্রতিকূলতা মোকাবিলা করে বিশ্বের অন্যতম খরস্রোতা পদ্মা নদীর ওপর সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণ করে উন্নত বাংলাদেশ গড়ার প্রথম মাইলফলক স্থাপন করেছেন শেখ হাসিনা।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওমরগণি এম.ই.এস কলেজ ছাত্র সংসদের সাবেক ভি.পি মো. ইউনুস, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সৈয়দ কায়নাদ মোর্শেদ কনক, সাবেক ছাত্রনেতা ফয়সাল, মো. হাবিবুর রহমান রিপন, সাইফুর রহমান রাজু, জিয়া উদ্দিন লুভন, জয়, আবু তৈয়ব, ফয়সাল মাকসুদ, আরিফ মুহাম্মদ হারুনী, ফারহান সোহেল, মো. ইলিয়াছ, এনামুল হক আজিম, আজাদ, গোলাম রাব্বানী রাফি, জাহিদুল ইসলাম রবিন, আকবর, ইমরান, আকবর, শাহাদাৎ, মো.স্বাধীন, মেহেদী হাসান, সাগর, তুষার, মো. সিরাজুল ইসলাম আকাশ, অয়ন আচার্য্য, জাহিদুল ইসলাম প্রান্ত, আরমান সাব্বির, মারুফ হোসেন, কাউসার, সিদ্ধার্থ শংকর দাশ, শুভ কাকন, পিয়াল, সিফাত হাবিব রবি, ইরফান, আজাদ, সাইফুল প্রমুখ।
শেখ হাসিনার জন্মদিনে আলোচনা সভা ও র্যালি করেছে বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদ। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন। বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের আহবায়ক মুহাম্মদ এয়াকুবের সভাপতিত্বে ও সদস্য সচিব মিরন হোসেন মিলনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, মহিলা শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুবা আহসান, রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা নুরুল আমিন মিয়া, ইউনিট আওয়ামী লীগ নেতা জসিম হাজারী, বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের নেতা মো. আলমগীর, উজ্জ্বল বিশ্বাস।
শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা সাহেদ হোসেন টিটুর উদ্যোগে দোয়া মাহফিল আলোচনা সভা ও গরীব অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনি। প্রধান বক্তা ছিলেন ৩৩ নং ওয়ার্ডের কাউন্সিল ও মহানগর যুবলীগ নেতা হাসান মুরাদ বিপ্লব। আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুব মহিলালীগের সদস্য জিন্নাত সুলতানা ঝুমু। যুবলীগ নেতা রিপন বিশ্বাস, মো. মহিম, মো. আরিফ, মো. সাদ্দাম হোসেন বিপ্লব, মো. শাকিব।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি মো. বেলাল হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. নুরুল আমিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি উজ্জ্বল বিশ্বাস, কার্যকরী সভাপতি মোহাম্মদ আলী আকবর, সহ-সভাপতি মো. আব্দুল গফুর, সুনীল দেবনাথ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীর, সাংগঠনিক সম্পাদক মো. বেলাল হোসেন লিটন, অর্থ সম্পাদক মো. আব্বাস।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শীতার্ত শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ
জলমহালে অংশীদারিত্ব নিয়ে প্রতারণা, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রী
শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুদকে দল থেকে বহিষ্কার
শিশু বরণ থেকে স্মার্ট ক্লাসরুম, জামালগঞ্জ বিদ্যালয়ে শিক্ষার নতুন ভোর
শিবচর পুলিশের অভিযানে এক্সপ্রেসওয়ে থেকে লুট হওয়া ৪৬২ গ্যাস সিলিন্ডার উদ্ধার
চাঁদপুরে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত
জেসমিন আরা শরীয়তপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক নির্বাচিত
ভোলাহাটে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
কুড়িগ্রামে প্রবেশন কার্যক্রম আধুনিকায়নে সেমিনার অনুষ্ঠিত
লোহাগড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
আত্রাইয়ে লেডিস ক্লাবের উদ্যোগে বেদে ও সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ