লিফটের কথা তুলতেই ক্ষেপলেন অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ
সকারের অর্ধেক মালিকানাধিন স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানী লিমিটেডের (এসএওসিএল) ২৮ লাখ টাকায় কেনা ২ টি লিফট চট্টগ্রাম ন্যাশনাল পলিটেকনিক কলেজে ব্যবহারের বিষয়ে জানতে চাইলেই হঠাৎ ক্ষেপে ওঠলেন কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার এবিএম আব্দুল ওয়াহেদ। গত শনিবার কলেজের অধ্যক্ষের রুমে প্রতিবেদকের সাথে অশোভন আচরণ করে তিনি বলেন এসব অভিযোগের বিষয়ে আমার সাথে কথা বলবেননা। এগুলো ২ বছর আগের বিষয়, ওদের (এসএওসিএল) সাথে কথা বলুন। এসব বিষয়ে কথা বলবেন জানলে এখানে ডুকতেও দিতামনা। ২ বছর ধরে অনেক চেষ্টা করেছে, ওরা আমার কিছুই করতে পারেনি। এর আগেও অনেক পত্রিকায় নিউজ হয়েছে আমার কিচ্ছু হয়নি। আপনারাও নিউজ করেন আমার কিছুই হবেনা। ভবিষ্যতে এসব বিষয় নিয়ে আর আমার কাছে আসবেননা।
বিদ্যুৎ ও জ্বালানি অডিট অধিদফতরের অডিট আপত্তি সুত্রে জানা যায়, এসএওসিএলর ২০১৮-১৯ অর্থবছরে চীন থেকে ৪১ লাখ ৭২ হাজার ৪০০ টাকা মূল্যে তিনটি লিফট আমদানি করা হয়। এরমধ্যে দুটি লিফটের অস্তিত্ব পাওয়া যায়নি। একটি লিফট প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে স্থাপন করা হয়।
অন্য দুটি লিফটের বিষয়ে জানতে বন্দর থেকে খালাসকারী সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান হট-লাইন কার্গো ইন্টারন্যাশনাল ও সরবরাহকারী প্রতিষ্ঠান বাংলাদেশি এজেন্ট ও-২ এলিভেটরস কো. লিমিটেডকে ২০২১ সালের ৮ জুন চিঠি দেয় এসএওসিএল। হটলাইন কার্গো ইন্টারন্যাশনাল এসএওসিএলের চিঠির কোনো উত্তর দেয়নি। তবে চিঠির জবাব দেয় ও-২ এলিভেটরস কো. লিমিটেড। প্রতিষ্ঠানটি জানায়, ন্যাশনাল পলিটেকনিক কলেজে লিফট দুটি স্থাপন করা হয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, ৬৩০ কেজি ভারবহন ক্ষমতাস¤পন্ন একটি ও এক হাজার কেজি ভারবহন ক্ষমতাস¤পন্ন দুটি লিফট আমদানির জন্য ২০১৮ সালের ২৭ নভেম্বর যমুনা ব্যাংক আগ্রাবাদ শাখায় ঋণপত্র (নম্বর-৩০৩৮১৮০১০৩০৭) খোলে এসএওসিএল। এর মধ্যে এক হাজার কেজির দুটি লিফট স্থাপন করা হয়েছে ন্যাশনাল পলিটেকনিক কলেজে। লিফট দুটির এলসি মূল্য ৩৩ হাজার ৪০০ মার্কিন ডলার। ওই সময় প্রতি ডলার ৮৩ টাকা ৯৫ পয়সা হিসেবে লিফট দুটির মূল্য ২৮ লাখ টাকার কিছু বেশি, যা লোপাট হওয়ার সত্যতা পায় অডিট।
অডিট আপত্তির প্রতিবেদনে বলা হয়, ন্যাশনাল পলিটেকনিক কলেজের মালিক মূলত এসএওসিএল এর প্রয়াত মহাব্যবস্থাপক শাহেদের বাবা ইঞ্জিনিয়ার বাকী। ন্যাশনাল পলিটেকনিক কলেজটি পশ্চিম খুলশী থাকলেও ২০১৭ সালে নিজেদের মালিকাধীন ৯ তলা ভবনে চলে আসে। ওই নতুন ভবনেই লাগানো হয় লিফট দুটি। পরে শাহেদ মারা যাওয়ার ১৫ দিনের মাথায় তার বাবাও মারা যান। এরপর প্রতিষ্ঠানের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হন শাহেদের আরেক ভাই ইঞ্জিনিয়ার এবিএম আবদুল ওয়াহেদ। তিনি ন্যাশনাল পলিটেকনিক কলেজের অধ্যক্ষের দায়িত্বও নেন। ওই ভবনে তাদের মালিকানাধীন চিটাগাং ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কলেজ নামের আলাদা আরেকটি প্রতিষ্ঠান রয়েছে। যেখানে চারটি বিষয়ে ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়।
সরকারের অর্ধেক মালিকানার তেল কো¤পানি এসএওসিলের ৩১৬ কোটি টাকার মধ্যে সাবেক মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদ ১৫০ কোটি টাকা, হিসাব বিভাগের প্রধান মোহাম্মদ মাহমুদুল ২১ কোটি এবং মঈন উদ্দিন আহমেদ আতœসাৎ করেছেন ১৪৬ কোটি টাকা।
২০২০ সালের আগস্টে শাহেদ করোনায় আক্রান্ত হয়ে মারা যান। এরপর দুর্নীতি দমন কমিশন (দুদক) গত বছরের মার্চে মঈন উদ্দিনের বিরুদ্ধে ৩৮ কোটি টাকা লোপাটের অভিযোগে মামলা করে। এছাড়া প্রতিষ্ঠানটির অংশীদার মিশু মিনহাজ ২০২০ সালের ১৫ জুলাই রাজধানীর পল্টন থানায় মঈন উদ্দিনের বিরুদ্ধে ১৪৬ কোটি টাকা আতœসাতের অভিযোগে মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়, ২০১০ সাল থেকে তিন বছরে এসএওসিএল থেকে অগ্রিম হিসেবে মঈন নিয়েছেন ৫৩ কোটি টাকা। ওই অর্থ ফেরত দেননি। ২০১৫ থেকে তিন বছরের মধ্যে মঈন উদ্দিনের নিজের কো¤পানি পিরামিড এক্সিম পাওয়ারের নামে চেকের মাধ্যমে সরিয়েছেন ৪৫ কোটি ৬৪ লাখ টাকা। আবার ২০১১ সাল থেকে পরের এক বছরে এসএওসিলের ৪৭ কোটি ৮৪ লাখ টাকার পণ্য বিক্রি টাকা কো¤পানির হিসাবে জমা না দিয়ে আতসাৎ করেছেন মঈন উদ্দিন। কিন্তু মাহমুদুল হকের বিরুদ্ধে কোনো মামলাই হয়নি।
জালিয়াতি করে ২টি লিফট নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে এসএওসিএল এর প্রধান নির্বাহী কর্মকর্তা মনি লাল দাশ বলেন আমরা আমাদের ২টি লিফট উদ্ধার করার জন্য চেষ্টা করছি। তাদেরকে চিঠি দেওয়া হয়েছে প্রথমে অস্বীকার করলেও এখন স্বীকার করছে এবং লিফট ২টি ফেরৎ আনার প্রস্তাব দিয়েছে কিন্তু পুরাতন লিফট আমরা নিবনা বলে জানিয়েছি এবং নতুনের সমপরিমান অর্থ দেওয়ার জন্য বলা হয়েছে। যদি তা না করেন তবে আমরা তাদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের আইন উপদেষ্টা কাগজপত্র রেডি করে খুব শীঘ্রই মামলা করবে বলে আশা করছি। প্রয়াত জিএম শাহেদের আত্মসাৎ করা ১৫০ কোটি টাকার বিষয়টিও আমাদের মাথায় আছে সেটাও মামলা করা হবে, আইনগত প্রক্রিয়ায় যা করা সম্ভব তা করা হবে।
প্রীতি / প্রীতি
জয়পুরহাটে শীতার্ত শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ
জলমহালে অংশীদারিত্ব নিয়ে প্রতারণা, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রী
শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুদকে দল থেকে বহিষ্কার
শিশু বরণ থেকে স্মার্ট ক্লাসরুম, জামালগঞ্জ বিদ্যালয়ে শিক্ষার নতুন ভোর
শিবচর পুলিশের অভিযানে এক্সপ্রেসওয়ে থেকে লুট হওয়া ৪৬২ গ্যাস সিলিন্ডার উদ্ধার
চাঁদপুরে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত
জেসমিন আরা শরীয়তপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক নির্বাচিত
ভোলাহাটে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
কুড়িগ্রামে প্রবেশন কার্যক্রম আধুনিকায়নে সেমিনার অনুষ্ঠিত
লোহাগড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
আত্রাইয়ে লেডিস ক্লাবের উদ্যোগে বেদে ও সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ