বঙ্গবন্ধু মহাসড়কে বাস উল্টে ঝড়ল ৬ জনের প্রাণ
টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব গোল চত্বর এলাকায় যাত্রীবাহী বাস অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ড পার হয়ে উত্তরবঙ্গগামী মাইক্রোবাসের (হাইচ) উপরে পড়ে নারী ও শিশুসহ ৬ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাসে থাকা প্রায় অর্ধশত যাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার (০৬ অক্টোবর) ১২ টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে প্রথমে পৌঁছে বঙ্গবন্ধু সেনানিবাসের সেনা সদস্যরা।
এরপর এলেঙ্গা ফায়ার সার্ভিস ও সেতু পূর্ব থানার পুলিশ সদস্যরা উদ্ধার কাজে অংশ নিয়ে যৌথভাবে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ও আহতের নাম পরিচয় জানা যায়নি।
পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা একতা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিল। পথিমধ্যে বাসটি গোল চত্বর এলাকায় পৌঁছলে বাসটি অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ড পার হয়ে উত্তরবঙ্গগামী মাইক্রোবাসের (হাইচ) উপরে পড়ে। এতে ঘটনাস্থলে একজন নারী, একজন শিশুসহ ৬ জন প্রাণ হারায় এবং প্রায় অর্ধশত যাত্রী আহত হয়।
এলেঙ্গা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আতাউর রহমান বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছি। প্রায় আধা ঘণ্টা চেষ্টায় বাস-মাইক্রোবাসের গেট ও জানালা কেটে নারী ও শিশুসহ ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। বাসা থাকা আহদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
বাসে থাকা কলেজ পড়ুয়া ছাত্রী জান্নাতুল বলেন, একতা পরিবহনে বাসযোগে বোনের বাড়িতে ঢাকা যাচ্ছিলাম। বাসে ঘুমিয়ে পড়ি। হঠাৎ বিকট শব্দে পেয়ে জেগে দেখি বাসটি উল্টে আছে। পরে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা আমাকে উদ্ধার করেন।
এ দুর্ঘনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ও ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা: ইশরাত জাহান প্রমুখ। পরিদর্শনকালে টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি বলেন, নিহতের প্রত্যেক পরিবারকে ২০ হাজার করে অর্থ প্রদান করা হবে এবং আহতদের যাবতীয় চিকিৎসা ব্যয় বহন করা হবে।
এমএসএম / এমএসএম
কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি
নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল
কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন
নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার
রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন
ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা
কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার
কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার
শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার
কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
আত্রাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্য নিহত
কুতুবদিয়ায় তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, আহত ৪