ফেইসবুক অপপ্রচারকারীদের বিরুদ্ধে চট্টগ্রাম আইনজীবী সমিতির মামলা
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি জেলা প্রশাসক দন্ধে জেরে DhakaPress.com নামে একটি ভুয়া ফেসবুক পেইজ ব্যবহার করে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি-সাধারণ সম্পাদককে ‘ভূমিদস্যু’ উল্লেখ করে মানহানিকর তথ্য প্রচার করায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে,
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ জহিরুল কবিরের আদালতে মামলাটি দায়ের করেছেন জেলা আইনজীবী সমিতির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেজবাহ উদ্দিন দোয়েল।
চট্টগ্রামের জেলা প্রশাসকের সঙ্গে দ্বন্দ্বের প্রেক্ষাপটে আইনজীবী সমিতির সভাপতি-সাধারণ সম্পাদককে ঘায়েল করতে এই ফেইসবুক পেইজ ব্যবহার করে মিথ্যা ও মানহানিকর বক্তব্য প্রচার করা হচ্ছে বলে মামলার আরজিতে অভিযোগ করা হয়েছে।
মামলার আরজিতে ফেসবুক পেইজের লিংক উল্লেখ করে ‘ঢাকাপ্রেসডটকম’কে মূলত অভিযুক্ত করা হয়েছে। এ ছাড়া ফেসবুকের লিংক উল্লেখ করে কাজী কমলা তানিয়া ও ওবায়দুর রব কয়েস নামীয় আরও দু’জনকে অভিযুক্ত করা হয়েছে।
বাদী মেজবাহ উদ্দিন দোয়েল সকালের সময় কে বলেন, ‘আদালত মামলা গ্রহণ করে অতিরিক্ত পুলিশ সুপার পদে মর্যাদার নিচে নয় অথবা এর চেয়ে ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার মাধ্যমে তদন্ত করে ১ মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।’
ডিসি’র সঙ্গে দ্বন্দ্ব: আইনজীবী নেতাদের ‘ভূমিদস্যু’ বলায় মামলা মামলার আরজিতে ফেসবুক পেইজটির বিষয়ে বলা হয়েছে, চলতি বছরের ২৪ জানুয়ারি ‘ফলো বাংলাদেশ’ নামে অনলাইন পেইজটি চালু করা হয়। ৪ মার্চ নাম পরিবর্তন করে রাখা হয় ‘হেড লাইন’। ১২ মার্চ পেইজটি আবারও আগের নামে ফিরে আসে। ২৪ আগস্ট পেইজটির নাম পরিবর্তন করে রাখা হয় ‘ঢাকাপ্রেসডটকম’।
অভিযোগ করা হয়েছে, সেই পেইজে ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ২১ মিনিটে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়াউদ্দিন এবং ২১ সেপ্টেম্বর বিকেল ৫টা ২৭ মিনিটে সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ হাশেমের নাম ও ছবি উল্লেখ করে মানহানিকর বক্তব্য প্রচার করা হয়। সাধারণ সম্পাদককে ভূমিদস্যু চক্রের হোতা-১ উল্লেখ করে বলা হয়, সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে ভূমিদস্যু ও চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর নিয়ন্ত্রণ করে বিভিন্ন প্রভাবশালী চক্র। তাদেরই একজন অ্যাডভোকেট আবুল হাসেম মো.জিয়াউদ্দিন। তিনি চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক।
সভাপতিকে ভূমিদস্যু চক্রের হোতা-২ উল্লেখ করে বলা হয়, জঙ্গল সলিমপুর ও আলীনগরে সরকারি খাসজমি উদ্ধারে জেলা প্রশাসনের নেতৃত্বে চলছে বসবাসকারীদের উচ্ছেদ অভিযান। প্রশাসনের কঠোর ভূমিকা দেখে ভূমিদস্যুদের নির্দেশে ছিন্নমূল মানুষ রাস্তায় নেমে পড়ে। এ সব অপরাধীদের পেছনে রয়েছে বিভিন্ন প্রভাবশালী ও রাজনৈতিক ব্যক্তিত্ব। এদের মধ্যে অন্যতম আবু মোহাম্মদ হাশেম। তিনি জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের চট্টগ্রাম মহানগরের সভাপতি।
মামলার আরজিতে আরও অভিযোগ করা হয়, ২৩ সেপ্টেম্বর দুপুর ২টা ১০ মিনিটে সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ও ছবি যুক্ত করে একই ফেইসবুক পেইজ থেকে মানহানিকর আরও বিভিন্ন বক্তব্য প্রচার করা হয়। এবং জেলা প্রশাসক মমিনুর রহমান এর পক্ষে সাফাই গেয়ে একটি একটি জাতীয় দৈনিক এর বিরুদ্ধে ও অপতথ্য প্রচার করা হয়।
মামলার বাদী মেজবাহ উদ্দিন দোয়েল বলেন, ‘অনলাইন পেইজে গিয়ে সাধারণ আইনজীবীরা আমাদের সভাপতি-সাধারণ সম্পাদকের নামে মানহানিকর মিথ্যা ভুয়া তথ্য প্রচার করে এ সব বক্তব্যের প্রতিবাদ করলে ঢাকাপ্রেসডটকম, কাজী কমলা তানিয়া এবং ওবায়দুর রব কয়েসনামীয় ফেসবুক লিংক থেকে কুরুচিপূর্ণ বিভিন্ন জবাব দেওয়া হয়। আইনজীবীদের সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক ও ভূমিদস্যু চক্রের দালাল বলে উল্লেখ করা হয়। সমিতির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে ক্ষমতাপ্রাপ্ত হয়ে আমি থানায় মামলা করতে গিয়েছিলাম্। কিন্তু থানা কর্তৃপক্ষ আদালতে যাবার পরামর্শ দিলে আমি (বৃহস্পতিবার) মামলা করি।’
ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর ২৫, ২৯ (২) এবং ৩১ (২) ও ৩৫ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে বলে বাদী জানিয়েছেন। সম্প্রতি জেলা প্রশাসক মমিনুর রহমানের একটি কর্মকাণ্ডে বিতর্কের সৃষ্টি হয়। ওইদিন জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এটিএম পেয়ারুল ইসলাম রিটার্নিং অফিসার অর্থাৎ জেলা প্রশাসকের সভাকক্ষে মনোনয়ন পত্র জমা দিতে যান। মনোনয়ন পত্র জমাদান শেষে নগর আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য শফর আলী প্রার্থীর বিজয় কামনা করে মোনাজাত ধরেন। এতে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে রিটার্নিং অফিসারকেও হাত তুলে অংশ নিতে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে।
মোনাজাতের পর আওয়ামী লীগ প্রার্থী এটিএম পেয়ারুল ইসলামকে বাম পাশে এবং সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদকে ডান পাশে বসিয়ে উপস্থিত দলটির নেতাদের উদ্দেশে বক্তব্য রাখেন রিটার্নিং অফিসার মোহাম্মদ মমিনুর রহমান। বক্তব্যে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবার যেন আওয়ামী লীগ বিজয়ী হয়, সেজন্য বিএনপি-জামায়াতের দোয়া কামনা করেন। জেলা প্রশাসকের পর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাংসদ মোছলেম উদ্দিন আহমেদ।
মোনাজাত এবং জেলা প্রশাসকের বক্তব্যের ভিডিও এবং ছবির ভিত্তিতে সংবাদ প্রকাশিত হয় বিভিন্ন গণমাধ্যমে।
এরপর ১৭ সেপ্টেম্বর জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানকে রিটার্নিং অফিসারের দায়িত্ব থেকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করে নিতে আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহাবুবুর রহমান খান। ১৮ সেপ্টেম্বর মোহাম্মদ মমিনুর রহমানকে রিটার্নিং অফিসারের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামানকে সেই স্থলে বসিয়ে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।
কিন্তু এরপর থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে— জঙ্গল সলিমপুরে উচ্ছেদ অভিযান শুরু করায় ভূমিদস্যুদের পৃষ্ঠপোষকদের ইন্ধনে জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে তাকে বদলির চক্রান্ত করা হচ্ছে। জেলা প্রশাসকের পক্ষে সাফাই গাইতে মাঠে নামানো হয় বীর মুক্তিযোদ্ধা, এনজিও, উপজেলা চেয়ারম্যান, সরকার দলীয় কয়েকজন রাজনীতিক, ক্রীড়া সংগঠক সহ , সাংবাদিক নেতাদের একাংশকে । তাদের দাবী জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। কিন্তু কি অপপ্রচার হচ্ছে তা স্পষ্ট বলতে পারছে না কেউ।
এরপর ‘ঢাকাপ্রেসডটকম’ নামে অনলাইন পেইজ ব্যবহার করে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক, একটি জাতীয় দৈনিক ও সংবাদ সাংবাদিক ও একজন জনপ্রতিনিধির নাম-ছবি ব্যবহার করে একই ধরনের প্রচারণা চালানো হচ্ছে। যার প্রেক্ষিতে আইনগত প্রতিকার চেয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা রজু করা হয় বলে দাবী করে মামলার বাদী।
এমএসএম / এমএসএম
রাণীশংকৈলে জাতীয় সমবায় দিবস উদযাপন
সুবর্ণচরে দারুল আজহার মডেল মাদ্রাসার ক্যাম্পাস অনুষ্ঠিত
মাত্র ৯ মাসেই হাফেজ হলেন ১১ বছর বয়সী ইয়াছিন
বিপ্লবের সার্টিফিকেট যদি চুপ্পুর কাছ থেকেই নিতে হয় তবে হাসিনার কাছে কেন নয়? -হাসনাত আব্দুল্লাহ,
ভূরুঙ্গামারীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত
চাঁদপুরে দুই শতাধিক কৃতি শিক্ষার্থী ও শিক্ষকের সংবর্ধনা
বাংলাদেশে এখনো গণভোট ও পিআর ব্যবস্থার সময় আসেনি - ড. রশিদ আহমেদ হোসাইনী
জামালপুরে পৃথক অভিযানে ধর্ষণ ও হত্যা মামলার দুই আসামি গ্রেফতার
পটুয়াখালী পায়রার গ্রাসে নিশ্চিহ্ন হচ্ছে চান্দখালী ও মির্জাগঞ্জ
হাতিয়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
বরগুনায় জমি বিরোধের জের ধরে হত্যার হুমকি
প্রশাসনিক সংকটে পাঠদান ব্যহাত, শিক্ষার্থীদের ভবিষ্যৎ ঝুঁকিতে