ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

তের বছর কর্মস্থলে যান না, বাড়িতেই চেম্বার খুলে রোগী দেখেন ফার্মাসিস্ট 


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ২-১০-২০২২ দুপুর ২:২২

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিষ্ট বিকাশ কুসুম বিশ্বাস। তার কর্মস্থল ফুলছড়ি উপজেলা কমপ্লেক্সে যান না দীর্ঘ তের বছর যাবত। ডাক্তার না হয়েও নিজ বাড়িতেই চেম্বার খুলে নিয়মিত দেখেন রোগী, দেন ব্যবস্থাপত্রও।পদে ফার্মাসিষ্ট হলেও উপজেলায় বেশ পরিচিতি অর্জন করেছে ডাক্তার বিকাশ বাবু বলে। দফায় দফায় চেষ্ট করেও কর্মস্থলে ফেরানো সম্ভব হয়নি বলে জানান উপজেলা স্বাস্থ্য সংশ্লিষ্টরা। ফলে দীর্ঘদিন যাবত ওই হাসপাতালে স্বাভাবিক স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত হয়েই আসছে।

সম্প্রতি সরেজমিনে উপজেলার গজারিয়া ইউনিয়নের গজারিয়া গ্রামের বসুন্ধরা পাড়ার পুরাতন ফুলছড়ি থানা সংলগ্ন তার বাড়িতে গেলে চোখে পড়ে বাড়ি সংলগ্ন একটি চেম্বার। চেম্বারে প্রবেশ করে দেখা যায় বেশ কয়েকজন রোগী। যাদের ব্যবস্থাপত্র দিচ্ছেন ফার্মাসিষ্ট বিকাশ কুসুম। দেখছেন রোগীর পরিক্ষার রিপোর্টও। এসময় প্রতিবেদক পরিচয় জানতে পেয়ে বাড়ির ভিতরে গিয়ে বেশ কিছুক্ষণ নিজেকে আড়ালে রাখেন তিনি।

এসময় চিকিৎসা নিতে আসা রাবেয়া বেগম (৪৫) নামের একজন রোগী বলেন।“ আমার জ্বর আর প্রচন্ড গলা ব্যথা। তাই ডাক্তার বিকাশ সারের কাছে আসছি। তিনি প্রথমে রক্ত পরিক্ষা করতে দিলেন। তারপর পরিক্ষার রিপোর্ট দেখে প্রেসক্রিপশন করে দিয়েছেন। তিনি তো ডাক্তার নন, তিনি একজন ফার্মাসিষ্ট তার কাছে কেন চিকিৎসা নিচ্ছেন? এমন প্রশ্নের জবাবে রাবেয়া বেগম বলেন, “বিষযটি আমার জানা নেই,আমরা তাকে ডাক্তার বিকাশ বাবু বলেই জানি, তিনি ১০০ টাকা করে ভিজিট নেন। 

নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি জানান, বিকাশ তার বাড়ির চেম্বারে সকাল থেকে রাত পর্যন্ত নিয়মিত রোগী দেখেন। তার বেশিরভাগ রোগী চরাঞ্চালের অশিক্ষিত-অসহায় মানুষগুলো। ওই মানুষগুলোর অজ্ঞতাকে পুঁজি করে বিকাশ ডাক্তার না হয়েও তাদের কাছে ডাক্তার বাবু সেজেছেন। পাশের ডায়াগনস্টিক সেন্টারের সাথে সিন্ডিকেট তৈরী করে পরিক্ষা-নিরীক্ষার নামে তাদের থেকে হাতিয়ে নিচ্ছেন হাজার হাজার টাকা। মূলত তিনি ডাক্তার নন,তিনি একজন সরকারি হাসপাতালের ফার্মাসিষ্ট।

পরে নিজেকে আড়ালে রাখার বেশ কিছুক্ষণ পর বাড়ির ভিতর থেকে চেম্বারে আসেন বিকাশ কুসুম। তার কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে রোগী দেখে টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেন তিনি। তবে, অফিস সময়কালীন সময়ে রোগী দেখে কোনও ভিজিট নেননা বলে দাবি তার।ফার্মাসিষ্ট হয়ে রোগীর ব্যবস্থাপত্র দিতে পারেন কি না? এমন প্রশ্নের কোনও সঠিক উত্তর দিতে পারেননি তিনি।পরে সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানিয়ে এই প্রতিবেদকে উৎকোচ দেওয়ার চেষ্টা করেন ফার্মাসিষ্ট বিকাশ কুসুম। এতে ব্যর্থ হলে গাইবান্ধার বেসরকারি একটি এনজিও’র অঙ্গ প্রতিষ্ঠানে কর্মরত এক ব্যক্তির মাধ্যেমেও এই প্রতিবেদককে অর্থের বিনিময়ে ম্যানেজ করার চেষ্টা করা হয়। তাতেও ব্যর্থ হলে প্রতিবেদকের কর্মরত অফিসে টাকা নেওয়ার মিথ্যা অভিযোগ করবে বলে এক মোবাইলে হুমকিও দেন এনজিওর ওই ব্যক্তি।

পরে কর্তৃপক্ষের আদেশে এলাকায় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে বিকাশের এমন বক্তব্যের সূত্র ধরে অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে জানা যায়, ২০০৯ সালের ১২ জুলাই তৎকলীন গাইবান্ধার সিভিল সার্জন ডা.মো.রকিবুদ্দৌলার স্বাক্ষরিত একটি পত্রে গাইবান্ধা-৫ আসেনর সংসদ সদস্যের মৌখিক আদেশে ফার্মাসিষ্ট বিকাশ কুসুমকে গজারিয়া ইউনিয়ন পরিষদের একটি রুমে বসে ওই ইউনিয়ন ও চরাঞ্চলে ডাইরিয়াসহ অন্যান্য রোগীর চিকিৎসা সেবা প্রদানের নির্দেশ প্রদান করা হয়।

কিন্তু একজন ফার্মাসিষ্টকে সরাসরি চিকিৎসাসেবার আদেশ দেওয়ার কোনও সুযোগ নেই বলে মনে করেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। শুধু তাই নয়, এর আইনগত বৈধতাও নেই বলে মনে করেন তারা। এছাড়া তাকে গজারিয়া ইউনিয়ন পরিষদের একটি রুমে বসে চিকিৎসা দেওয়ার কথা উল্লেখ থাকলেও দীর্ঘ তের বছরের এক দিনও তিনি পরিষদে দায়িত্ব পালন করেন নি বলে জানান ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাবু লাল। বাবু লাল বলেন, আমি এই ইউনিয়ন পরিষদে ২০০৬ সাল থেকে চাকরি করি। বিকাশ বাবুকে একদিনও পরিষদে চিকিৎসা দিতে দেখিনি। গজারিয়া ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ আলী খান খুশু বলেন, “আমি গত সাত মাস হলো দায়িত্ব নিয়েছি। এর মধ্যে বিকাশ বাবু একদিনও আমার পরিষদে কোনও রোগী দেখেন নি।

ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা.মো. রফিকুজ্জামান বলেন, ওই চিঠির আদেশেই আমরা তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছি। তবে,এরমধ্যে কয়েক দফায় ফার্মসিষ্ট বিকাশকে হাসপাতালে এসে দায়িত্ব পালনের কথা বলা হয়েছে। কিন্তু বিকাশ কোনও কর্নপাত করেনি। গাইবান্ধার সিভিল সার্জন ডা. আঃ মঃ আখতারুজ্জামান বলেন,এমন বিষয় এর আগে আমাকে জানানো হয়নি। এসব বিষয়ে জেলা প্রশাসক মো. অলিউর রহমান আমার সংবাদকে বলেন, “ফার্মাসিষ্টদের চিকিৎসাসেবা দেওয়ার সুযোগ নেই। ডাক্তার না হয়েও ব্যবস্থাপত্র দেওয়া এবং দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়টি বিষয়টি তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

 

প্রীতি / প্রীতি

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

বোয়ালমারীতে প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে হাঁস বিতরণ কর্মসূচি পালন

লন্ডনে তারেক রহমানের সাথে বিএনপি নেতাদের সাক্ষাৎ